আকারমাত্রিক স্বরলিপি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sujoykroy (আলোচনা | অবদান)
৪৯ নং লাইন:
তৃতীয় লাইনে গানের বোল বা কথা লেখা রয়েছে।
 
প্রত্যেক '''কলি'''-র শুরুতে ও শেষে ([[File:Akar bar.png|frameless]][[File:Akar bar.png|frameless]]) যুগল স্তম্ভ বসে। তবে '''আস্থায়ী'''' এবং বিশেষ কিছু ক্ষেত্রে<ref>স্বরবিতান ১৪, পৃ. ৯০</ref> কলির শুরুর যুগল স্তম্ভের আগেও কিছু স্বর থাকে। গৎ বা গীতের সব শেষে ([[File:Akar bar.png|frameless]][[File:Akar bar.png|frameless]] [[File:Akar bar.png|frameless]][[File:Akar bar.png|frameless]]) জোড়া য়ুগল স্তম্ভ বসে। তবে অনেক ক্ষেত্রে যুগল স্তম্ভের বদলে ('''||''')যুগল দাঁড়িও দেখা যায়<ref>সঙ্গীত প্রকাশিকা, প্রথম ভাগ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত, পৃ. ৭৩</ref>। য়ুগল স্তম্ভ বা জোড়া যুগল স্তম্ভ - দুই ক্ষেত্রেই কলি শেষ হওয়ার পর পুনরায় '''আস্থায়ী'''-তে ফিরে আস্থায়ী-র যেখানে ([[File:Akar bar.png|frameless]][[File:Akar bar.png|frameless]]) যুগল স্তম্ভ রয়েছে সেখান থেকে গান চালিয়ে যাওয়া হয়। আস্থায়ীর ([[File:Akar bar.png|frameless]][[File:Akar bar.png|frameless]]) যুগল স্তম্ভের আগে গানের যে অংশটি থাকে সেটি এক বারই গাওয়া হয়। ঐরকম ক্ষেত্রে প্রত্যেক কলির শেষে ('''“ ”''') উক্তি বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে আস্থায়ীর পূর্ববর্তী অংশটির কথা পুনরাবৃত্তি করা থাকে। স্থায়ী, অন্তরা ও সঞ্চারী গাওয়ার পর স্থায়ীতে ফেরা হয়, তাই ওদের কলির শেষে যুগল স্তম্ভ থাকে। কিন্তু আভোগ গাওয়ার পর স্থায়ীতে ফেরা হয় না, তাই আভোগ কলির শেষে যুগল স্তম্ভ থাকে না<ref>ত্রয়ী স্বরে ভারতীয় সংগীত, সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়, পৃ. ৪২</ref>।
 
কোন স্বরের উপরে যুগল দাঁড়ি ([[File:Akar jump bn.png]]) থাকলে, সেখান থেকে অন্য কলি আরম্ভ করতে হবে।