গুয়াতেমালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Robot: bs:Gvatemala is a featured article; কসমেটিক পরিবর্তন
সম্পাদনা সারাংশ নেই
৬৬ নং লাইন:
}}
 
'''গুয়াতেমালা''' বা '''গুয়াতেমালা প্রজাতন্ত্র''' ([[স্পেনীয় ভাষা|স্পেনীয় ভাষায়]]: República de Guatemala ''রেপুভ়্‌লিকা দ়ে গ়্ৱাতেমালা'' [[আ-ধ্ব-ব]]: [re'puβlika ðe ɣwate'mala]) মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর উত্তর-পশ্চিমে [[মেক্সিকো]], দক্ষিণ-পশ্চিমে [[প্রশান্ত মহাসাগর]], উত্তর-পূর্বে [[বেলিজ]] ও [[ক্যারিবীয় সাগর]], এবং দক্ষিণ-পূর্বে [[হন্ডুরাস]] ও [[এল সালবাদোরসালভাদোর]]। গুয়াতেমালা মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র। রুক্ষ পাহাড় ও আগ্নেয়গিরি, নয়নাভিরাম হ্রদ ও সবুজের সমারোহে সমৃদ্ধ এই দেশটিতে [[মধ্য আমেরিকা|মধ্য আমেরিকার]] এক-তৃতীয়াংশ জনগণের বাস। উচ্চভূমিতে অবস্থিত [[গুয়াতেমালা সিটি]] (Ciudad de Guatemala সিউদাদ দে গুয়াতেমালা) দেশের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি জাতীয় জীবনের সমস্ত দিক নিয়ন্ত্রণ করে।
 
লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় গুয়াতেমালাতে আদিবাসী জাতির লোকেদের সংখ্যা অনেক বেশি। গুয়াতেমালার অর্ধেক জনগণই [[মায়া জাতি|মায়া জাতির]] লোক। মায়ারা অতীতে এই অঞ্চলে একটি সমৃদ্ধ [[মায়া সভ্যতা|সভ্যতা]] গড়ে তুলেছিল। দেশের বাকি অর্ধেক লোকেরা হল [[মেস্তিজো]], অর্থাৎ ইউরোপীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতি। এরা গুয়াতেমালাতে [[লাদিনো]] নামে পরিচিত।
 
গুয়াতেমালার সংস্কৃতি পুরাতন আর নূতনের মিশ্রণ। এর বিরাটসংখ্যক আদিবাসী জনগণ এখনও প্রাচীন রীতিনীতি ধরে রেখেছে। অন্যদিকে গুয়াতেমালা সিটি ও অন্যান্য শহর এলাকাকে কেন্দ্র করে লাদিনোরা আধুনিক ইউরোপীয় ও উত্তর আমেরিকান ধাঁচের জীবনযাপন করে। গুয়াতেমালার পল্লী উচ্চভূমির জীবনে মায়া সংস্কৃতির শেকড় এখনও গভীর। এসব এলাকায় এখনও বহু আদিবাসী মানুষ কোন না কোন [[মায়া ভাষা|মায়া ভাষাতে]] কথা বলেন, সনাতনী ধর্ম ও গ্রামীণ রীতিনীতি পালন করেন এবং ঐতিহ্যবাহী বস্ত্র ও অন্যান্য হস্তশিল্প প্রস্তুত করে থাকেন। লাদিনো ও মায়া সংস্কৃতির এই সহাবস্থান গুয়াতেমালার সমাজে জটিলতার সৃষ্টি করেছে, যে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য প্রকট। এই বিভাজন গুয়াতেমালার ইতিহাসের নানা টানাপোড়েন ও সংঘাতের প্রধান উৎস।