খান সারওয়ার মুরশিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট ওয়েব লিঙ্ক ঠিক করেছে
Muntasir du (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩০ নং লাইন:
| portaldisp =
}}
'''খান সারওয়ার মুরশিদ''' বাংলাদেশের( একজন[[১ স্বাতন্ত্র্যধর্মীজুলাই]], [[১৯২৪]] স্বাধীনচেতা- বুদ্ধিজীবী[[৮ ডিসেম্বর]], শিক্ষাবিদ[[২০১২]]) যিনিবাংলাদেশের বিভিন্নএকজন সময়ে উচ্চ পদে আসীন থেকেও কখনই দেশবুদ্ধিজীবীজাতির স্বার্থের প্রশ্নে নিরপেক্ষতা বিসর্জনশিক্ষাবিদ। দেননি।১৯৫২১৯৫২ খ্রীস্টাব্দের [[ভাষা আন্দোলন]] সহ বাংলাদেশের সকল গণ-আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্য রূপকারদের তিনি একজন। আজীবন তাঁর পেশা ছিল শিক্ষকতা; এবং শিক্ষক হিসাবে তিনি ছিলেন এক কিংবদন্তীতূল্য প্রতিভা। ১৯৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠার কিছু পর ইংরেজি ত্রৈমাসিক পত্রিকা ''নিউ ভ্যালুজ'' প্রকাশনা করে তিনি দেশের বিদ্যোৎসমাজের দৃষ্টি আকর্ষণ করেছেলন।
 
জীবদ্দশায় তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] উপাচার্য এবং পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।<ref>[http://www.dailynayadiganta.com/new/?p=59644 খান সারওয়ার মুরশিদ আর নেই]</ref> ১৯৭১-এ [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] সময় পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া খান সারওয়ার মুরশিদ [[ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ|ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের]] বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যানেরও দায়িত্বও পালন করেছেন।