মদন লাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো
Suvray (আলোচনা | অবদান)
অবসর পরবর্তী সময়কাল
৪১ নং লাইন:
== খেলোয়াড়ী জীবন ==
[[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] ২২টি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরিসহ]] ৪২.৮৭ রান গড়ে ১০,২০৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, উইকেট-প্রতি ২৫.৫০ রান দিয়ে ৬২৫ [[উইকেট]] দখল করেছেন। নীচের সারির ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন ও দলের কঠিন সময় হাল ধরতেন। এরফলে সমর্থকদের কাছে ''মদ্দত লাল'' ডাক নামে পরিচিতি পান।
 
[[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ|১৯৭৫]] সালের ক্রিকেট বিশ্বকাপে মদন লাল তাঁর প্রথম বলে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] ব্যাটসম্যান [[Dennis Amiss|ডেনিস অ্যামিসকে]] আউট করেছিলেন।<ref>{{cite web | url=http://www.rediff.com/wc2003/2002/dec/26spec.htm | title=Who Shrunk Test Cricket?| publisher=[[Rediff]] | date=2002-12-26 | accessdate=2007-04-02}}</ref>
এছাড়াও, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক [[কপিল দেব]], [[Balwinder Sandhu|বলবিন্দর সান্ধু]], [[রজার বিনি]], [[মহিন্দর অমরনাথ]] ও [[Kirti Azad|কীর্তি আজাদের]] সাথে বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়ে দলের শিরোপালাভে অংশগ্রহণ করেছেন।
 
== অবসর পরবর্তী সময়কাল ==
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর মদন লাল ক্রিকেটের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হন। [[সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল|সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের]] [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্ব পালনসহ ১৯৯৬-৯৭ সময়কালে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি।<ref>{{cite web | url=http://content-usa.cricinfo.com/ci/content/story/72760.html | title=Madan Lal appointed as Manager| publisher=[[Cricinfo]] | date=1996-09-25 | accessdate=2007-03-17}}</ref> এরপর ২০০১ ও ২০০১ সালে [[Indian national cricket selectors|দল নির্বাচক কমিটির]] সদস্য হন। অধুনা বিলুপ্ত [[Indian Cricket League|ভারতীয় ক্রিকেট লীগে]] দিল্লি জায়ান্টস (দিল্লি জেটস) দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন।
 
== তথ্যসূত্র ==