হেগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
৭ নং লাইন:
| image_skyline = Het Plein 2012.jpg
| image_alt =
| image_caption = ''প্লেইন'' থেকে হেগের উচ্চ ভবন ও [[William the Silent|উইলিয়াম দ্য সাইলেন্ট]] ভাস্কর্য দেখা যাচ্ছে
| image_flag = Flag of The Hague.svg
| flag_size = 100x67px
৬১ নং লাইন:
}}
<!-- Geographic information -->
| total_type = Municipalityমিউনিসিপ্যালিটি<!-- to set a non-standard label for total area and population rows -->
| unit_pref = Metric
<!-- ALL fields with measurements have automatic unit conversion -->
১১৯ নং লাইন:
| footnotes =
}}
'''হেগ''' বা '''ডেন হাগ''' <!-- আয়তনের দিক থেকে (?) --> [[নেদারল্যান্ডস]] সরকারের প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচিত। [[উত্তর সাগর|উত্তর সাগরের]] উপকূলবর্তী ৬ কিলোমিটার দূরবর্তী সমভূমি অঞ্চলটি নগরের প্রধান কেন্দ্রবিন্দু। সরকারের বিচার ও সরকার ব্যবস্থা এ নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। স্টেটস জেনারেল নামে পরিচিত জাতীয় সংসদের অধিবেশন এখানেই বসে। এছাড়াও, এ নগরেই সবচেয়ে অধিক সংখ্যায় বিদেশের [[দূতাবাস]] রয়েছে। অন্যদিকে, [[আমস্টারডাম]] আনুষ্ঠানিক রাজধানীরূপে পরিচিত। নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটেরডাম শহরের পর এটি তৃতীয় বৃহত্তম নগর। ১ জানুয়ারি, ২০১১ তারিখে এ নগরের জনসংখ্যা ছিল ৪৯০,০০০ এবং আয়তন প্রায় ১০০ বর্গকিলোমিটার।<ref>[http://www.ad.nl/ad/nl/1000/Nieuws/article/detail/560505/2011/01/02/Den-Haag http://www.ad.nl/ad/nl/1000/Nieuws/article/detail/560505/2011/01/02/Den-Haag]</ref> দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত দক্ষিণ হল্যান্ড বা জুইড-হল্যান্ড প্রদেশের এ নগরের অবস্থান ও ঐ প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত। প্রায় ১ মিলিয়ন লোক হেগের গ্রাম্য এলাকায় বসবাস করে থাকেন যার আয়তন প্রায় ৪০৫ বর্গকিলোমিটারে সম্প্রসারিত হয়েছে। অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে ''শেভেনিনজেনের'' ন্যায় বিখ্যাত উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র, সারিবদ্ধ গাছ-গাছালিতে ভরপুর ''ওয়াসেনার'' এলাকা ও নতুন শহর জোয়েতারমির।''জোয়েতারমির''।
 
হেগ মূলতঃ আবাসিক এলাকা। এর অর্থনৈতিক বুনিয়াদ ব্যাপকভাবে গড়ে উঠেছে সরকার ও তার প্রশাসনিক কর্মকাণ্ডের উপর। এ নগরেই রয়েছে জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তর্জাতিক বিচার আদালত। এছাড়াও, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসেবে এর গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সুবহৎ রাস্তা-ঘাট, রেল সড়ক, খালের মাধ্যমে রটারড্যাম ও আমস্টারড্যামের সাথে সংযোগকারী নগর হিসেবে হেগের গুরুত্বতা অপরিসীম। ইলেকট্রনিক যন্ত্রাংশ, ধাতব সামগ্রী উৎপাদন, রাসায়নিক সরঞ্জাম, গ্লাস, চকলেটসহ প্রক্রিয়াজাতকরণ দ্রব্যাদি এ নগরে উৎপাদন করা হয়ে থাকে।
 
== ইতিহাস ==
 
== সরকার ব্যবস্থা ==
নেদারল্যান্ডসের রাজধানী না হওয়া স্বত্ত্বেও ডেন হাগে সরকারের সংসদ সদস্যগণ একত্রিত হন। ডাচ সংবিধান মোতাবেক আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী হিসেবে স্বীকৃত। আর্স্তে কামের (প্রথম চেম্বার) বা সিনাট এবং টুইড কামের (দ্বিতীয় চেম্বার) এখানে বসে। এগুলো অন্যান্য দেশের উচ্চ কক্ষ ও নিম্নকক্ষের সমমান। ডাচ রাণী বিয়েট্রিক্স এ নগরেই অবস্থান করে কার্যাবলী সম্পাদন করেন। বিদেশের সকল দূতাবাস, সরকারী মন্ত্রণালয়, হজ রাড ডার নেদারল্যান্ডেন (সুপ্রিম কোর্ট) ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় এখানেই অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যকার সীমান্ত সংরক্ষণ নীতিতে নিয়োজিত ইউরোপোলের সদর দফতর হেগে।
 
== তথ্যসূত্র ==
১৪৪ ⟶ ১৪৭ নং লাইন:
* [http://www.panorama-mesdag.com The largest painting in The Netherlands].
 
<!--Please note that not all directions need to be filled-->
<!--Please note that preferably only neighboring municipalities or bodies of water should be used-->
{{Geographic location
|Centre = দ্য হেগ
'https://bn.wikipedia.org/wiki/হেগ' থেকে আনীত