বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি''' [[কলকাতা|কলকতায়]] অবস্থানরত মুসলমান ছাত্রদের গঠিত একটি সাহিত্য সংগঠন। এর প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন [[মুহম্মদ শহীদুল্লাহ|ড. মুহম্মদ শহীদুল্লাহ]], মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, [[আকরাম খাঁ|মাওলানা আকরাম খাঁ]], মৌলবি আবদুল করিম, [[কমরেড মুজফ্‌ফর আহমদ]] সহ আরো অনেকে। এই সমিতির পত্রিকা ছিল ''[[বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা]]''। এই সমিতির অফিস ছিল কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে।
কলকাতায় প্রতিষ্ঠিত এ সমিতির প্রথম সম্পাদক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) এ সমিতি গঠনের পটভূমি সম্পর্কে তিনি বলেন : ‘‘ইংরেজি ১৯১০ সালে আমি বি.এ. পাস করি। ঐ সময় কলকাতায় কয়েকটি উৎসাহী যুবকের সঙ্গে আমার যোগাযোগ স্থাপিত হয়। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, মৌলভী আহমদ আলী, মঈনুদ্দীন হুসায়ন প্রভৃতি। সকলের মধ্যে জ্বলন্ত উৎসাহী ছিলেন মৌলভী মোহাম্মদ মোজাম্মেল হক। আমরা কয়েকজন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভ্য ছিলাম। সেখানে হিন্দু-মুসলমান কোন ভেদ না থাকলেও আমাদের সাহিত্যিক দারিদ্র্যের দরুন আমরা বড় লোকের ঘরে গরীব আত্মীয়ের মতন মন-মরা হয়ে তার সভায় যোগদান করতাম। আমাদের মনে হলো বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ না করেও আমাদের একটি নিজস্ব সাহিত্য-সমিতি থাকা উচিত।’’
 
(বঙ্গীয় মুসলমান সাহিত্য-পত্রিকা’, মাহে নও, ১০ম বর্ষ, ৭ম সংখ্যা, কার্তিক ১৩৬৫, পৃ. ৩৩)।
 
[[বিষয়শ্রেণী:সাহিত্য সংগঠন]]