এস্রাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কমন্স ফাইল+
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:A Boy Playing Esraj.jpg|thumb|right|একজন বালক এস্রাজ বাজাচ্ছেন।]]
 
'''এস্রাজ''' (বিকল্প উচ্চারণঃ ইস্রাজ ; হিন্দী: [[wikt:इसराज|इसराज]]) হচ্ছে একটি তার যন্ত্র। এই যন্ত্রটি মূলতঃ [[ভারত|ভারতীয়]] উপমহাদেশেই ব্যবহৃত হয়। এর উৎপত্তিও খুব বেশী দিন আগে নয়। আনুমানিক ২-৩ শত বৎসর আগে, হাজার বছর ধরে প্রচলিত [[সারেঙ্গি|সারেঙ্গীর]] সরলরূপ হিসাবে যন্ত্রটি আবিষ্কৃত হয়।<ref>[http://kksongs.org/esraj/history.html এস্রাজের ইতিহাস]</ref> বলা হয় এস্রাজ [[সিতার]] ও [[সারেঙ্গি|সারেঙ্গীর]] সমন্বিত রূপ।<ref name="josh.bakehorn.net">[http://josh.bakehorn.net/indian.html]</ref> এস্রাজের ব্যবহার দেখা যায় মূলতঃ পূর্ব ও মধ্য [[ভারত|ভারতে]] এবং [[বাংলাদেশ|বাংলাদেশে]] । এটি তারের ওপর ছড় টেনে বাজাতে হয়। মূলতঃ সঙ্গতকারী যন্ত্র হিসেবেই এস্রাজ ব্যবহৃত হলেও এটিতে পূর্ণ গানের সুর তোলা সম্ভব। রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে এস্রাজের সঙ্গত শ্রুতিমধুরতা সৃষ্টি করে।<ref>[http://www.indian-instruments.com/bowed_instruments/esraj_bogen.htm]</ref>
 
== তারসেহনাজ ==
এস্রাজের আরেকটি রূপ হলো '''তারসেহনাজ'''।
 
== দিলরুবা ==
১১ নং লাইন:
 
== গঠন ==
এস্রাজ এবং দিলরুবা উভয়েরই কাঠামো ও গঠন শৈলী প্রায় অভিন্ন।<ref>[http:// name="josh.bakehorn.net"/indian.html]</ref> মাঝারী আকৃতির [[সেতার|সেতারের]] মতে ডান্ডির উপর ২০টি ধাতব ঘাট বেঁধে দেয়া হয়। এগুলোর উপর ১২ থেকে ১৫টি সহমর্মী সুরের বা তরঙ্গের তার বাঁধা হয়। দিলরুবায় অবশ্য এরচেয়ে বেশী সংখ্যক তার ব্যবহৃত হয় (১৯), এ কারণে দিলরুবার পাটাতনটি একটু চওড়া হয়ে থাকে। দু'টো যন্ত্রেই প্রধান তার চারটি। এগুলো বেহালার মতো ছড়ের সাহায্যে বাজানো হয়। নিচের অংশ সেতারের লাউয়ের তুম্বার পরিবর্তে কাঠের ছোট তুম্বাকৃতির খোলের উপর [[তবলা|তবলার]] উপরিভাগের মতো ছাগলের চামড়ার ছাউনি দিয়ে টান টান করে বাঁধা হয়। উল্লেখযোগ্য যে সারেঙ্গীতে ব্যবহৃত হতো প্রাণীজ তার, অন্যপক্ষে এস্রাজ ও দিলরুবায় ধাতব তার ব্যবহার হয়।
 
== বাদন ==
বাদক জোড় আসনে বসে বাজিয়ে থাকেন। বাম কাধেঁ যন্ত্রের গ্রীবাটির ভর রেখে ভূমিতে এস্রাজ স্থাপন করা হয়। এরপর ডান হাতে ছড় টানা হয় এবং বাম হাতে তারের বিভিন্ন স্থানে স্পর্শ করা হয়।
 
== বিখ্যাত বাদক ==