বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৩ নং লাইন:
২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা [[একুশে পদক]] লাভ করে।
== বিভাগ ও শাখা ==
১৯৭২১৯৬৮ সালের পর থেকে উদীচীর অধীনেশিল্পকলার বিভিন্ন বিভাগ যেমন সংগীত, সঙ্গীতআবৃত্তি, নাটক, নৃত্য, অবৃত্তি, চারুকলা ইত্যাদির সাহিত্যমাধ্যমে বিভাগউদীচী শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা কাজকরে করছে।আসছে। বর্তমানে ৬৫৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদ, ৪১৪৭ সদস্য বিশিষ্ট জেলা সংসদ এবং ২৫ সদস্য বিশিষ্ট শাখা সংসদের তত্ত্বাবধানে দেশব্যাপী উদীচীর কর্মকান্ড পরিচালিত হচ্ছে। উদীচীর প্রকাশনা বিভাগের উদ্যোগে “উদীচীবার্তা” নামে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হয়।
ঢাকাসারা কেন্দ্রকে ভিত্তি করেদেশে ৭১টি সাংগঠনিক জেলা সংসদ এবং জেলা সংসদের অধীনে ৩১৫টি৩০৫টি শাখা রয়েছে। ৭১টি সংগঠনিক জেলার মধ্যে ২০টি আবৃত্তি বিভাগ, ২৩টি নাট্য বিভাগ, ১৬টি নৃত্য বিভাগ, ১৪টি সঙ্গীত বিদ্যালয়, ৭টি পাঠাগার, ৭টি চারুকলা বিভাগ, ১টি সাহিত্য বিভাগ এবং ১টি শিশু বিদ্যানিকেতন রয়েছে। বর্তমানে উদীচীর সদস্য সংখ্যা প্রায় ৪০০০।১০০০০।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ১৪/২ তোপখানা সড়ক (দোতলায়) অবস্থিত।
এছাড়াও উদীচীর ৬টি শাখা রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডযুক্তরাজ্য, অস্ট্রলিয়াঅস্ট্রেলিয়া, ও কানাডাযফ্রান্স,স্পেন কানাডানরওয়েতে। কেন্দ্রীয় নাট্য বিভাগ এ পর্য্যন্ত ২৬টি নাটক মঞ্চস্থ করেছে। এর মধ্যে মঞ্চনাটক ৯টি এবং পথনাটক ১৭টি। মোট মঞ্চায়ন সংখ্যাস্পেনে ১৫০৮।
 
== কার্যক্রম ==