আলাপ:বঙ্গাব্দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৫০ নং লাইন:
== ইতিহাস ==
নিবন্ধের ইতিহাস বিভাগটি প্রশাসকদের রিভিউ করার অনুরোধ জানাচ্ছি। অবিশ্বকোষীয়ভাবে মুহাম্মাদকে "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" লেখা হয়েছে, এবং বাংলা সনকে "মূলত হিজরী সন" বলে দাবি করা হয়েছে। বাংলা সন অবশ্যই হিজরী সনের সালকে (Year number) ভিত্তি করে প্রবর্তন করা হয়েছিল কিন্তু তাকে কখনওই "মূলত হিজরী সন" বলা যেতে পারে না। এই ব্যাপারটি প্রশাসকদের বিবেচনা করার অনুরোধ করছি। -[[User:Trinanjon|তৃণাঞ্জন]] ([[User talk:Trinanjon|আলাপ]]) ১৪:১৭, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)
:ইতিহাস অংশটি সংশোধনের আর্জি জানাচ্ছি। ইতিহাস অংশে বঙ্গাব্দের উৎপত্তির প্রথম মত হিসেবে লেখা হয়েছে "১৪ এপ্রিল ৫৯৪" বঙ্গাব্দ সূচিত হয়। কিন্তু উল্লেখ্য যে, বাংলাদেশে মুহাম্মদ শহীদুল্লাহ প্রবর্তিত সংস্কারকৃত বর্ষপঞ্জী প্রবর্তিত হওয়ার আগে সর্বত্রই সনাতন বাংলা বর্ষপঞ্জী ব্যবহৃত হত। আর এই বর্ষপঞ্জী নিরয়ণ, আর তাই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের মত ঋতুভিত্তিক নয়, ক্রমশ মূল ঋতু থেকে পিছিয়ে যেতে থাকে। বর্তমানে সনাতন বর্ষপঞ্জী অনুসারে পয়লা বৈশাখ পড়ে ১৪/১৫ এপ্রিল। তার মানে ৫৯৪ খ্রিস্টাব্দে তা মার্চ মাসের কোন তারিখে হওয়ার সম্ভাবনা ছিল। তাই ৫৯৪ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল কখনওই কোন বিশেষজ্ঞ ঐতিহাসিকের মতে "পয়লা বৈশাখ" হতে পারে না। এছাড়া ইতিহাসের দ্বিতীয় মতে লেখা রয়েছে "ইতোপূর্বে বঙ্গে প্রচলিত শকাব্দ বা শক বর্ষপঞ্চির প্রথম মাস ছিল চৈত্র মাস।" এখানেও উল্লেখ্য যে ১৯৫৭ খ্রিস্টাব্দের আগে ভারতে বা উপমহাদেশের কোথাও সৌর শকাব্দ চৈত্র মাস থেকে শুরু হত না। শুরু হত বৈশাখ মাস থেকে। এবং শকাব্দের ক্যালেন্ডার ও বাংলা ক্যালেন্ডার ছিল অভিন্ন। ১৯৫৭ খ্রিস্টাব্দে ভারত সরকার শকাব্দকে সংস্কার করার পরেই তা চৈত্র মাস থেকে গণনা করা হয় এবং চৈত্র শুরু হয় সাধারণ বছরে ২২ মার্চ এবং লিপ ইয়ার বা অধিবর্ষে ২১ মার্চ। আর তথ্যসলূত্র হিসেবে "কোরানের আলো" নামের একটি সাইটের উল্লেখ করা হয়েছে। সাইটটি ঘুরে আসার পর একটাই প্রশ্ন, এরকম একটি সাইটকে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ তথ্যের উৎস হিসেবে কি আদৌ ভরসা করা যায়? -[[Special:Contributions/203.147.88.174|203.147.88.174]] ([[User talk:203.147.88.174|আলাপ]]) ১৪:৩১, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
"বঙ্গাব্দ" পাতায় ফেরত যান।