ঘূর্ণিঝড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১৩ নং লাইন:
=== নিরক্ষরেখা থেকে দূরত্ব ===
[[নিরক্ষীয়]] অঞ্চলে [[গ্রীষ্মকালে]] পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেলে উষ্ণ ও আর্দ্র বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণের জন্য [[মেরু]] অঞ্চল থেকে শীতল বায়ু [[উত্তর গোলার্ধে]] দক্ষিণে [[নিরক্ষরেখা]]র দিকে এবং [[দক্ষিণ গোলার্ধে]] উত্তর দিকে প্রবাহিত হয়। কিন্ত্ত পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে সৃষ্ট [[করিওলিস শক্তি]]র (coriolis force) কারণে এ বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে [[উত্তর গোলার্ধে]] ডান দিকে এবং [[দক্ষিণ গোলার্ধে]] বাম দিকে বেঁকে যায়। এ জন্য আমরা দেখি, উত্তর গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। [[নিরক্ষরেখা]]র উপর এ শক্তির প্রভাব শূন্য। কাজেই, এ অঞ্চলের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকলেও [[করিওলিস শক্তি]] ন্যূনতম থাকায়, [[নিরক্ষরেখা]]র ০ ডিগ্রী থেকে ৫ ডিগ্রীর মধ্যে কোন ঘূর্ণিঝড় হতে দেখা যায় না। সাধারণত, নিরক্ষরেখার ১০ ডিগ্রী থেকে ৩০ ডিগ্রীর মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।
 
=== বায়ুমন্ডলের আর্দ্রতা ===
২৪ নং লাইন:
== ঘূর্ণিঝড় সৃষ্টির অঞ্চল ও সময়কাল ==
 
ঘূর্ণিঝড় উৎপন্ন অঞ্চল হিসেবে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রগুলিকে সাতটি বেসিন বা অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও হুঁশিয়ারী প্রদানের জন্য [[বিশ্ব আবহাওয়া সংস্থা]]র অধীনে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ কাজ করছে। নীচে সাতটি বেসিনের নাম এবং সেখানে তদারককারী সংস্থাগুলোর তালিকা দেয়া হলঃ
 
{|class="wikitable"
৭৪ নং লাইন:
== ঘূর্ণিঝড়ে সৃষ্ট দুর্যোগসমূহ ==
 
[[বাংলাদেশে]] [[১৯৭০]] সালের ১২ই [[নভেম্বর]] ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৩ লক্ষ থেকে ৫ লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। [[পৃথিবী]]র ইতিহাসে ঘূর্ণিঝড়ে এত বেশী লোক আর কখনো মারা যায় নি। [[চিত্র:1991 Bangladesh cyclone track.png|thumb|right|[[১৯৯১]] সালের ২৯শে [[এপ্রিল]] ঘূর্ণিঝড় ]] [[১৯৯১]] সালের ২৯শে [[এপ্রিল]] ভয়ংকর ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার লোক নিহত হয়েছিল এবং [[চট্টগ্রাম]] সমুদ্র বন্দর ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। [[১৮৭৬]] সালের বিখ্যাত '''বাকেরগঞ্জ''' সাইক্লোনে প্রায় ২ লক্ষ লোক নিহত হয়েছিল, এর মধ্যে প্রায় এক লক্ষ লোক মারা গিয়েছিল [[দুর্ভিক্ষ]] ও [[মহামারী]]তে। [[আইন-ই-আকবরী]] গ্রন্থে আমরা [[১৫৮২]] খ্রীষ্টাব্দে বাকেরগঞ্জ তথা বর্তমান [[বরিশালে]] আঘাত হানা আরেকটি ঘূর্ণিঝড়ের কথা জানতে পারি, যেটিতেও প্রায় ২ লক্ষ লোক নিহত হয়েছিল।
 
[[চিত্র:Galveston - 1900 wreckage.jpg|thumb|300px|right|গ্যালভেস্টন ঘূর্ণিঝড়]]