ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kawsar Siddiqui (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: '''ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড''' (জন্ম: ১৭৫১-মৃত্যু: ১৮৩০): প্...
(কোনও পার্থক্য নেই)

১৪:২০, ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (জন্ম: ১৭৫১-মৃত্যু: ১৮৩০): প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মদ্যবিত্ত পরিবারে তার জন্ম। তিনিই প্রথম বৈয়াকরণ যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণের ক্ষেত্রে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন। তাঁর ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে। বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ ‘ভোকাবুলারিও’ (Vocabulario em idioma Bengalla e Portuguez) পর্তুগীজ ভাষায় রচিত (লিসবন, ১৭৪৩) হয়, কিন্ তু হ্যালহেডের ব্যাকরণ ইংরেজিতে রচিত এবং এতে বাংলায় প্রচুর উদাহরণ, উদ্ধৃতি ইত্যাদি দেওয়া হয়েছে। তবে হ্যালহেডের একটা দুর্বলতা ছিল এই যে, তিনি বাঙলা ব্যাকরণ ভাষা ভাল করে না জেনেই বাঙলা ব্যাকরণ রচনা করেছিলেন। তাঁর প্রচেষ্টায় সুদূরপ্রসারী কোনো ফল দেখা যায় নি, যদিও তাঁর মাধ্যমেই বাঙলা ব্যাকরণ আধুনিকতার দিকে এগিয়ে থাকে।তবে তিনি শেরিডনের সাথে যৌথ প্রচেষ্টায় The Love Epistles of Aristaenetus শীর্ষক যে গ্রণ্থটি গ্রীক ভাষা থেকে ইংরেজী-তে অনুবাদ করেন তা তাকে সফলতা এবং সুনাম এনে দেয়। ১৮৩০ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি মারা যান।