আলোকিত যুগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
সম্প্রসারণ
১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{পাশ্চাত্য দর্শনের ইতিহাস}}
'''আলোকিত যুগ''' হল সতেরো শতকের ইউরোপের একটি বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক আন্দোলন যার প্রধান উপজীব্য বিষয় ছিল ব্যক্তিস্বকীয়তা , যুক্তিবাদ ও মানব ঐতিহ্য।<ref>"[[enlightenment]]". Oxford Dictionaries. Oxford University Press, n.d. Web. 19 September 2013.</ref> এই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞান ও সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের জ্ঞান বিকশিত করে প্রথাগত বিশ্বাস ও কুসংস্কারের শাসন থেকে মানুষকে মুক্ত করে সমাজকে মানবিকতার পথে পরিচালিত করা। এই আন্দোলন মানুষকে বিজ্ঞান চিন্তা, সংশয়বাদ ও বুদ্ধিবৃতিক দর্শনের চর্চায় প্রলুব্ধ করে।<ref>Kors, Alan Charles. Encyclopedia of the Enlightenment. Oxford: Oxford UP, 2003. Print.</ref> এই আন্দোলনের পূর্বে সমাজে সকল কর্মকান্ড পরিচালিত হত সমাজের ধনিক শ্রেণি ও প্রতিষ্ঠিত ধর্মের প্রদর্শিত রাস্তা অনুযায়ী। তবে মানব ইতিহাসের সর্বপ্রথম সংঘটিত এই দার্শনিক বিপ্লব মানুষের সমাজব্যবস্থার জন্য কিছু মূলনীতির জন্ম দেয় যেগুলো হল কোন বিষয় সম্পর্কে উপসংহারে আসার জন্য সঠিক যুক্তি ব্যবহার করা, যুক্তি গুলো প্রত্যক্ষ প্রমাণ দিয়ে ঝালিয়ে নেওয়া এবং পুনরায় প্রমাণের আলোকে মূলনীতিগুলো পর্যালোচনা করা।
 
১০ ⟶ ১১ নং লাইন:
{{প্রবেশদ্বার|দর্শন}}
 
[[বিষয়শ্রেণী:১৭শ-শতকের দার্শনদর্শন]]
[[বিষয়শ্রেণী:আলোকিত যুগ]]
[[বিষয়শ্রেণী:দর্শনের ইতিহাস]]