ডেভিড প্যাকার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Bellayet (আলোচনা | অবদান)
fmt+cat
২ নং লাইন:
!colspan="2" bgcolor="#999999" style="text-align:center"| '''ডেভিড প্যাকার্ড'''
|-
|জন্মতারিখ||[[সেপ্টেম্বর ৭|৭ সেপ্টেম্বর [[১৯১২]] ১৯১২
|-
|জন্মস্থান||পুয়েবলো, [[কলোরাডো]], [[যুক্তরাষ্ট্র]]
|-
|মৃত্যুর তারিখ||[[মার্চ ২৬|২৬ মার্চ [[১৯৯৬]] ১৯৯৬
|-
|মৃত্যুস্থান||স্ট্যানফোর্ড, [[ক্যালিফোর্নিয়া]], [[যুক্তরাষ্ট্র]]
১৭ নং লাইন:
|}
 
==জীবন ইতিহাস==
==জীবনেতিহাস==
* [[১৯৩৪]] সালে '''[[স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়''']] থেকে বি. এ. ডিগ্রী লাভ করেন।
* [[নিউইয়র্ক]] 'র Schenectady তে অবস্থিত '''জেনারেল ইলেক্ট্রিক কোম্পানিতেকোম্পানি''' '''(General Electric Company)'''তে কিছুদিন কাজ করেন।
* [[১৯৩৮]] সালে স্ট্যানফোর্ডে ফিরে আসেন এবং তড়িৎ প্রকৌশলীর ডিগ্রী অর্জন করেন।
* [[১৯৩৯]] সালে [[উইলিয়াম হিউলেট|উইলিয়াম হিউলেটের]] 'র সাথে যৌথভাবে [[হিউলেট প্যাকার্ড কোম্পানি]] প্রতিষ্ঠা করেন। প্যাকার্ডের গ্যারেজে তারা কাজ শুরু করেন এবং তখন তাদের মূলধন ছিল মাত্র ৫৩৮ ডলার।
* এই কোম্পানিতে প্যাকার্ড একজন সুদক্ষ প্রশাসক এবং হিউলেট একজন প্রাজ্ঞ উদ্ভাবকের ভূমিকা পালন করেন। ফলে অচিরেই হিউলেট-প্যাকার্ড পৃথিবীর সর্ববৃহৎ তড়িৎ যণ্ত্রপাতি প্রতিষ্ঠানে পরিণত হয়।
* ডেভিড প্যাকার্ড হিউলেট-প্যাকার্ড কোম্পানিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন :-
*# [[১৯৪৭]] থেকে [[১৯৬৪]] : সভাপতি (President)
*# [[১৯৬৪]] থেকে [[১৯৬৮]] : প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer)
*# [[১৯৬৪]] থেকে [[১৯৬৮]] : বোর্ডের চেয়ারম্যান (Chairman of the Board)
*# [[১৯৭২]] থেকে [[১৯৯৩]] : বোর্ডের চেয়ারম্যান (Chairman of the Board)
*[[১৯৬৮]] সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি [[রিচার্ড নিক্সন]] প্যাকার্ডকে প্রতিরক্ষা বিষয়ক '''ডেপুটি সেক্রেটারি''' পদে মনোনয়ন দেন। তখন প্রতিরক্ষা বিষয়ক [[সচিব]] (Secretary) ছিলেন '''মেলভিন লেয়ার্ড''' (Melvin Laird)। এ সময় তিনি [[এফ ১৬]] ও [[এ ১০]], এ দুটি যুদ্ধবিমানের উপর সফল সমীক্ষা চালান।
* [[১৯৭১]] সালে তিনি হিউলেট প্যাকার্ড কোম্পানির কাজ থেকে অবসর নেন এবং পরবর্তী বছরই আবার যোগদান করেন।
* ৭০ ও ৮০ 'র দশক জুড়ে তিনি [[হোয়াইট হাউস]] 'র প্রতিরক্ষা ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ছিলেন।
 
৪৩ নং লাইন:
# [[ক্যালিফোর্নিয়া]]
 
[[category:যুক্তরাষ্ট্রের ব্যাবসায়ী]]
 
[[Category:জীবনী]]