র‍্যামন লাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩৭ নং লাইন:
১২৬৩ সালে লাল ধর্মীয় এপিফ্যানি অনুভব করেন এক নতুন দৃষ্টিতে। তিনি ''ভিতা কোয়েট্যেনিয়া'' ("দৈনন্দিন জীবন") নামক আত্মজীবনীতে এই ঘটনার কথা বলেন।
 
{{bquote|<blockquote>র‍্যামন, তরুণাবস্থায় এবং ম্যাজোর্কার রাজার প্রতি অনুগত থাকার সময় বেশকিছু অর্থহীন গান ও কবিতা রচনা করেন এবং আরো অনেক লম্পটের মত কাজ করেন। একরাতে তিনি বিছানার পাশে বসে ছিলেন এবং এক মহিলাকে বোকার মত ভালবাসার আরেকটি অভদ্র গান রচনা করবেন-এমন অবস্থায় রয়েছেন, ঠিক সেই সময়ে তিনি তাঁর ডানদিকে তাকান এবং আমাদের প্রধান [[যীশু খ্রিস্টযিশু]]কে দেখতে পান সেই ক্রসে যেন তিনি মধ্য বাতাসে স্থির হয়ে রয়েছেন।<ref>Bonner, "Historical Background and Life" (an annotated ''Vita coaetanea'') at 10-11, in Bonner (ed.), ''Doctor Illuminatus'' (1985).</ref>}}</blockquote>
 
পরপর পাঁচবার তাঁর এরকম হয় যা তাঁকে তাঁর পরিবার, পদ এবং অন্যান্য জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করতে অনুপ্রাণিত করে। বিশেষত তিনি তিনটি নিয়ম মেনে চলেনঃ মুসলিম থেকে খ্রিস্টান হবার জন্য প্রয়োজনে [[শহীদ|ঈশ্বরের উদ্দেশ্যে জীবনত্যাগ]], ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানবস্থায় দেখা যা বিদেশী ভাষা শেখাবে এবং কাউকে ধর্মান্তরিত করবার জন্য যেকোন বাধা উপেক্ষা করে বই লেখা।