জর্জ ডব্লিউ. বুশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সংশোধন
২৭ নং লাইন:
|footnotes =
|}}
'''জর্জ ডব্লিউ বুশ''' ({{|lang-en|George W. Bush}}; [[জন্ম]]: [[জুলাই ৬]], [[১৯৪৬]]) [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] ৪৩তম প্রেসিডেন্ট। তিনি [[২০০০]] ও [[২০০৪]] সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর আগে [[১৯৯৫]] থেকে [[২০০]] সাল পর্যন্ত [[টেক্সাস|টেক্সাসের]] ৪৬তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি [[জর্জ এইচ ডব্লিউ বুশ|জর্জ এইচ ডব্লিউ বুশের]] বড় ছেলে।
 
কলেজ শিক্ষা শেষে বুশ পারিবারিক তেলের ব্যবসায় যোগ দেন এবং [[১৯৭৮]] সালে হাউজ অফ রিপ্রেসেনটিটিভের জন্য প্রতিদ্বন্দ্ব্বিতা করে পরাজিত হন। পরবর্তিতে ''টেক্সাস রেঞ্জার বেসবল দলের'' যৌথ মালিকানা ভোগ করেন এবং টেক্সাসের গভর্নরের জন্য প্রচারণায় অংশ নেয়ার মাধ্যমে আবার রাজনীতিতে ফিরে আসেন। [[১৯৯৪]] সালে অ্যান রিচার্ডসকে পরাজিত করে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন। [[২০০০]] সালের নির্বাচনে রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্ব্বি হিসেবে এক বিতর্কিত বিজয় অর্জন করেন। দেশব্যাপী গণভোটে সর্বোচ্চ ভোট না পেলেও [[ইলেক্টোরাল ভোট|ইলেক্টোরাল ভোটে]] সংখ্যাগরিষ্ঠতা পান।
৩৭ নং লাইন:
== বাল্য জীবন থেকে মধ্য বয়স ==
[[চিত্র:Bush daughters.gif|thumb|left|১৯৯০ সালে দুই মেয়ে জেনা এবং বারবারাকে নিয়ে জর্জ বুশ এবং লরা বুশ।]]
মার্কিন যুক্তরাষ্ট্রের [[কানেক্টিকাট]] অঙ্গরাজ্যের নিউ হ্যাভেরে জন্মগ্রহণকারী জর্জ বুশ ছিলেন [[জর্জ এইচ ডব্লিউ বুশ]] এবং [[বারবারা বুশ|বারবারা বুশের]] জ্যেষ্ঠ্য সন্তান। চার ভাই-বোনের সাথে টেক্সাসের মিডল্যান্ড এবং হাউসটনে তার শৈশব-কৈশোর কাটে। তার ভাই-বোনদের নাম হল, জেব, নেইল, মারভিন এবং ডরোথি। তার রবিন নামের আরেকটি ছোট বোন ছিল যে [[১৯৫৩]] সালে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বুশের দাদা [[প্রেসকট বুশ]] কানেক্টিকাট থেকে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছিলেন এবং তার বাবা [[১৯৮৯]] থেকে [[১৯৯৩]] সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিল। এছাড়াও তিনি রাষ্ট্রপতি [[ফ্রাংকলিন পিয়ের্স|ফ্রাঙ্কলিন পিয়ার্সপিয়ার্সসহ]]সহ আরও কয়েকজন রাষ্ট্রপতির সাথে দূর সম্পর্কের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ।
 
বাল্য জীবনে বুশ ম্যাসাচুসেটসের অ্যানডোভারে অবস্থিত ফিলিপ অ্যাকাডেমিতে পড়াশোনা করেন। সেখানে নিয়মিত বেসবল খেলতেন এবং সিনিয়র থাকা অবস্থায় সেখানকার অল-বয়েজ স্কুল বেসবল দলের চিয়ারলিডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার পদাঙ্ক অনুসরণ করেই বুশ পরবর্তিতে [[ইয়েল বিশ্ববিদ্যালয়|ইয়েল বিশ্ববিদ্যালয়ে]] অধ্যয়ন শুরু করেন। [[১৯৬৮]] সালে এখান থেকে ইতিহাস বিভাগে বিএ ডিগ্রী লাভ করেন। কলেজে সিনিয়র থাকাকালে বুশ ''স্কাল অ্যান্ড বোন সোসাইটি'' নামক একটি সংগঠনের সদস্য ছিলেন। ছাত্র হিসেবে তিনি মধ্যম মানের ছিলেন।