যশোর জিলা স্কুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: যশোর জিলা স্কুল হচ্ছে এশিয়ার পঞ্চম পুরাতন বিদ্যালয় । এটি প...
 
Added {{merge from}} tag to article (TW)
১ নং লাইন:
{{merge from|যশোর জেলা স্কুল|date=মার্চ ২০১৪}}
যশোর জিলা স্কুল হচ্ছে এশিয়ার পঞ্চম পুরাতন বিদ্যালয় । এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৮ সালের ৩ ফেব্রুয়ারি । আর জিলা স্কুল নামকরন হয় ১৮৭২ সালে । যদিও জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সরকারি নির্দেশে, কিন্তু এর পেছনে মূলত অর্থায়ন করেছিল সাধারন মানুষ। এবং ১৮৪৫ সালের ২৭ জানুয়ারি স্থানীয় জমিদার পত্নী ৩০০ টাকা বিল অনুমোদন করেন স্কুল এর কাঠামোগত উন্নতির জন্য।
এছাড়া তৎকালীন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন বাবু রামরতন, নীলকমল পাল চৌধুরি,রাজা বারদাকান্ত রয়,দারকানাথ ঠাকুর ,কুঞ্জলাল ঠাকুর, মৌলোভী আব্দুল্লাহ, মোহাম্মদ করিম,প্রাননাথ চৌধুরী, সুখদাস রয়, রাধামোহন ঘোষ চৌধুরী, কালিকান্ত পোদ্দার প্রমুখ এই বিদ্যালয়ের জন্য অনুদান দিয়েছিলেন।