দুর্যোগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধ রচিত হলো!
 
Suvray (আলোচনা | অবদান)
১ নং লাইন:
'''দূর্যোগ''' বা '''দুর্যোগ''' হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দূর্ঘটনাবিশেষ। এরফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দূর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে। তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তাণ্ডবলীলায় সংঘটিত হয়। [[ভূমিকম্প]], ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, [[বিস্ফোরণ]] ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে। মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ী ধ্বংস, জমির ফসল নষ্ট হবার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সাংস্কৃতিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। দূর্যোগের ফলে অনেক সময় ব্যক্তির মানসিক দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন হয়ে যেতে পারে।
 
[[উন্নয়নশীল দেশ|উন্নয়নশীল দেশগুলোই]] মূলতঃ দূর্যোগের প্রধান শিকারের পরিণত হচ্ছে। ৯৫ শতাংশেরও অধিক মৃত্যু উন্নয়নশীল দেশে দূর্যোগের মাধ্যমে সংঘটিত হয়। [[উন্নত দেশ|শিল্পোন্নত দেশের]] [[মোট দেশজ উৎপাদন]] বা জিডিপি’র প্রায় ২০ গুণ বেশী প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি হয় উন্নয়নশীল দেশসমূহে।<ref>[http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/TOPICS/EXTURBANDEVELOPMENT/EXTDISMGMT/0,,menuPK:341021~pagePK:149018~piPK:149093~theSitePK:341015,00.html "World Bank:Disaster Risk Management".]</ref><ref>[http://54pesos.org/2008/10/04/who%e2%80%99s-getting-the-worst-of-natural-disasters/ Luis Flores Ballesteros. "Who’s getting the worst of natural disasters?" 54 Pesos May. 2010:54 Pesos 04 Oct 2008. <http://54pesos.org/2008/10/04/who%e2%80%99s-getting-the-worst-of-natural-disasters/>]</ref>
 
দূর্যোগ এর ইংরেজী শব্দ ডায়জেস্টার। এ শব্দটি প্রাচীন ইতালীয় ডায়জেস্ত্রো থেকে মধ্যযুগের ফরাসী ডেজাস্ত্রে থেকে উদ্ভূত হয়েছে। গ্রীক শব্দের শাখা ডায়জেস্টার এর অর্থ দাঁড়ায় মন্দ তারা যা জ্যোতিষশাস্ত্রে গ্রহের অসহযোগিতামূলক অবস্থানকে ব্যাখ্যা করে।<ref>[http://etymonline.com/?term=disaster http://etymonline.com/?term=disaster]</ref>
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
[[বিষয়শ্রেণী:দূর্যোগ]]
[[বিষয়শ্রেণী:প্রাকৃতিক দূর্যোগ]]