সেলেনা গোমেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Srk666 (আলোচনা | অবদান)
spelling & add new information
Srk666 (আলোচনা | অবদান)
add link
১৫ নং লাইন:
| website = {{URL|selenagomez.com}}
|residence = [[টারজানা]], [[ক্যালিফোর্নিয়া]], [[ইউ এস এ]]}}
'''সেলিনা গোমেজ''' ({{lang-en|Selena Gomez}}) (জন্ম: ২২শে জুলাই, ১৯৯২<ref name="TheBiographyChannel">{{cite web|url=http://www.biography.com/people/selena-gomez-504530|title=Selena GomezBiography|publisher=[[The Biography Channel]]|accessdate=April 12, 2013}}</ref>) একজন [[মার্কিন]] সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী। বারনি এ্যন্ড ফ্রেন্ডস টিভি সিরিজের মাধ্যমে সেলিনা প্রথমে আত্মপ্রকাশ করেন। এটি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত চলে। সেলিনা গোমেজ ''স্পাই কিডস থ্রিডি গেম ওভার'', ''ওয়াকার টেক্সাস র‍্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার'' চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়া তিনি ডিসনি চ্যানেলের ''দ্য স্যুট লাইফ অফ জ্যাক এন্ড কোডি'' সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর তিনি ডিসনির ''উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস'' সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি সাফল্য অর্জন করে এবং সেলিনা বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হন। পরবর্তিতে সেলিনা ডিসনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ''জোনাস ব্রাদারস: লিভিং দ্য ড্রিম'', ''ডিসনি চ্যানেল গেমস'' উল্লেখযোগ্য। ২০০৯ সালে সেলিনা প্রিন্সেস ''প্রোটেকশন প্রোগ্রাম'' এবং ''উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস দ্য মুভি'' চলচ্চিত্র দু'টিতে অভিনয় করেন। এরপর সেলিনা ''কিস অ্যান্ড টেল'' নামে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করে।
 
ডিসনির বাইরে সেলিনা ''র‍্যামোনা অ্যান্ড বিজাস'' চলচ্চিত্রে অভিনয় করেন। সেলিনা ও তাঁর সঙ্গীত দল তাঁদের দ্বিতীয় অ্যালবাম ''এ ইয়ার উইথআউট রেইন'' প্রকাশ করে। এটি বিলবোর্ডের শীর্ষ ৫ এ স্থান লাভ করে। ২০১১ সালে আরেক টিন সঙ্গীত তারকা [[জাস্টিন বিবার]]-এর সাথে সেলিনা গোমেজের সম্পর্কের খবর গণমাধ্যমে বহুল প্রচারিত হয়। এই দুইজনকে গণমাধ্যমে "জেলিনা" নামে অভিহিত করে। ২০১১ সালে সেলিনা ''মন্টে কার্লো'' এবং ''দ্য মাপেটস'' চলচ্চিতে অভিনয় করেন। একই বছরে তিনি ''হোয়েন দ্য সান গোজ ডাউন'' অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের ''লাভ ইউ লাইক এ লাভ সং'' গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই অ্যালবামটি প্রকাশের পরে সেলিনা গোমেজ অভিনয়ে আরও মনোযোগ ও সময় দেবার জন্য তাঁর সঙ্গীত চর্চায় কিছুটা বিরতি দেন। ২০১২ সালে ''হোটেল ট্রান্সিলভানিয়া'' এবং ''স্প্রিং ব্রেকার্স'' চলচ্চিত্র দু'টিতে অভিনয় করেন।