শাহবাজপুর টাউন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
সম্পাদনা সারাংশ নেই
৩১ নং লাইন:
| subdivision_name1 = [[চট্টগ্রাম বিভাগ]]
| subdivision_type2 = [[বাংলাদেশের জেলা|জেলা]]
| subdivision_name2 = [[ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়ীয়া জেলা]]
| subdivision_type3 = [<!--[বাংলাদেশের Capital -->উপজেলা|উপজেলা]]
| subdivision_name3 = [[সরাইল উপজেলা|সরাইল]]
| subdivision_type4 = [<!-- Capital -->
| leader_title = এমপি (ব্রাহ্মণবাড়িয়া-২)
| subdivision_name4 =
| leader_title = এমপি (ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়ীয়া-২)
| leader_name = '''Ziaul Haque Mridha'''
| leader_party = [[Jatiya Party]]
৭০ ⟶ ৭২ নং লাইন:
| website = [http://goo.gl/maps/L6Ij7 Official Map of Shahbazpur Town]
}}
'''শাহবাজপুর টাউন''' ({{lang-en|Shahbazpur Town}})<ref name=Google_Maps>{{cite book|author=Eng. Kazi Mamunur Rahman Mahim|chapter=Shahbazpur Town|url=http://goo.gl/maps/20hD5|title=Google Maps:Google Aerial View|editor=Larry Page and Sergey Brin|publisher=[[Google Inc]]|year=2012|edition=Google+}}</ref>, [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[চট্টগ্রাম বিভাগ|চট্টগ্রাম বিভাগের]] [[ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়ীয়া জেলা|ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়ীয়া জেলার]] [[সরাইল উপজেলা|সরাইল উপজেলার]]<ref name=Banglapedia>{{citeঅন্তর্গত book|author=Md.একটি Azadআধুনিক Uddinউন্নয়ন Thakur|chapter=Sarailমূখী Upazila|url=http://www.banglapedia.org/HT/S_0108.htm|title=Banglapedia:প্রশাসনিক Nationalঅঞ্চল। Encyclopediaডিজিটাল ofবাংলাদেশ Bangladesh|editor=Sirajulগড়ার Islamলক্ষে andস্বপ্ন Ahmedবাস্তবায়নের A.স্যাটেলাইট Jamal|publisher=[[Asiaticনগরীর Societyকয়েকটির ofমাঝে Bangladesh]]|year=2012|edition=Second}}</ref>একটি অন্তর্গতহচ্ছে একটিশাহবাজপুর আধুনিকটাউন। উন্নয়নএই মূলকছোট্ট নগরাঞ্চলটি ১টি [[নগরইউনিয়ন|পৌর-ইউনিয়ন]], মূখী৬টি [[ইউনিয়নমৌজা]] এবং ১৭টি [[গ্রাম]] নিয়ে গঠিত হয়েছে।
== ভৌগোলিক সীমানা ==
 
শাহবাজপুর টাউনের অবস্থান ২৪°৩.১′ উত্তর ৯১°১০.৪′ পূর্ব। আয়তন ২৩.৯ বর্গ কিঃ মিঃ (৯.২২ বর্গ মাইল) এর উত্তরে [[নাসিরনগর উপজেলা]], পশ্চিমে [[সরাইল উপজেলা]], দক্ষিণে [[ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা]]/বি-বাড়ীয়া শহর এবং পূর্বে নতুন উপজেলা [[বিজয়নগর উপজেলা|বিজয়নগর]] অবস্থিত।
== প্রশাসনিক এলাকা ==
 
== প্রশাসনিক এলাকাএলাকাসমূহ ==
শাহবাজপুর টাউন গঠিত হয়েছে ১টি বৃহত্তর ইউনিয়ন, ৬টি মৌজা এবং ১৭টি গ্রাম নিয়ে। শাহবাজপুর টাউনের ইউনিয়ন ও উল্লেখযোগ্য গ্রামগুলো হলোঃ
* [[শাহবাজপুর ইউনিয়ন]]
* রাজামারাকান্দি গ্রাম
* ক্ষমতাপুর গ্রাম
* শাহবাজপুর গ্রাম
* যাদবপুর গ্রাম
* উঃ ধীতপুর গ্রাম
* দঃ ধীতপুর গ্রাম
* ভৈষামুড়া গ্রাম ইত্যাদি।
== ইতিহাস ==
প্রাচীন নাম শাহবাজ, ও শাহবাজপুর ১৫৫৬ সালে শাহবাজ নামে এই এলাকার নাম করন করা হয়, পালাক্রমে শাহবাজ থেকে শাহবাজপুর তথা শাহবাজপুর টাউন। প্রাচীনকালের ঐতিহ্যবাহী জনপদ এই অঞ্চল তথা শাহবাজপুর টাউন, আর এই গ্রামীন নগরের সবচেয় পুরনো ঐতিহাসিক নিদর্শন এখানকার মসজিদ মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে শাহবাজপুরের অবদান অনেক<ref>{{cite book |title= বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (দলিলপত্র: নবম খন্ড)|last= |first= |authorlink= |coauthors= |year=১৯৮৪ |publisher= তথ্য মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |location= |isbn= |page= ২২১|pages= |accessdate= |url=}}</ref> <ref>[http://archive.prothom-alo.com/detail/date/2012-10-15/news/298110 দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না" | তারিখ: ১৫-১০-২০১২]</ref>। প্রাচীন দলপতি প্রথার ক্রম বিবর্তনের ফলে বংশভিত্তিক সরদার প্রথা প্রচলিত হওয়াতে এলাকার সমাজ জীবন মূলত পাকিস্তান আমলের এইসব স্হাপনা ব্যাংক, স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, বাজার, ডাকঘর, কাচারি অফিস, মাঠঘাট, রাস্তাঘাট, ব্রিজকালভ্রাট ইত্যাদি; দেশ স্বাধীন হলে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর কিছু কিছু রাস্তাঘাটের উন্নয়ন, নতুন স্কুল নির্মাণ, স্কুলের উন্নয়ন প্রশাসনিক ভাবে হলেও সরদার প্রথার প্রভাবে এখানকার ব্যাংক উপজেলা সরাইলে চলে যায়। ব্যক্তি চেষ্টায় আধুনিক কলেজ করতে চাইলে প্রভাবশালী সরদার প্রথার প্রভাবে চলে গেল ইসলামপুরে। যেখানে সরাইল উপজেলা সৃষ্টি হওয়ার আগে শাহবাজপুরের জন্ম মোগল সম্রাট আকবরের শাসনামলের উনচল্লিশটি নৌবহরের অধিনায়ক শাহবাজ আলীর পরিকল্পনার সময় কালের শাসনকার্যের রাজধানী করেন উনার নামে শাহবাজ এলাকাই তথা শাহবাজপুরে, যাহা বর্তমানে পৌরসভা হলে প্রাচীন ঐতিহ্যবাহী সম্মান বাঁচে।
ব্রিটিশ আমল থেকে শাহবাজপুর তিতাস নদীর পাড় ব্যবসাকেন্দ্র হিসেবে সুপরিচিত (থাকলেও বর্তমান বিলুপ্তির পথে) শাহবাজপুরকে তাই অনেক সময় শাহবাজপুর বাজার বলেও অভিহিত করা হয়। শাহবাজপুর পৌর-ইউনিয়ন/ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব [[ওছমান উদ্দীন আহম্মদ খালেদ]]।
 
== জনসংখ্যার উপাত্ত ==
প্রায় ৩৫,২৮৮
 
শাহবাজপুর টাউনের ইউনিয়ন অফিসঃ প্রথম গেইট হতে দ্বিতীয় গেইটের মাঝা মাঝি উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন।
== শিক্ষা ==
 
 
শাহবাজপুর টাউনের মধ্যে উল্লেখযোগ্য বাজার হচ্ছেঃ ১. শাহবাজপুর বাজার ২. মাদ্রাসা বাজার ৩. হঠাৎ বাজার (আঁতকা বাজার) ৪. আড়ৎ বাজার ৫. মৌলভী বাজার ৬. ক্ষমতাপুর বাজার
 
শাহবাজপুর টাউনের মধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছেঃ তিতাস সেতু (শাহবাজপুর সেতু নামে পরিচিত), নিউ তিতাস সেতু পার্ক পর্যটন (বর্তমান ওয়াবদা রেস্ট হাউজ পর্যটন কেন্দ্র) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে মিশে আছে এই ঐতিহ্যবাহী শাহবাজপুরের নাম<ref>{{cite book |title= বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (দলিলপত্র: নবম খন্ড)|last= |first= |authorlink= |coauthors= |year=১৯৮৪ |publisher= তথ্য মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |location= |isbn= |page= ৭৭|pages= |accessdate= |url=}}</ref>, শাহবাজপুর ঐতিহাসিক বড় মসজিদ, শাহবাজপুর ঐতিহ্যবাহী হাই স্কুল, মাদ্রাসা, সরকারী/বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়।
 
== জনসংখ্যার উপাত্ত ==
মোট লোকসংখ্যা – ৩৫,২৮৮ জন (প্রায়) ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী।
(৫০.২৭% পুরুষ, ৪৯.৭৩% মহিলা) এই টাউনের আটার বছর আগে জনসংখ্যা ছিল ২০,৭৮৬ প্রায় এবং সাক্ষরতার হার ৮২%।
== শিক্ষা প্রতিষ্ঠান ==
* শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯০৭ শতাব্দী)
* শাহবাজপুর গার্লস হাই স্কুল (২০০০ শতাব্দী)
* শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসা (১৮৮৬ শতাব্দী) ইত্যাদি।
 
== অর্থনীতি ==
 
== কৃতী ব্যক্তিত্ব ==
* হযরত শাহ্‌ সৈয়দ [[উসমান হারুনী|ওসমান হারুনী আল কোরাইশী (রাঃ)]] - আরব দেশ হতে আগত আওলাদে রসূল, ইসলাম প্রচারক, পীরে-কামেল, ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন আধ্যাত্মিক সিলসিলা/তরীকার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাওয়া চিশতিয়া ছুফি ধারার একজন বিখ্যাত সূফী-সম্রাট বা পীর, ইসলামিক দার্শনিক, শাহবাজপুর টাউনে উনার অধঃস্তন পুরুষ হযরত মাওলানা শাহ্‌ [[সৈয়দ ওয়ারিশ কাজী]] রাহ. ওরফে কাজী সাহেব - পীরজাদা-পীর, ইসলামিক দার্শনিক, সূফী-সাধক, মুফতি-মাওলানা ও সমাজসেবী। তাঁর নামাংশে কাজী বাড়ী নামকরণ করা হয় এবং তাঁর সমাধি কাজী বাড়ীতে রয়েছে।
* জনাব শাহবাজ আলী (দেওয়ান শাহবাজ আলী) - মোগল সম্রাট আকবরের শাসনামলের উনচল্লিশটি নৌবহরের অধিনায়ক শাহবাজ আলীর পরিকল্পনার সময় কালের শাসনকার্যের রাজধানী করেন উনার নামে শাহবাজ পরগণা, ১৫৫৬ সালে শাহবাজ নামে এই পরগণার নাম করন করা হয়, পালাক্রমে শাহবাজ থেকে শাহবাজপুর তথা শাহবাজপুর টাউন।
* মুন্সী গোলাম সারওয়ার - কৃতি সন্তান, আইনজীবী, প্রাভাবশালি সরদার বিচারক, সমাজসেবী (তাঁর নামাংশে নামকরণকৃত ''মুন্সী হাটি্'' নামক পাড়ায় তাঁর সমাধি রয়েছে।
* হযরত দরবার আলী শাহ্‌ (রঃ) এর অধঃস্তন পুরুষ জনাব শাহ্‌ আফতাব উদ্দিন আহমদ - শ্রদ্বয় প্রবীন শিক্ষাগুরু
* জনাব পীরে কামেল হজরত মাওলানা ছামছামউদ্দিন ওরফে 'বড় মৌ্লভী" (১৩৪৭বাংলা) - তাঁর নামে 'বড় মৌ্লভী" নামক পাড়ার নামকরণ করা হয়।
* গোবিন্দ মোহন নাগ - স্বদেশী আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
* জনাব [[নুরুল আমিন]]<ref>{{cite book |title=শতদল সরাইল: (সূচীপত্র সিরিয়াল নং-০৭)|last= |first= |authorlink= |coauthors= |year=২০১২ |publisher= লেখক: লুতফর রহমান, শাহবাজপুর অতীত ও বর্তমান |location= |isbn= |page= ৩২|pages= |accessdate= |url=}}</ref> (১৮৯৩-১৯৭৪ খৃ.) - প্রখ্যাত আইনজীবী, অবিভক্ত বাংলার ১৯৪৬ সালের ১৪মের বিধান সভার বৈঠকে নির্বাচিত অধ্যক্ষ, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, খরিদা সূত্রে ঢাকার দৈনিক সংবাদ এর মালিক, পরবর্তীতে পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
* রবীন্দ্র মোহন নাগ (১৯০৯-১৯৮৬ খৃ.) - বৃটিশ আমলে লবন আইন আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
* জনাব জিয়াউল আমিন (নান্না মিয়া) - সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।
* জনাব সাবিবর আহমদ - ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমাজসেবী ছিলেন।
* জনাব রথীন্দ্র মোহন নাগ - ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমাজসেবী ছিলেন।
* এ.এম.এস. শামছুজিয়া - ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমাজসেবী ছিলেন।
* জনাব পীরেকামেল মাওলানা কাজী আঃ আহাদ শাহ্‌ - বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসুল্লি কমিটির নির্বাচিত সক্রিয় সদস্য ও সমাজসেবী ছিলেন।
* বীর মুক্তিযোদ্ধা জনাব উইং কমান্ডার (অবঃ) কাজী মুহাম্মদ শাহ্‌ আলম - সাবেক অধ্যক্ষ বিএএফ শহীন কলেজ, সাবেক উপদেষ্টাঃ- ঢাকাস্ত সরাইল সমিতি, ঢাকা।
* জনাব আব্দুল আউয়াল - কুমিল্লা শিক্ষা বোডের কন্ট্রোলার ও শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসার মোতাওয়াল্লী ছিলেন'
* জনাব তামান্না মিয়া - বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী।
* জনাব ডাঃ কাজী জাহাঙ্গীর আলম - মেডিসিন বিভাগের প্রধান রংপুর মিডিকেল কলেজ (অবঃ) ও সমাজসেবী।
* জনাব ওছমান উদ্দীন আহম্মদ খালেদ - বীর মুক্তিযোদ্ধা, পৌর-ইউনিয়ন/ইউনিয়ন পরিষদের চার চার বারের নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান।
* জনাব আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা কাজী মাসুদুর রহমান - পীরজাদা পীর, সাবেক রাষ্ট্রপতির ইমাম:- বঙ্গভবন জামে মসজিদ, বঙ্গভবন ও বর্তমান সম্মানিত প্রধান মুয়াযযিন:- বায়তুল মোকাররাম জাতীয় মসজিদ<ref>'''''ধর্ম মন্ত্রণালয়''''', বায়তুল মোকাররাম জাতীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা-১০০০,(২০০৯খ্রি:চলমান),: ''জাতীয় মসজিদ''''-).</ref>, বর্তমান মূল ক্বারী ও প্রধান মুকাব্বির<ref>'''''ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মনোনীত''''', ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা-১০০০,(সুত্র নং-১৭৮৩/ইফাঃ সং/৫/৯৯/৩৯৫(২০): ২০১০ খ্রি),:সুত্র নং-১৮৩৫/ইফাঃসং/১/৯৭/ ''' জাতীয় ঈদগাহে'''প্রধান জামাআতের অনুমদিত তালিকা-তাং-০৮/০৯/২০১০খ্রি).</ref>:- [[জাতীয় ঈদগাহ]], ইসলামীক আলোচক, গ্রন্তনা ও উপস্থাপক:- বাংলাদেশ বেতার এবং টেলিভিশন। বর্তমান উপদেষ্টাঃ- ঢাকাস্ত সরাইল সমিতি, ঢাকা। ও সমাজসেবী।
* জনাব এ এম লতিফুর রহমান - সাংবাদিক ও লেখক ছিলেন।
 
== বিবিধ ==
৯২ ⟶ ১৩৭ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://goo.gl/maps/20hD5lsrtF গুগল মানচিত্রে শাহবাজপুর টাউন]
* [http://www.facebook.com/shahbazpur.town অফিসিয়াল ফেসবুক অব শাহবাজপুর টাউন]
 
== আরও দেখুন ==
{{শাহবাজপুর টাউন}}
{{ব্রাহ্মণবাড়ীয়া জেলা}}
 
{{ব্রাহ্মণবাড়িয়া জেলা}}
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের নগর]]