তরঙ্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
(বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?)
(বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?)
 
''তরঙ্গ''' বা '''ঢেউ''' হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত করে না <ref>জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা কর্তৃক প্রকাশিত মাধ্যমিক পদার্থ বিজ্ঞান, পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০৮ পৃষ্ঠা ১০৪</ref>। কিছু কিছু তরঙ্গ [[শূণ্য মাধ্যম]] দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এধরনের তরঙ্গ হলো [[তাড়িতচ্চৌম্বক তরঙ্গ]] এবং হয়তো [[মহাকর্ষীয় তরঙ্গ]]<ref>Gravitational waves have never been directly detected but are widely believed by the scientific community to exist.</ref> জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গ মাধ্যমের কণার কোন স্থায়ী বিচ্যুতি ঘটায় না, বরং এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর [[স্পন্দন]] বা কম্পন দ্বারা সঞ্চালিত হয়।
 
 
 
== বৈশিষ্ট্য ==
* তরঙ্গের বেগ ও মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ আলাদা। মাধ্যমের সব জায়গায় তরঙ্গের বেগ একই থাকে কিন্তু মাধ্যমের কণাগুলো বিভিন্ন বেগে স্পন্দিত হয়। সাম্যাবস্থানে কণাগুলোর বেগ সবচেয়ে বেশি।
* সব তরঙ্গই শক্তি ও তথ্য সঞ্চারণ করে।
 
 
== তরঙ্গের প্রকারভেদ ==
সরল ছন্দিত তরঙ্গ '''তরঙ্গশীর্ষ''' বা ''চূড়া'' এবং '''তরঙ্গপাদ''' বা ''তল'' দ্বারা বৈশিষ্টায়িত। এই তরঙ্গ সাধারণত দুই ধরনের, অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গের সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে [[সমকোণ|সমকোণে]] থাকে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। যেমন তাড়িতচৌম্বকীয় তরঙ্গ বা সুতার মধ্যে দিয়ে সঞ্চারিত তরঙ্গ। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে তরঙ্গ সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে থাকে। এর উদাহরণ হলো শব্দ তরঙ্গ।
 
[[Image:Wave motion-i18n-mod.svg|thumb|300px|right| '''A''' = পানির গভীরে.<br />
* [[অপবর্তন]] (Diffraction) - একই তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গসমূহের উপরিপাতনের ফলে অপবর্তনের সৃষ্টি হয়। কোন প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলো বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে।
* [[ব্যতিচার]] (Interference) - একই উৎস থেকে নির্গত দুটি সুসঙ্গত তরঙ্গমুখ থেকে প্রাপ্ত তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়।
* [[বিচ্ছুরণ]] -
 
=== উদাহরণ ===
'''তরঙ্গদৈর্ঘ্য'' হচ্ছে পরপর দুটি তরঙ্গশীর্ষের (বা তরঙ্গপাদের)মধ্যবর্তী দূরত্ব। এটি গাণিতিকভাবে <math>\lambda</math> দ্বারা চিহ্নিত করা হয়।
 
তরঙ্গদৈর্ঘ্যের সাথে '''তরঙ্গসংখ্যা '''কে (<math>k</math>) গাণিতিকভাবে নিম্নলিখিত উপায়ে সম্পর্কযুক্ত করা যায়ঃ
 
:<math>
</math>
 
This can be viewed as two pulses traveling down the rope in opposite directions; ''F'' in the ''+x'' direction, and ''G'' in the −''x'' direction. If we substitute for ''x'' above, replacing it with directions ''x'', ''y'', ''z'', we then can describe a wave propagating in three dimensions.
 
The [[Schrödinger equation]] describes the wave-like behavior of particles in [[quantum mechanics]]. Solutions of this equation are [[wave function]]s which can be used to describe the probability density of a particle. Quantum mechanics also describes particle properties that other waves, such as light and sound, have on the atomic scale and below.
স্থির তরঙ্গ হলো এমন একটি তরঙ্গ যা সঞ্চারণশীল নয়, বরং স্থির। স্থির তরঙ্গ সৃষ্টি হতে পারে এমন ক্ষেত্রে যখন তরঙ্গের মাধ্যমটি তরঙ্গের বিপরীত দিকে সঞ্চারণশীল থাকে অথবা কোন স্থির মাধ্যমে দুটি বিপরীতমূখী তরঙ্গের উপরিপাতনের ফলে।
 
<!--
 
The ''sum'' of two counter-propagating waves (of equal amplitude and frequency) creates a ''standing wave''. Standing waves commonly arise when a boundary blocks further propagation of the wave, thus causing wave reflection, and therefore introducing a counter-propagating wave. For example when a [[violin]] string is displaced, longitudinal waves propagate out to where the string is held in place at the [[Bridge (instrument)|bridge]] and the "[[Nut (string instrument)|nut]]", whereupon the waves are reflected back. At the bridge and nut, the two opposed waves are in [[antiphase]] and cancel each other, producing a [[node (physics)|node]]. Halfway between two nodes there is an [[antinode]], where the two counter-propagating waves ''enhance'' each other maximally. There is on [[average]] no net propagation of energy.
১,৯৬,০১৪টি

সম্পাদনা