বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ayatulla (আলোচনা | অবদান)
৭৬ নং লাইন:
 
একটা কথা বলতে পারি, পরবর্তীকালে এগুল যদি কেউ সমৃদ্ধ না করে সেক্ষেত্রে আমিই এগুলো সমৃদ্ধ করব। সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। Wiki-Ayan ০৭:৩০, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
::অয়ন ভাই, আপনি যেমনটি বলেছেন ছোট নিবন্ধগুলো পরবর্তীতে কেউ না সম্প্রসারণ করলে আপনি নিজেই করবেন এবং এতে কোন সন্দেহ নেই ও আপনার উপর সকলের আস্থা রয়েছে কিন্তু আমার সমস্যা হলো বাংলা উইকিতে এমনিতেই কয়েক হাজার এরকম ছোট নিবন্ধ রয়েছে যেগুলোর দিকে বাস্তবিকপক্ষে এখন আর কেউ ফিরেও তাকায় না, সবাই নতুন নতুন নিবন্ধ তৈরিতে ব্যস্ত। সুতরাং আমার ব্যক্তিগত মতামত হলো, যদি কোন নিবন্ধ শুরু করি তাহলে মুটামুটি একটি পর্যায়ে নিয়ে তারপর শেষ করলে সেটা দেখতেও ভালো লাগে ও উইকির পূর্বের কয়েক হাজার তালিকার দৈর্ঘ্যও বৃদ্ধি পাবে না। এক্ষেত্রে একটি করে নিবন্ধ ধরে তারপর অন্য একটি শুরু করলে সবচেয়ে ভালো হয় ব্যাপারটা। নিজের উপরও এক্ষেত্রে চাপ কিছুটা কমে। আমি নতুন হিসেবে মনে হয় একটু বেশিই কথা বলে ফেললাম। ভালো থাকবেন। [[User:Ayatulla|<span style="text-shadow:gray 3px 3px 2px;"><font color="#663300">''''' ~ আয়াতুল্লা'''''</font></span>]] [[User Talk:Ayatulla|<span style="text-shadow:gray 3px 3px 2px;"><sup> আলাপ</sup></span>]] ১১:৩৩, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
 
== আলাপ পাতা বিষয়ে ==