মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
হালনাগাদ
Moheen (আলোচনা | অবদান)
৬৫ নং লাইন:
== পটভূমি ==
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে চট্টগ্রাম ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের নিয়ণ্ত্রনাভার ছিলো [[মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা|কুমিল্লা শিক্ষা বোর্ডের]] অধিনে।<ref name="chittagongdiv">{{cite web|url=http://www.chittagongdiv.gov.bd/node/831233 |title=মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |accessdate= ২০১৪-০৩-৩০ |publisher=chittagongdiv.gov.bd |date=}}</ref> বর্তমানে এই শিক্ষা বোর্ড চট্টগ্রাম অঞ্চলের পার্বত্য এলাকাসহ সর্বমোট ২১,৫৩১ বর্গ কিলোমিটার ভৌগলিক এলাকার ১২৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৯৬১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯৫ টি মহাবিদ্যালয়সহ সর্বমোট ১২৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করে।<ref name="chittagongdiv">{{cite web|url=http://www.chittagongdiv.gov.bd/node/831233 |title=মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |accessdate= ২০১৪-০৩-৩০ |publisher=chittagongdiv.gov.bd |date=}}</ref>
 
== কার্যক্রম ==
* আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিবীক্ষণ, পরিদর্শন তাদের শিক্ষাক্রমিক দূর্বলতা সনাক্তকরণ।
* নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুতকরণ ও বিতরণ এবং জেএসসি, এসএসসি এবং এইসএসসি পরীক্ষা পরিচালনা।
* প্রশ্নপত্র তৈরী, মূল্যায়ন, বিজি প্রেসের মাধ্যমে ছাপানো, ওআরএম কাগজসহ উত্তরপত্র বিতরণ।
* পরীক্ষার খাতা মূল্যায়ন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করে টেবুলেশন শিট, নম্বরপত্র ও সনদ প্রস্তুত এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ।
* সহ পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করা।
* স্কুলের ম্যানেজিং কমিটি এবং কলেজের গভর্নিং বডি অনুমোদন দান এবং তাদের যেকোন বিরোধ নিষ্পত্তি করা।
* মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের উৎসাহিত করা।
* রেকর্ড সংরক্ষণ করা।
 
<small>[http://bise-ctg.gov.bd/about-board/overview তথ্যসূত্র সংগ্রথ দাপ্তরিক সাইট থেকে।]</small>
 
== আরও দেখুন ==