বরুণ আরন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
(→‎খেলোয়াড়ী জীবন: বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান)
(বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?)
ঝাড়খণ্ডের আরন ১৫ বছর বয়সে চেন্নাইয়ের [[MRF Pace Foundation|এমআরএফ পেস ফাউন্ডেশনে]] প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার [[Andy Roberts (cricketer)|অ্যান্ডি রবার্টসের]] সাহচর্য্যে বেড়ে ওঠেন ও কিশোর বয়সেই তার পেস বোলিংয়ে দৃষ্টি কেড়ে নেন। এরফলে ২০০৮-০৯ মৌসুমে [[Jharkhand cricket team|ঝাড়খণ্ড ক্রিকেট দলের]] সদস্য হিসেবে রঞ্জী ট্রফিতে অভিষেক ঘটে তার। মসৃণ দৌঁড়ে ধারাবাহিকভাবে {{convert|140|km/h|abbr=on}} গতিতে বোলিং করতে সক্ষম তিনি। কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য হলেও ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে আইপিএলে অভিষিক্ত হন।
 
[[2010–11 Ranji Trophy|২০১০-১১]] মৌসুমে রঞ্জী ট্রফিতে ১৩ উইকেট লাভ করেন ও {{convert|153|km/h|abbr=on}} গতিতে বোলিং করার রেকর্ড গড়েন।<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/page2/content/story/528990.html |title=Varun Aaron says he won't compromise on pace |publisher=ESPNcricinfo |date=22 August 2011 |accessdate=6 January 2011}}</ref> ২০১১ সালে ভারতের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গড়া দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়া সফর করেন।<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-07-02/top-stories/29729988_1_ambati-rayudu-saurabh-tiwary-tournament|title=''Dhawan to lead team in Emerging Players tournament''|publisher=The Times of India|date= 2 July 2011|accessdate=}}</ref> আশাপ্রদ ফলাফল লাভ করায় ইংল্যান্ডে অনুষ্ঠিত একদিনের সিরিজ ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের দলে [[ইশান্ত শর্মা|ইশান্ত শর্মা’র]] পরিবর্তে দলে ঠাঁই হয় তার।<ref>[http://www.espncricinfo.com/india/content/player/360911.html Varun Aaron | India Cricket | Cricket Players no. ESPN Cricinfo<!-- Bot generated title -->]</ref> কিন্তু ঐ সফরে তিনি কোন খেলায় অংশগ্রহণ করেননি। তবে, অক্টোবর, ২০১১ সালে ইংল্যান্ড ভারত সফরে এলে মুম্বাইয়ে অনুষ্ঠিত ওডিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে।
 
== তথ্যসূত্র ==
২,০০,১০৩টি

সম্পাদনা