রক্ষণশীল দল (যুক্তরাজ্য): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:দল অপসারণ হটক্যাটের মাধ্যমে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৩ নং লাইন:
কনজারভেটিভ বা রক্ষণশীল শব্দটি ব্রিটেনে ১৮২৪ সালে প্রথম ব্যবহার করেন [[জর্জ ক্যানিং]](George Canning: ১৭৭০-১৮২৭)। ১৮৩৪ সালে [[ট্যামওয়ার্থ মেনিফেস্টো]](Tamworth MenifesTo) গ্রহণ করার পর থেকেই প্রকৃতপক্ষে এই দল্টি তার কাঠামোগত রূপ পরিগ্রহ করে। এই মৌলিক নীতি ও লক্ষ্যাদি সূত্রবদ্ধ করেন [[বেঞ্জামিন ডিজরেইলি]](Benjamin Disraeli:১৮০৪-১৮৮১)। এই সব লক্ষ্যের অন্যতম হচ্ছে বিধিবদ্ধ আইন কঠোরভাবে অনুসরণ, [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ সাম্রাজ্যের]] রক্ষণ ও বিস্তার ঘটানো এবং জনগণের অবস্থার উন্নতি সাধন।
 
[[আইরিশ হোমরুল]] প্রশ্নে [[লিবারেল পার্টি|লিবারেল পার্টিতে]] ১৮৮৬ সালে ভাঙ্গন দেখা দিলে [[উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন|উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোনের]](William Ewart Gladstone:১৮৫৮-১৯২৩) বিরোধীরা কনজার্ভেটিভ দলে যোফ দেয়। এই সময় পর্যন্ত এটি সাধারণভাবে 'কনজারভেটিভ' ও 'ইউনিয়নিস্ট' পার্টি সিসেবেই পরিচিত ছিল।
 
কনজারভেটিভ পার্টি ১৮৯২ থেকে ১৮৯৫ এবং ১৮৯৫ থেকে ১৯০৫ সাল পর্যন্ত দু'বার ক্ষমতাসীন হয়। তবে [[শুল্ককর|শুল্ককরের]] ক্ষেত্রে [[সংস্কার|সংস্কারের]] প্রশ্নে নিজেদের মধ্যে মতদ্বৈততা ও সুস্পষ্ট সামাজিক নীতির অভাবে দলটি সঙ্কটের সম্মুখীন হয়, ফলে দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকে। [[অ্যান্ড্রু বোনার ল|অ্যান্ড্রু বোনার ল-র]](Andrew Bonar Law:১৮৫৮-১৯২৩) নেতৃত্বে ১৯২২ সালে দলটি আবার ক্ষমতায় আসে।