মেরিলেবোন ক্রিকেট ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 9টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
কার্যক্রম
৩৪ নং লাইন:
 
ক্রিকেটের সাবেক পরিচালনা পরিষদের ভূমিকায় ছিল এমসিসি। প্রতিষ্ঠার পর থেকেই ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পায়। পাশাপাশি ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট পরিচালনা পরিষদেরও দায়িত্ব নেয় এ ক্লাব। এছাড়াও, বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে এ ক্লাবটি নেতৃত্ব দেয়। ১৯৯৩ সালে অনেকগুলো বিষয় আইসিসি’র কাছে হস্তান্তর করে। একই সময়ে ইংল্যান্ডের খেলা পরিচালনার ক্ষেত্রেও এর ক্ষমতা [[Test and County Cricket Board|টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড]] (টিসিসিবি)’র কাছে প্রদান করে। এখনো এমসিসি [[ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল|ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের]] সাথে [[আন্তর্জাতিক ক্রিকেট]] সংক্রান্ত বিষয়ে পরামর্শকের ভূমিকায় রয়েছে।
 
== কার্যক্রম ==
১৭৮৮ সালে [[Laws of Cricket|ক্রিকেটের আইন]] প্রণয়নের দায়িত্ব নেয় এমসিসি।<ref>[[Chris Roberts (author)|Chris Roberts]], ''Heavy Words Lightly Thrown: The Reason Behind Rhyme'', Thorndike Press,2006 (ISBN 0-7862-8517-6).</ref> এরপর থেকেই অদ্যাবধি সময় সময়ে আইন সংশোধন করে আসছে ও এ আইনের স্বত্ত্বাধিকারী।<ref>{{cite web|url=http://lords.org/laws-and-spirit/laws-of-cricket/preface,71,AR.html|title=Preface | work = Laws of Cricket|publisher=MCC|date=}}</ref> এটি নিজেদের দলের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রাখে। কোনটিকে আবার [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] পর্যায়ে উপনীত করে যা প্রতিপক্ষের মর্যাদার উপর নির্ভর করে। এপ্রিলে ইংরেজ মৌসুমের শুরুতে তা চিহ্নিত করের এমসিসি [[County Championship|কাউন্টি চ্যাম্পিয়নশীপে]] অংশগ্রহণ করে। সকল ক্রিকেট খেলুড়ে দেশে নিয়মিতভাবে সফর করে। এছাড়াও, ক্রিকেটের উন্নয়নে ২০০৬ সালে আফগানিস্তান সফর করে। ব্রিটেনের সকল স্তরের ক্রিকেটে বিশেষ করে বিদ্যালয়ের জন্য খেলার সময়সূচী প্রণয়ন করে।
 
== তথ্যসূত্র ==