ক্লাইড ওয়ালকট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
Suvray (আলোচনা | অবদান)
সংশোধন
৪৫ নং লাইন:
| bat avg2 = ৫৬.৫৫
| 100s/50s2 = ৪০/৫৪
| top score2 = ৩১৪ [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত*]]
| deliveries2 = ৩,৪৮৭
| wickets2 = ৩৫
৫৫ নং লাইন:
| date = ৮ জানুয়ারি
| year = ২০০৯
| source = http://www.cricketarchive.com/Archive/Players/0/811/811.html CricketArchiveক্রিকেট আর্কাইভ
}}
স্যার '''ক্লাইড লিওপড ওয়ালকট''', কেএ, জিসিএম ({{lang-en|Clyde Leopold Walcott}}; [[জন্ম]]: [[১৭ জানুয়ারি]], [[১৯২৬]] - [[মৃত্যু]]: [[২৬ আগস্ট]], [[২০০৬]]) [[বার্বাডোস|বার্বাডোসে]] জন্মগ্রহণকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিয়ান]] [[ক্রিকেটার]] ছিলেন। ''থ্রি ডব্লিউ'' নামে পরিচিত [[এভারটন উইক্‌স]] এবং [[ফ্রাঙ্ক ওরেল|ফ্রাঙ্ক ওরেলের]] সাথে তাঁর নামটিও উচ্চারিত হতো। বৈশ্বিক পর্যায়ে তিনজনই অত্যন্ত সফল [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানরূপে]] স্বীকৃত ছিলেন।ছিলেন ও ১৮ মাসের ব্যবধানে আগস্ট, ১৯২৪ থেকে জানুয়ারি, ১৯২৬ পর্যন্ত সময়কালের মধ্যে বার্বাডোসের ব্রিজটাউনে স্বল্পদূরত্বে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৮ সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে অনুষ্ঠিত [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] তাঁরতাঁদের একযোগে অভিষেক ঘটে। ১৯৫০-এর দশকেদশকের মধ্যবর্তী সময়কালে বিশ্বের সেরা ব্যাটসম্যানরূপে পরিচিতি পেয়েছিলেন।পেয়েছিলেন তিনি।<ref>[http://www.lgiccrankings.com/test/batting/player-display.php?id=952&graph=ranking LG ratings graph for Walcott.]</ref> পরবর্তীতে [[ক্রিকেট]] থেকে [[অবসর]] নিয়ে [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে]] প্রথম ইংরেজবিহীন ও অ-শ্বেতাঙ্গ সভাপতিরূপে ক্রিকেট প্রশাসকের দায়িত্ব পালন করেন।
 
== প্রারম্ভিক জীবন ==
বার্বাডোসের ব্রিজটাউন এলাকার নিউ অর্লিয়েন্সে জন্মগ্রহণ করেন ওয়ালকট। [[বার্বাডোস অ্যাডভোকেট]] নামীয় [[সংবাদপত্র|সংবাদপত্রে]] তাঁর বাবা প্রিন্টিং ইঞ্জিনিয়াররূপে কাজ করতেন। কম্বারমেয়ার স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর ১৪ বছর বয়স থেকে বার্বাডোসের হ্যারিসন কলেজে অধ্যয়ন করেন। সেখানেই তিনি কলেজ দলের পক্ষে [[উইকেট-রক্ষক (ক্রিকেট)কিপার|উইকেট-রক্ষকের]] দায়িত্ব পালনসহ [[ইনসুইঙ্গার (ক্রিকেট)|ইনসুইঙ্গারের]] সাহায্যে [[বোলিং (ক্রিকেট)|বোলিংয়ের]] কলা-কৌশল রপ্ত করেন।
 
১৯৫১ সালে ''মুরিয়েল অ্যাশবি'' নাম্নী এক রমণীকে [[বিয়ে]] করেন। তাদের সংসারে ''মাইকেল ওয়ালকট'' নামীয় পুত্রসহ দুই পুত্র রয়েছে। ''কিথ ওয়ালকট'' নামীয় ক্লাইড ওয়ালকটের এক ভাই ও মাইকেল - উভয়েই পরবর্তীকালে বার্বাডোস দলের পক্ষ হয়ে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট]] খেলেছেন।
 
== ক্রিকেট জীবন ==
প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় ১৯৪২ সালে বার্বাডোসের পক্ষে সর্বপ্রথম খেলেন ১৬ বছর বয়সী ক্লাইড ওয়ালকট। ফেব্রুয়ারি, ১৯৪৬ সালে প্রথম চমক দেখান তিনি। দীর্ঘক্ষণ [[উইকেট|উইকেটে]] অবস্থান করে বিদ্যালয়ের বন্ধু ফ্রাঙ্ক ওরেলকে সাথে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ত্রিনিদাদের বিপক্ষে ৫৭৪ রান করেন। তিনি করেছিলেন ৩১৪* ও ফ্রাঙ্ক ওরেল ২৫৫*। এ রানের জুটিটি প্রথম -শ্রেণীর ক্রিকেটে [[বিশ্বরেকর্ড]] যা অদ্যাবধি ওয়েস্ট ইন্ডিজের অনুকূলে রয়েছে।
 
জানুয়ারি, ১৯৪৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন ওয়ালকট।<ref>[http://statserver.cricket.org/db/ARCHIVE/1940S/1947-48/ENG_IN_WI/ENG_WI_T1_21-26JAN1948.html 1st Test]</ref> ব্রিজটাউনে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] বিপক্ষে অনুষ্ঠিত ঐ টেস্ট ড্র হয়েছিল। দীর্ঘদেহী ওয়ালকট স্ট্রোকপ্লেয়ার হিসেবে পরিচিতি পেয়েছেন। পিছনের পায়ে ভর রেখে দ্রুততার সাথে কাট, ড্রাইভ অথবা পুল শট মারতেন তিনি। প্রথম ১৫টি টেস্টে দলের পক্ষ হয়ে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। পিঠের ব্যথাজনিত কারণে দস্তানা নিয়ে পিছনে না দাঁড়াতে পারায় ব্যাটিংয়ে মনোনিবেশ ঘটান ও সফলকাম হন। ফিল্ডিংয়ে স্লিপ পজিশনে দাড়াতেনদাঁড়াতেন এবং মাঝে-মধ্যে ফাস্ট-মিডিয়াম বোলারের ভূমিকায়ভূমিকায়ও অবতীর্ণ হতেন।হতেন তিনি।
 
== অবসর পরবর্তী জীবন ==
২০০৬ সালে [[আর্সেনাল ফুটবল ক্লাব|আর্সেনালের]] [[ফুটবলার]] [[থিও ওয়ালকট]] [[ইংল্যান্ড ফুটবল দল|ইংল্যান্ড ফুটবল দলে]] প্রথম মনোনীত হলে ব্যাপকভাবে গুঞ্জন রটিয়ে পড়ে যে স্যার ক্লাইড তাঁর চাচা। [[দ্য সানডে টেলিগ্রাফ|দ্য সানডে টেলিগ্রাফে]] এ বিষয়ে একটি নিবন্ধে স্যার ক্লাইড বলেন যে, 'থিও ওয়ালকট তার আত্মীয় সম্পর্কীয় কেউ নন'।<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/centralamericaandthecaribbean/barbados/1518340/Theo-who-Ive-never-heard-of-this-other-Walcott-says-Sir-Clyde.html Theo who? I've never heard of this other Walcott, says Sir Clyde], ''[[Sunday Telegraph]]'', 14 May 2006.</ref> ক্লাইড ওয়ালকট দু'টি [[আত্মজীবনী]] প্রকাশ করেন। ১৯৫৮ সালে 'আইল্যান্ড ক্রিকেটার্স' এবং ১৯৯৯ সালে 'সিক্সটি ইয়ার্স অন দ্য ব্যাকফুট'। ওয়ালকট ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার হিসেবে দায়িত্বপালনকালে প্রথিতযশা বোলার [[মাইকেল হোল্ডিং|মাইকেল হোল্ডিংয়ের]] অভিষেক ঘটেছিল। তাঁর মৃত্যুতে হোল্ডিং বলেন,<ref>[http://www.lastingtribute.co.uk/tribute/walcott/2561834 "Tribute to Sir Clyde Walcott]</ref>
{{উক্তি|আরও একজন ভাল মানুষ পৃথিবী থেকে চলে গেলেন - তিনি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কীর্তিমান ব্যক্তি ছিলেন না; বরঞ্চ সমগ্র বিশ্বেরও কীর্তিমানদের একজন ছিলেন।"<ref>[http://www.lastingtribute.co.uk/tribute/walcott/2561834 Tribute to Sir Clyde Walcott]</ref>|}}
 
== তথ্যসূত্র ==
৮২ ⟶ ৮৩ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}
* {{cricinfo|ref=westindies/content/player/53211.html}}
{{Authority control|VIAF=73350006}}
৯৩ ⟶ ৯৫ নং লাইন:
[[বিষয়শ্রেণী:ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ওয়েস্ট ইন্ডিজেরইন্ডিয়ান উইকেট-রক্ষক]]
[[বিষয়শ্রেণী:উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার]]