সৌরজগৎ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:Solar sys.jpg|right|350px|thumb|সৌর জগতের প্রধান বস্তুসমূহ (স্কেল অনুযায়ী নয়; বাম থেকে ডানে): [[প্লুটো]], [[নেপচুন]], [[ইউরেনাস]], [[শনি গ্রহ|শনি]], [[বৃহস্পতি গ্রহ|বৃহস্পতি]], [[গ্রহাণু বেষ্টনী]], [[সূর্য]], [[বুধ গ্রহ|বুধ]], [[শুক্র গ্রহ|শুক্র]], [[পৃথিবী]], [[চাঁদ]] এবং [[মঙ্গল গ্রহ|মঙ্গল]]। একেবারে বামে একটি ধূমকেতুও দেখা যাচ্ছে।]]
 
'''সৌরজগৎ''' ([[ইংরেজি ভাষায়]]: Solar System) বলতে [[সূর্য]] এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল [[জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু|জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে]] বোঝায়। এর মধ্যে আছে: আটটি [[গ্রহ]], তাদের ১৬২টি জানা [[প্রাকৃতিক উপগ্রহ]], তিনটি [[বামন গ্রহ]] ও তাদের চারটি জানা প্রাকৃতিক উপগ্রহ এবং কোটি কোটি [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু|ক্ষুদ্র বস্তু]]।<ref> {{cite web| title= The Jupiter Satellite Page|author=Scott S. Sheppard|work=University of Hawaii|url=http://www.ifa.hawaii.edu/~sheppard/satellites/|accessdate=2006-07-23}}</ref> শেষোক্ত শ্রেণীর মধ্যে আছে [[গ্রহাণু]], [[উল্কা]], [[ধূমকেতু]] এবং [[আন্তঃগ্রহীয় ধূলি মেঘ]]। মৌলিক ব্যাখ্যা অনুসারে সৌর জগতের মধ্যে অবস্থান করছে: সূর্য ([[জ্যোতির্বৈজ্ঞানিক প্রতীক]]
[[চিত্র:Sun symbol.svg|14px|{{unicode|☉}}]]), চারটি [[পার্থিব গ্রহ]], একটি [[গ্রহাণু বেষ্টনী]] যা ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে বস্তু দ্বারা গঠিত, চারটি [[গ্যাসীয় দানব]] এবং একটি দ্বিতীয় বেষ্টনী যা [[কাইপার বেষ্টনী]] নামে পরিচিত, এতে বরফ শীতল পদার্থ রয়েছে। কাইপার বেষ্টনীর পরে রয়েছে [[বিক্ষিপ্ত চাকতি|বিক্ষিপ্ত বস্তুসমূহ]], [[হেলিওপজ]] এবং সবশেষে [[উওর্ট মেঘ]]। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে গ্রহগুলো হল: [[বুধ গ্রহ|বুধ]] ([[চিত্র:Mercury symbol.svg|14px|{{unicode|☿}}]]), [[শুক্র গ্রহ|শুক্র]] ([[চিত্র:Venus symbol.svg|14px|{{unicode|♀}}]]), [[পৃথিবী]] ([[চিত্র:Earth symbol.svg|14px|{{unicode|⊕}}]]), [[মঙ্গল গ্রহ|মঙ্গল]] ([[চিত্র:Mars symbol.svg|14px|{{unicode|♂}}]]), [[বৃহস্পতি গ্রহ|বৃহস্পতি]] ([[চিত্র:Jupiter symbol.svg|14px|{{unicode|♃}}]]), [[শনি গ্রহ|শনি]] ([[চিত্র:Saturn symbol.svg|14px|{{unicode|♄}}]]), [[ইউরেনাস]] ([[চিত্র:Uranus symbol.svg|14px|{{unicode|♅}}]]), এবং [[নেপচুন]] ([[চিত্র:Neptune symbol.svg|14px|{{unicode|♆}}]])। আটটির মধ্যে ছয়টি গ্রহের নিজস্ব [[প্রাকৃতিক উপগ্রহ]] রয়েছে। গ্যাসীয় দানবের প্রত্যেকটির চারদিকে আবার [[গ্রহীয় বলয়]] রয়েছে যা ধূলিকণা ও অন্যান্য কণা দ্বারা গঠিত। পৃথিবী ব্যাতীত সব গ্রহের ইংরেজি নাম বিভিন্ন গ্রিক দেবতাদের নামে রাখা হয়েছে। তিনটি বামন গ্রহ হচ্ছে: [[প্লুটো]] ([[চিত্র:Pluto symbol.svg|14px|{{unicode|♇}}]]), [[কাইপার বেষ্টনী|কাইপার বেষ্টনীর]] বৃহত্তম বস্তু, [[সেরেস (বামন গ্রহ)|সেরেস]] ([[চিত্র:Ceres symbol.svg|14px]]), গ্রহাণু বেষ্টনীর বৃহত্তম বস্তু, এবং [[এরিস (বামন গ্রহ)|এরিস]], যা [[বিক্ষিপ্ত চাকতি|বিক্ষিপ্ত চাকতির]] মধ্যে অবস্থান করে।
৮ নং লাইন:
সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণরত বস্তুগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: [[গ্রহ]], [[বামন গ্রহ]] এবং [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু]]।
 
[[গ্রহ]] সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এমন একটি বস্তু , ক) যার নিজেকে গোলকীয় আকারে পরিণত করার মত যথেষ্ট পরিমাণ ভর রয়েছে এবং খ) যা তার নিকটতম প্রতিবেশে অবস্থিত সব ক্ষুদ্র বস্তুকে অপসারণ করেছে। এখন পর্যন্ত জানা তথ্যমতে মোট আটটি গ্রহ রয়েছে, এদের নাম পূর্বেই উল্লেখ করা হয়েছে। [[২০০৬]] সালে [[২৪শে আগস্ট]] [[ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন]] গ্রহের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করেছে। এর পূর্বে প্লুটোসহ সৌরজগতে নয়টি গ্রহ ধরা হত। এই নতুন সংজ্ঞার আওতায় প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। দেখুন: [[গ্রহের নতুন সংজ্ঞা]]। <ref> {{cite web | url=http://news.bbc.co.uk/1/hi/magazine/4737647.stm | title=Farewell Pluto? | last=Akwagyiram | first=Alexis | publisher=BBC News | date=[[2005-08-02]] | accessdate=2006-03-05}}</ref>
 
একটি বামন গ্রহকে তার নিকটতম প্রতিবেশে অবস্থিত অন্য কোনও জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে অপসারণ করতে হয় না। গ্রহের সাথে এটিই কেবল তার পার্থক্য। বর্তমানে তিনটি বামন গ্রহ পাওয়া গেছে যাদের নাম পূর্বেই উল্লেখ করা হয়েছে। আরও যে বস্তুগুলো বামন গ্রহের মর্যাদা পেতে পারে তারা হল: [[৯০৩৭৭ সেডনা]], [[৯০৪৮২ অরকাস]] এবং [[৫০০০০ কুয়াওয়ার]]। ১৯৩০ সালে আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত প্লুটো সৌরজগতের নবম গ্রহ হিসেবে চিহ্নিত হত। কিন্তু অধুনা সৌরজগতে প্লুটোর মতো অনেক বস্তু আবিষ্কৃত হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য [[এরিস (বামন গ্রহ)|এরিস]] যা প্লুটোর চেয়ে আকারে সামান্য বড়।
১৪ নং লাইন:
সৌরজগতে অবশিষ্ট যে বস্তুগুলো রয়েছে তা হল: [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু]] বা এসএসএসবি (small solar system bodies)। [[প্রাকৃতিক উপগ্রহ]] বা [[চাঁদ]] হল সে সকল বস্তু যারা সূর্যের পরিবর্তে গ্রহ, বামন গ্রহ বা বিভিন্ন ক্ষুদ্র বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়।
 
সূর্য থেকে একটি গ্রহের দূরত্বে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। সূর্য থেকে কোন গ্রহের ন্যুনতম দূরত্বকে বলা হয় [[অনুসূর]] (perihelion) এবং বৃহত্তম দূরত্বকে বলা হয় [[অপসূর]]। সৌর জগতে অভ্যন্তরে বিভিন্ন দূরত্ব পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত [[জ্যোতির্বৈজ্ঞানিক একক]] (astronomical unit - AU) ব্যবহার করেন। এক ''জ্যোতির্বৈজ্ঞানিক একক'' হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যার মান প্রায় ১৪৯,৫৯৮,০০০ কিমি (৯৩,০০০,০০০ মাইল)। প্লুটো সূর্য থেকে প্রায় ৩৮ এইউ দূরত্বে অবস্থিত আর সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫.২ এইউ। এক [[আলোক বর্ষ]] (জ্যোতির্বিজ্ঞানে সবচেয়ে বেশী ব্যবহৃত একক) সমান প্রায় ৬৩,২৪০ এইউ। মাঝেমাঝে সৌর জগতকে বিভিন্ন অভ্যন্তরীন অংশে বিভক্ত করা হয়। ''অন্তঃ সৌরজগতের'' মধ্যে রয়েছে চারটি পার্থিব গ্রহ এবং প্রধান গ্রহাণু বেষ্টনী। কেউ কেউ ''বহিঃ সৌরজগৎ'' শব্দটিও ব্যবহার করেন। এর মধ্যে থাকে গ্রহাণুর বাইরে অবস্থিত সবকিছু। <ref>{{cite web|title=An Overview of the Solar System|author=nineplanets.org|url=http://www.nineplanets.org/overview.html|accessdate=2007-02-15}}</ref> অন্যরা এটিকে নেপচুনের বাইরে অবস্থিত একটি অঞ্চল হিসেবে চিহ্নিত করে। আর চারটি গ্যাসীয় দানব নিয়ে ''মধ্য অঞ্চল'' নামে একটি আলাদা অঞ্চলের কল্পনা করা হয়।<ref> {{cite web| title= New Horizons Set to Launch on 9-Year Voyage to Pluto and the Kuiper Belt|author=Amir Alexander
|work=The Planetary Society|year=2006|url=http://www.planetary.org/news/2006/0116_New_Horizons_Set_to_Launch_on_9_Year.html|accessdate=2006-11-08}}</ref>
 
== গড়ন ও কাঠামো ==
[[চিত্র:solarsystem.jpg|thumb|left|200 px|চাঁদের পিছন থেকে তোলা সূর্যরশ্মিতে দৃষ্ট ভূ-কক্ষের চিত্র। বাম থেকে ডানে: বুধ, মঙ্গল এবং শনি গ্রহ]]
[[চিত্র:Oort_cloud_Sedna_orbitOort cloud Sedna orbit.jpg|thumb|200 px|স্কেল অনুসারে সৌর জাগতিক বস্তুসমূহের কক্ষপথের চিত্র (উপরের বাম থেকে ঘড়ির কাঁটার দিকে)]]
সৌর জগতের প্রধান উপাদান হচ্ছে [[সূর্য]] যা একটি [[প্রধান ধারার তারা|প্রধান ধারার]] [[তারার শ্রেণীবিভাগ|''জি২'']] শ্রেণীর তারা। সৌর জগতের সমগ্র মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগের জন্য দায়ী হল সূর্য এবং এটিই জগতের সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে।<ref> {{cite web | author= এম উল্‌ফসন| title=The origin and evolution of the solar system| work=ইয়র্ক বিশ্ববিদ্যালয়| url=http://www.oso.chalmers.se/~michael/astrobiologi-2003/j.1468-4004.2000.00012.x.pdf
| accessdate=২০০৬-০৭-২২}}</ref> সূর্য বাদ দিলে সৌর জগতের বাকি যে ভর অবশিষ্ট থাকে তার শতকরা ৯০ ভাগের জন্য দায়ী হল [[বৃহস্পতি গ্রহ|বৃহস্পতি]] এবং [[শনি গ্রহ]]। এই গ্রহ দুটি সূর্যকে প্রদক্ষিণরত সর্ববৃহৎ বস্তু। বর্তমানে [[উওর্ট মেঘ]] সম্বন্ধে যা বলা হচ্ছে তা সত্যি প্রমাণিত হলে এটিও সৌর জগতের ভরের একটি অংশ গঠন করবে।<ref> {{cite web| title=Estimates of mass and angular momentum in the Oort cloud|author=Marochnik, Leonid S.; Mukhin, Lev M.; Sagdeev, Roal'd. Z.| work=Institut Kosmicheskikh Issledovanii, Moscow|url=http://adsabs.harvard.edu/abs/1988Sci...242..547M|accessdate=২০০৬-০৭-২৩}}</ref> সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অধিকাংশ বস্তুই [[ভূ-কক্ষ|ভূ-কক্ষের]] নিকটে অবস্থিত। ভূ-কক্ষ একটি সরু রেখাপথ যা পৃথিবীর কক্ষের সাথে সমান্তরালে অবস্থিত। গ্রহগুলো ভূ-কক্ষের খুব নিকটে অবস্থিত যদিও [[ধূমকেতু]] ও অন্যান্য [[কাইপার বেষ্টনী বস্তু]] সমূহ এর সাথে বেশ বড় কোণ করে অবস্থান করে।
 
সৌর জগতের ভিতর অবস্থিত গ্রহ এবং অন্যান্য অধিকাংশ বস্তু সূর্যের ঘূর্ণনের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান থাকে। এই দিকটি বোঝা যায় সূর্যের উত্তর মেরুর উপর অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে। তবে এর ব্যতিক্রমও রয়েছে, যেমন, [[হ্যালির ধূমকেতু]]। সূর্যের চারদিকে ঘূর্ণায়মান বস্তুসমূহ [[কেপলারের গ্রহীয় গতির সূত্র]] মেনে চলে। প্রতিটি বস্তু সূর্যকে উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। বস্তুটি সূর্যের যত নিকটে আসে তার গতিও তত বৃদ্ধি পায়। গ্রহসমূহের কক্ষপথ প্রায় বৃত্তাকার যদিও কিছুটা উপবৃত্তের আকৃতি বজায় থাকে। কিন্তু গ্রহাণু এবং কাইপার বেষ্টনী বস্তুসমূহের কক্ষপথের আকৃতি সম্পূর্ণ উপবৃত্তাকার।
৭৬ নং লাইন:
গ্রহাণুর আকার বিভিন্ন রকমের হতে পারে। কয়েক শত কিলোমিটার থেকে শুরু করে এদের ব্যাসার্ধ্য আণুবীক্ষণিকও হতে পারে। বৃহত্তম গ্রহাণু [[সেরেস]] ছাড়া বাকি সবগুলো গ্রহাণুই "ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু" শ্রেণীর মধ্যে পড়ে। অবশ্য [[৪ ভেস্তা]] ও [[১০ হাইজিয়া]] নামক গ্রহাণু দুটি ভবিষ্যতে [[বামন গ্রহ]] শ্রেণীতে জায়গা করে নিতে পারে। [[তরলস্থৈতিক সাম্যাবস্থা]] অর্জনে সমর্থ হলেই কেবল বামন গ্রহের কাতারে দাড়াতে পারবে তারা।
 
গ্রহাণু বেষ্টনীতে দশ-বিশ হাজার বস্তু আছে যেগুলোর ব্যাস এক কিলোমিটারের উপরে। এই সংখ্যা কয়েক মিলিয়নও হতে পারে। তারপরও সমগ্র গ্রহাণু বেষ্টনীর ভর পৃথিবীর ভরের হাজার ভাগের এক ভাগ থেকে সামান্য বেশী। বেষ্টনীতে গ্রহাণুগুলো খুব একটা ঘন সন্নিবেশিত নয়। পৃথিবী থেকে প্রেরিত [[নভোযান|নভোযানগুলো]] কোন রকমের দুর্ঘটনা ছাড়াই নিয়মিত এই বেষ্টনী অতিক্রম করে থাকে। যে গ্রহাণুগুলোর ব্যাস ১০ থেকে ১০<sup>-৪−৪</sup> মিটারের মধ্যে সেগুলোকে [[উল্কা]] বলা হয়।
 
;সেরেস:[[সেরেস]] গ্রহাণু বেষ্টনীর বৃহত্তম বস্তু। একে [[বামন গ্রহ]] শ্রেণীর মধ্যে ফেলা হয়েছে। সূর্য থেকে এর দূরত্ব ২.৭৭ এইউ এবং এর ব্যাস ১০০০ কিলোমিটার থেকে সামান্য কম। নিজস্ব অভিকর্ষের মাধ্যমে গোলকীয় আকৃতি লাভ করার জন্য এই ব্যাস যথেষ্টই বেশি। উনবিংশ শতকে যখন এটি আবিষ্কৃত হয় তখন সবাই গ্রহ বলে ধরে নিয়েছিল। কিন্তু আরও বিস্তারিত পর্যবেক্ষণের পর প্রতিবেশে অন্যান্য গ্রহাণু আবিষ্কৃত হওয়ায় ১৮৫০-এর দশকে গ্রহাণু হিসেবে চিহ্নিত হয়। আর [[২০০৬]] সালে এসে একে বামন গ্রহ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে।
১৩২ নং লাইন:
[[চিত্র:Protoplanetary-disk.jpg|thumb|right|300px|শিল্পীর তুলিতে আঁকা একটি [[ভ্রূণ গ্রহীয় চাকতি|ভ্রূণ গ্রহীয় চাকতির]] ছবি।]]
{{মূল নিবন্ধ|সৌরজগতের জন্ম ও বিবর্তন|তারার বিবর্তন}}
ধারণা করা হয় [[১৭৫৫]] সালে দার্শনিক [[ইমানুয়েল কান্ট]] কর্তৃক প্রস্তাবিত [[নীহারিকা প্রকল্প]] অনুসারে সৌর জগতের সৃষ্টি হয়েছে। এই প্রকল্পটি প্রথম স্বাধীনভাবে সংগঠিত করেন বিজ্ঞানী [[পিয়ের-সিমন লাপ্লাস]]।<ref name="See1909">{{cite journal | last = See | first = T. J. J. | date = [[April 23]], [[1909]] | title = The Past History of the Earth as Inferred from the Mode of Formation of the Solar System | journal = Proceedings of the American Philosophical Society | volume = 48 | issue = 191 | pages = 119-128 | url = http://links.jstor.org/sici?sici=0003-049X%28190901%2F04%2948%3A191%3C119%3ATPHOTE%3E2.0.CO%3B2-U&size=LARGE|accessdate=2006-07-23}} </ref> এই প্রকল্পের তত্ত্ব অনুসারে বলা হয় আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর পূর্বে একটি দানবীয় [[আনবিক মেঘ|আনবিক মেঘের]] মহাকর্ষীয় ধ্বসের মাধ্যমে সৌর জগতের সৃষ্টি হয়েছে। এই প্রাথমিক আনবিক মেঘটি সম্ভবত কয়েক আলোক বর্ষ দীর্ঘ ছিল এবং এ থেকে বেশ কয়েকটি তারার সৃষ্টি হয়েছিল বলে প্রস্তাব করা হয়েছে।<ref name="Arizona"> {{cite web|title=Lecture 13: The Nebular Theory of the origin of the Solar System|url=http://atropos.as.arizona.edu/aiz/teaching/nats102/mario/solar_system.html|work=University of Arizona|accessdate=2006-12-27}}</ref> উল্কাপিণ্ড নিয়ে আধুনিক গবেষণায় এমন কিছু বিরল উপাদান পাওয়া গেছে যারা কেবল একটি বিস্ফোরণশীল তারার অভ্যন্তরেই সৃষ্টি হতে পারে। এ থেকে বোঝা যায় [[সূর্য]] একটি [[তারা স্তবক|তারা স্তবকের]] মধ্যে জন্ম নিয়েছিলো এবং আশেপাশের কয়েকটি [[অতিনবতারা]] বিস্ফোরণের মত এতেও ব্যাপকতর বিস্ফোরণ ঘটেছিল। এসব অতিনবতারা থেকে নির্গত অভিঘাত তরঙ্গ সূর্যের জন্মে একটি সূচনাকারী প্রভাবকের ভূমিকা পালন করতে পারে। কারণ এই তরঙ্গ পার্শ্ববর্তী নীহারিকাগুলোর মধ্যে অতিরিক্ত ঘনত্বসম্পন্ন অঞ্চল সৃষ্টি করেছিল। এর ফলে মহাকর্ষীয় বল অভ্যন্তরীন গ্যাসের চাপের চেয়ে বেশী হয়ে যায় এবং ধ্বসের কারণ হিসেবে দেখা দেয়।<ref>{{cite web| year=2004|title= New Theory Proposed for Solar System Formation|author=Jeff Hester|work=Arizona State University|url= http://www.universetoday.com/am/publish/new_theory_solar_system_formation.html|accessdate=2007-01-11}}</ref>
 
মহাবিশ্বের যে অঞ্চলটি সৌরজগতে রুপান্তরিত হয়েছে তা [[প্রাক-সৌর নীহারিকা]] নামে পরিচিত যার ব্যাস ৭,০০০ থেকে ২০,০০০ [[জ্যোতির্বিজ্ঞান একক|জ্যোতির্বিজ্ঞান এককের]] মধ্যে।<ref name="Arizona" /><ref name="Rawal_1985">{{cite science | last = Rawal | first = J. J. | month = January | year = 1985 | title = Further Considerations on Contracting Solar Nebula| journal = Physics and Astronomy | volume = 34 | issue = 1 | pages = 93-100 | doi = 10.1007/BF00054038 | url = http://www.springerlink.com/content/r5825j48k66n8284/fulltext.pdf | format = [[PDF]] | abstract = http://www.springerlink.com/content/r5825j48k66n8284/ | accessdate=2006-12-27}}</ref> আর এর ভর ছিল সূর্যের ভরের চেয়ে সামান্য বেশী (সূর্যের ভরের ০.১ থেকে ০.০০১ অংশের মত বেশী)।<ref name="Kitamara">{{cite journal |author= Yoshimi Kitamura | coauthors = Munetake Momose, Sozo Yokogawa, Ryohei Kawabe, Shigeru Ida and Motohide Tamura | date = 2002-12-10 | title=Investigation of the Physical Properties of Protoplanetary Disks around T Tauri Stars by a 1 Arcsecond Imaging Survey: Evolution and Diversity of the Disks in Their Accretion Stage | journal = The Astrophysical Journal | volume = 581 | issue = 1 | pages = 357-380 | doi = 10.1086/344223 | url=http://www.journals.uchicago.edu/ApJ/journal/issues/ApJ/v581n1/56044/56044.text.html|accessdate=2007-01-09}}</ref> যখন নীহারিকাটি ধ্বসে পড়ে তখন [[কৌণিক ভরবেগ|কৌণিক ভরবেগের]] সংরক্ষণ নীতির কারণে এর ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়। যেহেতু নীহারিকার মধ্যবর্তী পদার্থগুলো ঘনতর হতে থাকে সেহেতু এর মধ্যবর্তী পরমাণুসমূহের পরষ্পরের মধ্যে আরও বৃহৎ কম্পাঙ্কের সাথে সংঘর্ষ হতে থাকে। সবচেয়ে বেশী সংঘর্ষ হয় কেন্দ্রে। এর ফলে কেন্দ্রের তাপের পরিমাণ আশেপাশে চাকতির অন্যান্য অঞ্চল থেকে অনেক বেড়ে যায়।<ref name="Arizona"/> সংকোচনশীল নীহারিকাটির উপর অভিকর্ষ, গ্যাসীয় চাপ, চৌম্বক ক্ষেত্র এবং ঘূর্ণন একসাথে প্রভাব ফেলতে থাকে। ফলে এটি অনেকটা সমতল হয়ে যেতে থাকে এবং এক সময় একটি [[ভ্রূণ গ্রহীয় চাকতি|ভ্রূণ গ্রহীয় চাকতিতে]] পরিণত হয় যার ব্যাস ছিল আনুমানিক ২০০ এইউ।<ref name="Arizona"/> কেন্দ্রে সৃষ্টি হয় একটি উত্তপ্ত ও ঘন [[ভ্রূণ তারা]]।<ref>{{cite science | last = Greaves | first = Jane S. | date = [[January 7]], [[2005]] | title = Disks Around Stars and the Growth of Planetary Systems | journal = Science | volume = 307 | issue = 5706 | pages = 68-71 | doi = 10.1126/science.1101979 | url = http://www.sciencemag.org/cgi/content/full/307/5706/68 | abstract = http://www.sciencemag.org/cgi/content/abstract/sci;307/5706/68