ব্যালন ডি’অর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikiAnonymous (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৫ নং লাইন:
বার্ষিক ভিত্তিতে বিগত একবছরের খেলার মানের উপর নির্ভর করে এঈ পুরস্কার দেয়া হয়। এই পুরস্কার পেতে হলে খেলোয়াড়কে অবশ্যই [[উয়েফা]] অনুমোদিত কোন ক্লাবে খেলতে হবে। [[১৯৯৫]] সাল পর্যন্ত কেবল [[ইউরোপ|ইউরোপীয়]] জাতিভুক্ত খেলোয়াড়গণই পুরস্কারের জন্য বিবেচিত হতেন। এই পুরস্কারের জন্য ভোট প্রদান করেন ইউরোপের ফুটবল সাংবাদিকেরা।
 
কেবলমাত্র তিনজন খেলোয়াড় তিনবার এ পুরস্কার পেয়েছেন। এরা হলেন [[নেদারল্যান্ড|নেদারল্যান্ডের]] [[ইয়োহান ক্রুইফ]] ও [[মার্কো ভ্যান বাস্তেন]] [[ফ্রান্স|ফ্রান্সের]] [[মিশেল প্লাতিনি]] এবং [[আর্জেন্টিনার|আর্জেন্টিনার]] [[লিওনেল মেসি]](চারবার)। [[ইয়োহান ক্রুইফ]] এবং [[ফ্রাঞ্জ বেকেনবাওয়ার]] যৌথভাবে জুরিদের কাছ থেকে পরপর ১২ বছর ভোট পাওয়ার রেকর্ডের অধিকারী, যা আসলে তাদের খেলার ধারাবাহিকতারই পরিচায়ক।
 
একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারবার পুরস্কারটি জেতেন [[আর্জেন্টিনার|আর্জেন্টিনার]] [[লিওনেল মেসি]]
== পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ==