ব্যবহারকারী:আশিক/খেলাঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৩৯ নং লাইন:
===সার্বভৌম রাশিয়া===
[[File:Peter der-Grosse 1838.jpg|thumb|right|[[Peter the Great]], the first [[Emperor of Russia]]]]
পিটার দি গ্রেটের শাসনামলে রাশিয়া একটি বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হয়। পিটার ১৬৮২ সাল থেকে ১৭২৫ সাল পর্যন্ত দেশ শাসন করেন এবং গ্রেট নর্দার্ন যুদ্ধে সুইডেনকে পরাজিত করেন। তিনি সুইডেনকে পশ্চিম কারেলিয়া ও ইনগ্রিয়া (রাশিয়া এই দুইটি অঞ্চল টাইম অফ ট্রাবলস এর সময় হারিয়েছিল) পরিত্যাগ করতে বাধ্য করেন। তিনি এস্তল্যান্ড ও লিভল্যান্ড ও অধিকার করেন এবং এর ফলে রাশিয়া সমুদ্র ও সামুদ্রিক বাণিজ্যর ক্ষেত্রে সুরক্ষিত হয়। বাল্টিক সাগরের কাছে পিটার সেইন্ট পিটার্সবার্গ নামে একটি নতুন রাজধানী খুঁজে পান যা পরবর্তীতে রাশিয়ায় ইউরোপের জানালা নামে পরিচিত হয়। পিটার দি গ্রেটের সংস্কার রাশিয়ায় পশ্চিমা ইউরোপের সংস্কৃতির অনেক ছাপ ফেলে।
প্রথম পিটারের কন্যা এলিজাবেথের শাসনামলে (১৭৪১-১৭৬২) রাশিয়া সাত বছরের যুদ্ধে অবতীর্ণ হয় (১৭৫৬-১৭৬৩)। এই সংঘাতের সময় কিছু সময়ের জন্য রাশিয়া পূর্ব প্রুসিয়াকে নিজের অন্তর্ভুক্ত করে নেয়। এসময় রাশিয়া স্বল্প সময়ের জন্য বার্লিন অধিকার করে নেয়। তবে এলিজাবেথের মৃত্যুর পর এসকল জায়গা রাশিয়ার তৃতীয় পিটার দ্বারা কিংডোম অফ প্রুসিয়ার কাছে ফিরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ক্যাথেরিনের (দি গ্রেট) শাসনামলে (১৭৬২-১৭৯৬) রাশিয়া জ্ঞানালোকের নতুন বর্ষে প্রবেশ করে। তিনি রাশিয়ার রাজনৈতিক প্রভাব পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথের উপর বিস্তার করতে সক্ষম হন এবং পোল্যান্ড বিভাজনের সময় এর অধিকাংশ জায়গা রাশিয়ার অন্তর্ভুক্ত করেন। এর ফলে রাশিয়ার সীমানা পশ্চিমদিকে মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়। দক্ষিনে অটোমানদের বিরুদ্ধে রুশ-তুর্কী যুদ্ধের পর ক্যাথেরিন রাশিয়ার সীমানা ক্রিমিয়ানদের পরাজিত করে ব্ল্যাক সী পর্যন্ত বর্ধিত করেন। অটোমানদের বিরুদ্ধে জয়লাভের ফলে ১৯ শতকের প্রথম দিকে রাশিয়া ট্রান্সককেশাস অঞ্চলে উল্লেখযোগ্য সীমানা বর্ধন করে। সীমানা বর্ধন চলতে থাকে যখন প্রথম অ্যালেক্সান্ডার (১৮০১-১৮২৫) দুর্বল রাষ্ট্র কিংডোম অফ সুইডেনের কাছে থেকে ১৮০৯ সালে ফিনল্যান্ড কেড়ে নেন ও ১৮১২ সালে অটোমানদের কাছে থেকে বিসারাবিয়া দখল করেন।
১৮০৩ সাল থেকে ১৮০৬ সালের মধ্যে প্রথম রাশিয়া প্রদিক্ষন করা হয় ও এর পরবর্তীতে উল্লেখযোগ্য রাশিয়ান সমুদ্র অভিযান চালানো হয়। ১৮২০ সালে একটি রাশিয়ান সমুদ্রযাত্রা এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করে।
 
[[File:Russian Empire (orthographic projection).svg|thumb|The Russian Empire in 1866 and its spheres of influence]]
ইউরোপের বিভিন্ন দেশের সাথে মৈত্রীত্ব থাকলেও রাশিয়া নেপোলিয়নের ফ্রান্সের সাথে যুদ্ধ করে।