এর্নো রুবিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sazeed76 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Sazeed76 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪৫ নং লাইন:
==কর্ম জীবন ও রুবিক্স কিউব==
এর্নো রুবিক ১৯৬০ সনে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হাঙ্গেরি এর অধিনে একাডেমি অব অ্যাপ্লায়েড আর্ট এন্ড ক্রাফট থেকে পাস করেন। এবং ওখানেই একজন ইন্সট্রাক্টর হিসাবে যোগদান করেন। তাঁর কাজের অবসর সময়গুলোতে তিনি ত্রিমাত্রিক ডিজাইন নিয়ে কাজ করতেন। এর্নো তাঁর কাজকে ভালোবাসতেন। তিনি স্থাপত্য বিদ্যায় যথেষ্ট আগ্রহী ছিলেন, কারণ হিসেবে বলেন, এটি বিজ্ঞান প্রযুক্তি এবং কলার সংমিশ্রণ। পেশায় একজন শিক্ষক হিসাবে তিনি বিশ্বাস করতেন, শিক্ষা হল সর্বোত্তম পান্থা কোন কিছু জানার এবং আবিষ্কারের। ১৯৭৪ সনের শেষ দিকে তিনি চলনক্ষম অংশ দ্বারা গঠিত একটা কিউব (ঘনক) বানানোর চিন্তা করেন এবং একটা আইডিয়াও দাঁড় করিয়ে ফেলেন। যদিও তিনি প্রথম দিকে 2x2x2 কিউব বানানোর কথা চিন্তা করেছিলেন পরবর্তিতে তিনি 3x3x3 কিউব বানানোর কথা চিন্তা করেন। কারণ এই ধরনের কিউবে সেন্টার পিসটা সবসময় মাঝে থাকে।<ref>http://www.therubikscube.com/erno-rubik/</ref> তারপর তিনি অনেক ধরনের ডিজাইন নিয়ে পরীক্ষা নিরিক্ষা করলেন। এরমধ্যে ইলাস্টিক ব্যান্ড দিয়ে কিউবের টুকরা গুলো বেঁধে রাখার মত ডিজাইন ও ছিল। শেষ পর্যন্ত তিনি সফলকাম হলেন। তিনি তখন কল্পনা করেন নি পরবর্তিতে তাঁর কিউবটির এই ডিজাইন বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা পাবে।
 
==References==
{{reflist|2}}
 
[[বিষয়শ্রেণী:হাঙ্গেরীয় ভাস্কর]]