গায়ানা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
180.234.62.245-এর সম্পাদিত সংস্করণ হতে Masum Ibn Musa-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
৫৮ নং লাইন:
গায়ানা বিষুবরেখার উত্তরে, আটলান্টীক মহাসাগরের উপকূলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে [[ভেনেজুয়েলা]], দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে [[ব্রাজিল]] এবং পূর্বে [[সুরিনাম]]। যদিও গায়ানা দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে অবস্থিত, প্রাক্তন ব্রিটিশ ঔপনিবেশিক [[পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ|পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের]] ছোট ছোট দ্বীপগুলির সাথে এর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক বন্ধন বেশি। পূর্ব ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দ্বীপগুলির মত গায়ানাতেও [[স্পেন|স্পেনীয়]] ও [[পর্তুগাল|পর্তুগিজেরা]] বসতি স্থাপন করেনি। গায়ানা প্রথমে একটি [[নেদারল্যান্ডস|ওলন্দাজ]] উপনিবেশ ছিল। পরবর্তীতে ১৮শ শতকের শেষ দিকে এটি [[যুক্তরাজ্য|ব্রিটিশ]] নিয়ন্ত্রণে আসে।
 
[[১৮শ শতক|১৮শ শতকের]] শুরু থেকেই [[আখ]] এখানকার প্রধান অর্থকরী ফসল। ইউরোপীয়রা এখানকার চিনির প্ল্যান্টেশনগুলিতে প্রচুর [[আফ্রিকা|আফ্রিকানদের]] দাস হিসেবে ব্যবহারের জন্য নিয়ে আসে। [[১৮৩০]]-এর দশকে দাসপ্রথার অবলুপ্তি ঘটলে [[ভারতীয় উপমহাদেশ]] থেকে বহু লোক প্ল্যান্টেশনগুলিতে কাজ করার জন্য নিয়ে আসা হয়। [[২০শ শতক|২০শ শতকের]] শেষ নাগাদ ভারতীয় ও আফ্রিকানরা গায়ানার সবচেয়ে বড় দুইটি জাতিগত গোষ্ঠী গঠন করে।
 
স্বাধীনতার পর গায়ানাতে জাতিগত রাজনৈতিক দল গড়ে ওঠে। এ পর্যন্ত মোটামুটিভাবে বামপন্থী দলগুলিই গায়ানা শাসন করেছে। [[১৯৯০]]-এর দশক পর্যন্ত আফ্রিকান বংশোদ্ভূত গায়ানীয়রা সরকারে আধিপত্য বিস্তার করেছিল।গায়ানীয়দেরকরেছিল। এরপর ভারতীয় বংশোদ্ভূত গায়ানীয়দের একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে।
 
== ইতিহাস ==