ভারতের জাতীয় পতাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২৯ নং লাইন:
১৯০৬ সালের ৭ অগস্ট [[কলকাতা|কলকাতার]] পার্সিবাগান স্কোয়ারে [[বঙ্গভঙ্গ (১৯০৫)|বঙ্গভঙ্গ]] বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত হয়। এই পতাকা উত্তোলন করেন [[শচীন্দ্রপ্রসাদ বসু]]। পতাকাটি ''[[কলকাতা পতাকা]]'' নামে পরিচিত হয়। এই পতাকায় উপরে, মধ্যে ও নিচে যথাক্রমে কমলা, হলুদ ও সবুজ রঙের তিনটি আনুভূমিক ডোরা ছিল। উপরের ডোরায় আটটি অর্ধ-প্রস্ফুটিত পদ্ম এবং নিচের ডোরায় সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল। মাঝে [[দেবনাগরী]] হরফে লিখিত ছিল "বন্দে মাতরম" কথাটি।<ref name="AICC">{{cite web|url=http://www.aicc.org.in/national-flag.htm|title=The National Flag|accessdate=2006-10-11|date=2004-06-16|publisher=Indian National Congress}}</ref>
 
১৯০৭ সালের ২২ জুলাই [[জার্মানি]]র [[স্টুটগার্ট]] শহরে [[ভিখাজি কামা]] অন্য একটি ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন। এই পতাকার উপরে ছিল সবুজ, মধ্যে গেরুয়া ও নিচে লাল রং। সবুজ রং ছিল ইসলামের প্রতীক ও গেরুয়া হিন্দু ও বৌদ্ধধর্মের প্রতীক। সবুজ ডোরাটির উপর [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] আটটি প্রদেশের প্রতীক হিসেবে আটটি পদ্মের সারি অঙ্কিত ছিল। মধ্যের ডোরায় দেবনাগরী হরফে "বন্দে মাতরম" কথাটি লিখিত ছিল এবং নিচের ডোরায় পতাকাদণ্ডের দিকে অর্ধচন্দ্র ও উড্ডয়নভাগের দিকে একটি সূর্য অঙ্কিত ছিল। [[ভিখাজি কামা]], [[বিনায়ক দামোদর সাভারকর|বীর সাভারকর]] ও [[শ্যামজি কৃষ্ণ বর্মা]] একযোগে এই পতাকাটির নকশা অঙ্কন করেছিলেন।<ref name="AICC"/> [[প্রথম বিশ্বযুদ্ধ]] ছড়িয়ে পড়লে [[বার্লিন কমিটি]]তে ভারতীয় বিপ্লবীরা এই পতাকাটি গ্রহণ করেন। সেই থেকে এটি '' বার্লিন কমিটি পতাকা'' নামে অভিহিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে [[মেসোপটেমিয়া]]য় সক্রিয়ভাবে এই পতাকাটি ব্যবহৃত হয়েছিল।<ref>{{cite book |title=Our national flag |last=Singh |first= K. V. |year=1991 |publisher=Ministry of Information & Broadcasting |location=New Delhi |isbn= |page=31}}</ref> [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রে]] [[গদর পার্টি]] পতাকাটি কিছু সময়ের জন্য ভারতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।<ref>{{cite book |title=The History and culture of the Indian people |last= Majumdar |first=Ramesh Chandra |authorlink= |coauthors= |year=1969 |publisher=G. Allen & Unwin|edition=11|location=|chapter=Struggle for Freedom |pages=207-215}}</ref>
 
১৯১৭ সালে [[বাল গঙ্গাধর তিলক]] ও [[অ্যানি বেসান্ত]] পরিচালিত [[হোমরুল আন্দোলন]] একটি নতুন পতাকার জন্ম দেয়। এই পতাকায় পাঁচটি লাল ও চারটি সবুজ আনুভূমিক ডোরা ছিল। উপরের বাঁদিকে আয়তাকার [[ইউনিয়ন পতাকা]] ছিল আন্দোলনের আকাঙ্ক্ষিত [[ডোমিনিয়ন]] মর্যাদা লাভের প্রতীক। উপরের উড্ডয়নভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা। [[হিন্দু|হিন্দুদের]] পবিত্র [[সপ্তর্ষি মণ্ডল|সপ্তর্ষি মণ্ডলের]] প্রতীকরূপে সাতটি সাদা তারা পতাকায় খচিত ছিল। এই পতাকাটি অবশ্য সর্বসাধারণ্যে জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হয়।<ref name="AICC"/>