উইকিপিডিয়া:উইকিপিডিয়ায় অবদান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Niloy Bhuiyan (আলোচনা | অবদান)
নিলয় ভূঁইয়া
Niloy Bhuiyan-এর সম্পাদিত সংস্করণ হতে Iketsi-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
{{shortcut|WP:CTW}}
মসনদ বিন তৈফুর ভূঁইয়া নিলয়, নিলয় ভূঁইয়া নামে পরিচিত। লেখক, নাট্য নির্মাতা, সাংবাদিক, সংগঠক, এবং রাজাকার বিরোধী ও মুক্ত গনতান্ত্রিকতার অন্যতম আন্দোলনকারী। জন্ম ২রা মার্চ ঢাকার মোহাম্মদপুরে। তাঁর পূর্ব পুরুষগন সর্ব প্রথম উপমহাদেশে আসেন হজরত শাহজালাল (রহঃ) এর সাথে ইসলাম প্রচারে। পরবর্তীতে হজরত শাহজালাল (রহঃ) এর ইন্তেকালের পর তাঁরা ত্রিপুরার নানান অঞ্চলে ইসলাম প্রচার করতে করতে কুমিল্লায় স্থায়ী নিবাস গড়েন এবং একপর্যায়ে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকার জমিদারী লাভ করেন। গ্রামঃ সাকতলা (ভূঁইয়া বাড়ি), দেবীদ্বার, কুমিল্লা।
 
নিলয় ভূঁইয়ার সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক তদন্ত চিত্র পত্রিকা প্রশাসনের দুর্নীতির ভীত কাঁপিয়ে দেয়। পরবর্তীতে সরকারের রোষানলে পরে উক্ত পত্রিকা বন্ধ করে দিতে হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন রাজাকার বিরোধী আন্দোলনে। গঠন করেছেন মুক্তি সেনা প্রজন্ম নামের সংগঠন যার মাধ্যমে রাজাকার বিরোধী ও নানামুখী রাজনৈতিক মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ বাংলাদেশ থেকেও নেতৃত্ব দিচ্ছেন নানামুখী সামাজিক কাজে। প্রথম পাঠকসমাদৃত বই কাব্যগ্রন্থ মেঘবালিকা (২০১০ সালে প্রকাশিত--জাগ্রিতি প্রকাশনী) দ্বিতীয় বই তোমারই প্রতীক্ষায় (২০১১ সালে প্রকাশিত-জাগ্রিতি প্রকাশনী) তৃতীয় বই প্রণয়ের বিভাবরী প্রথম বই এর ন্যায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। (২০১৪ সালে প্রকাশিত-বুক মেকার পাবলিকেশন বাংলাদেশ লিঃ)
উইকিপিডিয়ার লক্ষ্য হচ্ছে মানুষের জ্ঞানকে একটি [[ইন্টারনেট ভিত্তিক]], [[মুক্ত বিষয়বস্তু]] বা ফ্রি বিষয়বস্তু বিশিষ্ট [[বিশ্বকোষ]] তৈরি করা। আপনি '''উইকিপিডিয়ায় অবদান'''-এর মাধ্যমে এই লক্ষ্য পূরণে ভূমিকা রাখতে পারেন। আপনি যদি উইকিপিডিয়ার নিবন্ধসমূহ দেখাশোনার ব্যাপারে জানতে আগ্রহী হন তবে [[উইকিপিডিয়া:দেখাশোনা|দেখাশোন]] দেখুন।
এছাড়া নিয়মিত নাট্য পরিচালনায় জড়িত আছেন।
 
==অ্যাকাউন্ট তৈরি করা==<!-- this section heading is linked from WP:RESUME . Please fix the link in that page if you change this section heading -->
 
উইকিপিডিয়া পড়তে আপনার [[Special:Userlogin|লগইন]] করার প্রয়োজন নেই। এমন কী উইকিপিডিয়ায় সম্পাদনার করার জন্যও আপনার লগ-ইন করাটা বাধ্যতামূলক নয়। [[উইকিপিডিয়া:বাধাদান নীতি|প্রায়]] সবাই উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:সুরক্ষা নীতি|প্রায়]] সকল নিবন্ধ যেকোনো সময় অনুবাদের ক্ষমতা রাখেন। বিশেষ কিছু পৃষ্ঠা ছাড়া, যেগুলোর সম্পাদনার অধিকার সংরক্ষণ করা হয়েছে। নতুন একটি অ্যাকাউন্ট খুললে তা আপনাকে বেশ কিছু সুবিধা দেবে। সেগুলো জানতে দেখুন: [[Wikipedia:Why create an account?|কেন একটি অ্যাকাউন্ট তৈরি করবন?]]
 
==আপনি কী করতে পারেন==
===নিবন্ধসমূহ===
{{Quote box
| quote = Consider using a Wizard to help you create articles. See the [[Wikipedia:Article wizard|Article Wizard]].'''''
| source = Thank you.
| width = 20%
| align = right
}}
নিবন্ধ উইকিপিডিয়ার ফাঁকা জায়গা পূরণ করে। প্রতি নিবন্ধের লক্ষ্য [[উইকিপিডিয়া:উৎকৃষ্ট নিবন্ধ|উৎকৃষ্ট নিবন্ধের]] অবস্থানে পৌঁছানো। উইকিপিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো [[উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ|উইকিপিডিয়া আবশ্যকীয় নিবন্ধে]] দেওয়া আছে। ঐ পাতায় বেশ কিছু ভাগে নিবন্ধগুলো ভাগ করা আছে। আপনি জানেন বা আপনার পছন্দমতো একটা নিবন্ধ বেছে নিন এবং সেটিকে উৎকৃষ্ট নিবন্ধ-এর সমান মানে নিয়ে যাবার জন্য কাজ করুন। আপনি সেখানে নিবন্ধ রাখার জন্য [[উইকিপিডিয়া:নিবন্ধের প্রস্তাব|প্রস্তাবও]] করতে পারেন।
 
===তালিকাসমূহ===
 
তলিকা উইকিপিডিয়ার বিষয়বস্তু সাজিয়ে রাখার জন্য প্রয়োজনীয়। উইকিপিডিয়ার তালিকার উন্নয়নে সাহায্য করতে আপনি প্রথমেই আপনার পছন্দের বিষয়ের তালিকা খুঁজতে পারেন এবং সেখান থেকে নিবন্ধ [[উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের তালিকা|নির্বাচিত নিবন্ধের তালিকায়]] নিয়ে যাবার জন্য কাজ করতে পারেন। আপনি উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:অনুরোধকৃত তালিকা|অনুরোধকৃত তালিকায়]] গিয়ে তালিকা তৈরিও করতে পারেন।
 
===ছবিসমূহ===
 
ছবি উইকিপিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। ছবির ব্যাপারে সাহায্য করতে আপনি [[উইকিপিডিয়া:অনুরোধকৃত ছবি|অনুরোধকৃত ছবির]] তালিকা দেখতে পারেন, যদি পারেন তো সেই বিষয় সংক্রান্ত ছবিটি আপলোড করে আপনি উইকিপিডিয়ার ছবির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এখানে উল্লেখ্য যে, আপনি কোনো অবস্থাতেই '''[[উইকিপিডিয়া:কপিরাইট|কপিরাইটকৃত ছবি]] আপলোড করবেন না'''। আর ভালো হয় যদি আপনি আপনার ছবি [[উইকিমিডিয়া কমন্স|উইকিমিডিয়া কমন্সে]] আপলোড করেন।
 
===শব্দসমূহ===
 
শব্দ উইকিপিডিয়াতে ভুলে যাবার মতো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। শব্দের ব্যাপারে সাহায্য করতে আপনি [[উইকিপিডিয়া:অনুরোধকৃত শব্দ|অনুরোধকৃত শব্দে]] যেতে পারেন এবং অনুরোধগুলো আপনার সাধ্যানুযায়ী মেটানোর চেষ্টা করতে পারেন।
 
===প্রবেশদ্বারসমূহ===
 
প্রবেশদ্বারসমূহ উইকিপিডিয়া ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দিতে ব্যবহৃত হয়, যেনো তারা সেই বিষয়ে আরো সহজে তথ্য খুঁজে পান। উইকিপিডিয়া প্রবেশদ্বারগুলোতে সাহায্য করতে, প্রথমে [[প্রবেশদ্বার:সূচি/প্রবেশদ্বার|প্রবেশদ্বার সূচিতে যান]] এবং পছন্দানুযায়ী প্রবেশদ্বারটিতে ক্লিক করুন। তারপর আপনি এই প্রবেশদ্বারটিকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করুন।
 
===বিষয়বস্তু===
 
বিষয়বস্তু (Topic) হচ্ছে সেগুলো, যেগুলোতে অন্তসংযোগকৃত নিবন্ধের একটি সেট রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ও উচ্চমান বিশিষ্ট। একটানা কাজ ও নিবেদিতপ্রাণ অবদানের সাহায্যে আপনি উইকিপিডিয়ায় একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য বিষয়বস্তু বা টপিক তৈরি করতে পারেন।
[[Category:উইকিপিডিয়ার প্রাথমিক তথ্যাদি]]