সৈয়দ মুহাম্মদ ইসহাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mumin91 (আলোচনা | অবদান)
Mumin91 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৯ নং লাইন:
| caption =
| title = মাওলানা, পীর সাহেব চরমোনাই
| birth_date = ১৯১৫ খ্রিস্টাব্দ/ ১৩৩৩ [[হিজরী]]/ ১৩১২ [[বঙ্গাব্দ]]
| death_date = ১৯৭৭ খ্রিস্টাব্দ
| death_place = [[চরমোনাই]], [[বরিশাল]]
| language = [[বাংলা]]
২২ নং লাইন:
}}
 
মাওলানা '''সাইয়েদ মুহাম্মদ ইসহাক''' (রহ.) (আরবি:[[১৯১৫|১৯১৫ مولانا السيد محمد إسحاق) (১৯১৫খ্রিস্টাব্দ]] - [[১৯৭৭|১৯৭৭ খ্রিস্টাব্দ]]) বাংলাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক, বিশিষ্ট আলেমে দীন, প্রসিদ্ধ হক্কানী পীর। তিনি [[পীর সাহেব চরমোনাই]] নামে পরিচিত এবং বর্তমানে বহুল পরিচিত চরমোনাইয়ের চিশতিয়া সাবিরিয়া ইমদাদিয়া রশিদিয়া তরিকার প্রবর্তক ও প্রথম পীর। এ তরিকার দ্বিতীয় পীর ও তাঁরই সুযোগ্য সাহেবযাদাসন্তান [[মাওলানা সাইয়েদ মুহাম্মদ ফজলুল করীম]]-এর ওফাতেরমৃত্যুর পর তিনি মুরাদানেরঅনুসারীদের মাঝে 'দাদা হুজুর' নামে অভিহিত হন।
 
== জন্ম ==
মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক (রহ.) [[হিজরী]] ১৩৩৩ সালে (১৩১২ বা./১৯১৫ খ্রি.) বরিশাল শহরের নিকটস্থ, [[কীর্তনখোলা নদী|কীর্তনখোলা নদীর]] পূর্বপাড়ে অবস্থিত পশুরীকাঠি গ্রামের সুবিখ্যাত সাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন।<ref>১. মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী খান, '''''চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোঃ এছহাক সাহেব কেবলার (রঃ) সংক্ষিপ্ত জীবনী''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ১১ ও ২. হাফেজ মাওলানা হাবীবুর রহমান, '''''আমরা যাদের উত্তরসূরী (তাযকেরায়ে মাশায়েখে দেওবন্দ)''''', আল-কাওসার প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ (সংশোধিত সংক্ষরণসংস্করণ: 2006২০০৬ খ্রি.), খ. ১, পৃ. ২৩৪.</ref>
 
== বংশপরিচয় ==
পীর সাহেব (রহ.)-এর পিতার নাম মরহুম সাইয়েদ আমজাদ আলী, তাঁর পিতার নাম মরহুম সাইয়েদ ওমর আলী, তাঁর পিতার নাম মরহুম সাইয়েদ গোলাম আলী। তাঁর পিতার নাম মরহুম সাইয়েদ আলী আকবর।
 
মরহুম সাইয়েদ আলী আকবর ও মরহুম সাইয়েদ আলী আসগর; তাঁরা দুই ভাই ছিলেন। কথিত আছে, তাঁরা দুই ভাই [[আব্বাসীয় খিলাফত|আব্বাসীয় খিলাফতের]] শেষ দিকে [[বাগদাদ]] থেকে [[বাঘ|বাঘের]] পিঠে সওয়ার হয়ে বাংলাদেশে [[ইসলাম]] প্রচারের জন্য এসেছিলেন। তাঁদের একজন [[বরিশাল]] শহরের পশ্চিমে লাখুটিয়া গ্রামে অপরজন পশুরীকাঠিতে সেই সময়ের বনের মধ্যে ফকির-দরবেশ হিসেবে বসবাস করতেন।
 
পীর সাহেব (রহ.)-এর পিতা মরহুম সাইয়েদ আমজাদ আলী [[চরমোনাই]]-নিবাসী আরেক বিখ্যাত সাইয়েদ পরিবারের মরহুম সাইয়েদ ফরমান আলী মীরের এক কন্যা বিয়ে করেন। তাঁদের ঔরষে পীর সাহেব (রহ.) ও তাঁর তিন বোন জন্ম নেন।
পীর সাহেব (রহ.) তাঁর পিতা ও মাতা উভয় দিক দিয়ে সাইয়েদ পরিবারের লোক ছিলেন। এজন্য তাঁকে [[নজীবুত তরফাইন]] বলা হয়।<ref>মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী খান, '''''চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোঃ এছহাক সাহেব কেবলার (রঃ) সংক্ষিপ্ত জীবনী''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ১১-১২.</ref>
 
== শিক্ষা ==
পীর সাহেব চরমোনাই (রহ.) কুরআন-হাদীসের প্রাথমিক শিক্ষা লাভ করেন তাঁরই চাচতচাচাত মামা মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবদুল জাব্বার ওরফে আহসানুল্লাহ (রহ.)-এর কাছে, যাঁর নামানুসারে চরমোনাইয়ের অপর নাম আহসানাবাদ রাখা হয়েছে। এরপর উজানীর সুবিখ্যাত বুযুর্গ আলেমে দীন [[কারী মুহাম্মদ ইবরাহীম]] (রহ.)-এর কাছে কিরআতকিরাআত শাস্ত্রসহ কুরআন শরীফ শিক্ষা লাভ করেন। তাঁর কাছে সাত কিরাআত সমাপ্ত করে তিনি ভোলা দারুল হাদীস আলিয়া মাদরাসা থেকে জামাআতে উলা পাশ করেন।<ref>মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী খান, '''''চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোঃ এছহাক সাহেব কেবলার (রঃ) সংক্ষিপ্ত জীবনী''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ১২-১৩.</ref>
 
অতঃপর তিনি ভারতের বিখ্যাত ইসলামি শিক্ষাকেন্দ্র [[দারুল উলুম দেওবন্দ]] থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
৪৩ ⟶ ৪১ নং লাইন:
প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে পীর সাহেব (রহ.) সুবিখ্যাত [[কারী মুহাম্মদ ইবরাহীম]] (রহ.)-এর কাছে আধ্যাত্মিক শিষ্যত্ব গ্রহণ করেন, তিনি তাঁর কাছ থেকে তরিকার খিলাফত লাভ করেন।<ref>১. মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী খান, '''''চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোঃ এছহাক সাহেব কেবলার (রঃ) সংক্ষিপ্ত জীবনী''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ১২-১৩3 ও ২. হাফেজ মাওলানা হাবীবুর রহমান, '''''আমরা যাদের উত্তরসূরী (তাযকেরায়ে মাশায়েখে দেওবন্দ)''''', আল-কাওসার প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ (সংশোধিত সংক্ষরণ: ২০০৬খ্রি.), খ. ১, পৃ. ২৩৪.</ref>
 
== বিয়েবিবাহছেলেমেয়েসন্তানাদি ==
পীর সাহেব (রহ.)-এর তিন স্ত্রী ছিলেন।
==== সাইয়েদা রাবেয়া খাতুন ====
পীর সাহেব (রহ.) প্রথম [[বিয়ে]] করেন চরমোনাই-নিবাসী তাঁর মামা মাওলানা সাইয়েদ আবদুল জাব্বার (রহ.)-এর একমাত্র কন্যা সাইয়েদা রাবেয়া খাতুনকে। এই ঘরে পীর সাহেব (রহ.)-এর দুই ছেলে ও তিন মেয়ে জন্মগ্রহণ করেন। যথা-
 
১. '''কারী সাইয়েদ মুহাম্মদ মুবারক করীম''', তিনি চরমোনাই চরমোনাই জামিয়া রশিদিয়া আহসনাবাদ থেকে জামায়াতে সুয়াম পাশ করেন। তিনি দেশ-বিদেশে ওয়ায-নসিহতে আত্মনিয়োজিত রয়েছেন।
৮৩ ⟶ ৮১ নং লাইন:
পীর সাহেব (রহ.) বাংলাদেশে তাঁর অসংখ্য মুরিদানের মধ্যে তিন শ্রেণীর মুরিদকে নিজের খলীফা বলে আখ্যা দিয়েছেন। যথা-
==== প্রথম শ্রেণী ====
যারা হক্কানী আলেম, কিতাম মতে যারা পীর হওয়ার উপযুক্ত, যারা তাঁর নিকট মুরিদ হয়ে রীতিমত সবক আদায় করে মুশাহাদার সবক শেষ করেছেন তিনি তাঁদেরকে খিলাফত দিয়ে নিজের নামে মুরিদ করা ইজাযত দিয়েছেন এবং খলীফা বলে আখ্যা দিয়েছেন। এই শ্রেণীর খলীফা সম্পর্কে পীর সাহেব (রহ.)-কে জিজ্ঞাসা করায় তিনি বাংলাদেশে তাঁর 18জন১৮ জন খলীফার নাম উল্লেখ করেন। যথা-
 
১. মাওলানা মুহাম্মদ দলীলুর রহমান, কলাগাছিয়া,
১৬২ ⟶ ১৬০ নং লাইন:
 
== রচনাবলি ==
মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক (রহ.) ইসলামি আধ্যাত্মিকতা (তাসাওফ ও সুফিতত্ত্ব) বিষয়ে একজন গবেষক ও তাত্ত্বিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি তাসাওফবিভিন্ন বিষয়ে ২৭টি পুস্তক রচনা করেছেন। তাঁর বইগুলো ধর্মপ্রাণ মুসলমানের মাঝে অত্যন্ত জনপ্রিয়। তাঁর কিতাবসমূহ হচ্ছে:
 
১. আমপারার তাফসির,
 
২. ঊনত্রিশ পারার তাফসির,
 
৩. সুরা ইয়াসিন শরিফের তাফসির,
 
৪. সুরা আর-রহমান শরিফের তাফসির,
 
৫. বেহেস্তের সুখ,
 
৬. দোযখের দুঃখ,
 
৭. আশেকে মাশুক,
 
৮. ভেদে মারিফত,
 
৯. মারিফতে হক বা তালিমে জিকর,
 
১০. হজরত বড় কারী ইবরাহিম সাহেবের জীবনী,
 
১১. খাস পর্দা বা স্বামীর খেদমত,
 
১২. নামাজ শিক্ষা,
 
১৩. ধূম বিনাশ বা দিল পাক,
 
১৪. তাবিজের কিতাব,
 
১৫. জিহাদে ইসলাম,
 
১৬. পীর হইয়া আবার কাফির হয় কেন?
 
১৭. হাদিয়াতুল ইসলামিয়া (ক্যালেন্ডার),
 
১৮. ফরিদপুরে বিরাট বহস,
 
১৯. নোয়াখালীর বিরাট বহস,
 
২০. নুজহাতুল কারীর সরল ব্যাখ্যা,
 
২১. এশকে দেওয়ান বা প্রেমের গজল,
 
২২. রাহে জান্নাত বা 116 প্রকার দোয়া,
 
২৩. শর্ষিনার সওয়াল চরমোনাইয়ের জওয়াব,
 
২৪. কবরের আজাব - মস্তবড় আজাব দেখি না কেন?
 
২৫. জুমার নামাজ,
 
২৬. জিকরে জলি বা ওয়াজ হালের অকাট্য দলিল,
 
১.* আমপারার তাফসির,
২৭. যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলাপাকের অনুসন্ধান।<ref>বিস্তারিত দেখুন: পীর সাহেবের প্রতিটি কিতাবের পরিশিষ্টে তাঁরই লিখিত কিতাবের তালিকা, '''''ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ এছহাক রহ.-এর রচনাবলী''''' (৩ খণ্ড), আল-এছহাক পাবলিকেশন্স, ঢাকা, বাংলাদেশ (প্রকাশকাল: ২০০৭ খ্রি.)</ref>
২.* ঊনত্রিশ পারার তাফসির,
৩.* সুরা ইয়াসিন শরিফের তাফসির,
৪.* সুরা আর-রহমান শরিফের তাফসির,
৫.* বেহেস্তের সুখ,
৬.* দোযখের দুঃখ,
৭.* আশেকে মাশুক,
৮.* ভেদে মারিফত,
৯.* মারিফতে হক বা তালিমে জিকর,
১০.* হজরত বড় কারী ইবরাহিম সাহেবের জীবনী,
১১.* খাস পর্দা বা স্বামীর খেদমত,
১২.* নামাজ শিক্ষা,
১৩.* ধূম বিনাশ বা দিল পাক,
১৪.* তাবিজের কিতাব,
১৫.* জিহাদে ইসলাম,
১৬.* পীর হইয়া আবার কাফির হয় কেন?
১৭.* হাদিয়াতুল ইসলামিয়া (ক্যালেন্ডার),
১৮.* ফরিদপুরে বিরাট বহস,
১৯.* নোয়াখালীর বিরাট বহস,
২০.* নুজহাতুল কারীর সরল ব্যাখ্যা,
২১.* এশকে দেওয়ান বা প্রেমের গজল,
২২.* রাহে জান্নাত বা 116১১৬ প্রকার দোয়া,
২৩.* শর্ষিনার সওয়াল চরমোনাইয়ের জওয়াব,
২৪.* কবরের আজাব - মস্তবড় আজাব দেখি না কেন?
২৫.* জুমার নামাজ,
২৬.* জিকরে জলি বা ওয়াজ হালের অকাট্য দলিল,
২৭.* যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলাপাকের অনুসন্ধান।<ref>বিস্তারিত দেখুন: পীর সাহেবের প্রতিটি কিতাবের পরিশিষ্টে তাঁরই লিখিত কিতাবের তালিকা, '''''ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ এছহাক রহ.-এর রচনাবলী''''' (৩ খণ্ড), আল-এছহাক পাবলিকেশন্স, ঢাকা, বাংলাদেশ (প্রকাশকাল: ২০০৭ খ্রি.)</ref>
 
== মুক্তিযুদ্ধে পৃষ্ঠপোষকতাভূমিকা ==
মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক (রহ.) [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতার]] সপক্ষে ছিলেন। তিনি স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক ছিলন।ছিলেন। জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়ে নয় নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল ও ক্যাপ্টেন আবদুল লতীফের রীতিমতো যাতায়তযাতায়াত ছিল মরহুম পীর সাহেব মাওলানা সাইয়েদ ইসহাক (রহ.)-এর দরবারে। এ ছাড়াও অসংখ্য মুক্তিযোদ্ধা তাঁর কাছে আসতেন, কথা বলতেন, পরামর্শ ও যুদ্ধে সাফল্য লাভের জন্যে দুআ নিতেন।
 
তাঁর প্রতিষ্ঠিত চরমোনাই জামিয়া রশিদিয়া আহসনাবাদ আলিয়ায়েই মুক্তিযুদ্ধাদেরমুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। এ [[মাদ্রাসা|মাদরাসায়]] তাঁরা থাকতেন, যুদ্ধ থেকে ফিরে মাদরাসায় অবস্থান নিতেন। মাদরাসার পক্ষ থেকে অন্তত দুইটি বড় বড় রুম মুক্তিযুদ্ধাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। মাদরাসার পক্ষ থেকে মুক্তিযুদ্ধাদের আপ্যায়নে ব্যবস্থা ছিল। মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রায় নয় মাস বরিশালের বিভিন্ন সরকারি কর্মকর্তারা মাসরাসায় সপরিবারে আশ্রয় নিয়েছিলেন।<ref>শাকের হোসাইন শিবলি, '''''আলেম মুক্তিযোদ্ধার খোঁজে''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ৩৩৩-৩৩৪.</ref>
 
== মৃত্যু ==
পীর সাহেব (রহ.) ২৯ভাদ্র ১৩৮০ বা. (১৩৯৬ হি./১৯৭৭ খ্রি.) রোববার বেলা ৪ ঘটিকার সময় নিজ বাড়ি চরমোনাইতে ৭০ বছর বয়সে মৃত্যু বরণ করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয়।করবেন।হয়।<ref>মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী খান, '''''চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোঃ এছহাক সাহেব কেবলার (রঃ) সংক্ষিপ্ত জীবনী''''', আল-এছহাক প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১০০০, পৃ. ৪৭.</ref>
 
== তথ্যসূত্র ==