বিনয় বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১ নং লাইন:
[[চিত্র:Binoy Basu.jpg|right|thumb|বিনয় বসু একজন বাঙালি বিপ্লবী ও মুক্তিসংগ্রামী]]
 
'''বিনয় কৃষ্ণ বসু''', '''বিনয় বসু''' নামে বেশি পরিচিত (জন্ম [[সেপ্টেম্বর ১১]], [[১৯০৮]], মৃত্যু [[ডিসেম্বর ১৩]], [[১৯৩০]]), ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
 
== প্রাথমিক জীবন ==
বিনয় বসুর জন্ম হয় ১৯০৮ সালের [[সেপ্টেম্বর ১১|১১ই সেপ্টেম্বর]], [[মুন্সিগঞ্জ জেলা|মুন্সিগঞ্জ জেলার]] রোহিতভোগ গ্রামে। তাঁর পিতা রেবতীমোহন বসু ছিলেন একজন প্রকৌশলী। ঢাকায় ম্যাট্রিক পরীক্ষা পাস করার পর বিনয় মিটফোর্ড মেডিকেল স্কুল (বর্তমানের [[স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ]]) এ ভর্তি হন। এসময় তিনি ঢাকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং [[যুগান্তর দল]] এর সাথে জড়িত মুক্তি সঙ্ঘে যোগ দেন। বিপ্লবী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তিনি চিকিৎসা শাস্ত্রে তাঁর পড়ালেখা শেষ করতে পারেননি।
 
== বিপ্লবী কর্মকান্ড ==
বিনয় ও তাঁর সহযোদ্ধারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন ১৯২৮ সালে। অল্পদিনের মধ্যেই বিনয় এই সংগঠনের ঢাকা শাখা গড়ে তুলেন। অচিরেই রাজবন্দীদের উপর পুলিশী নির্যাতনের বিরূদ্ধে তাঁর সংগঠনটি রুখে দাঁড়ায়। ১৯৩০ সালে বিপ্লবীরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করার সিদ্ধান্ত নেন। লোম্যানের মিটফোর্ড হাসপাতালে এক সহকর্মীকে দেখতে আসার কথা ছিল। ১৯৩০ সালের [[২৯ আগস্ট]] বিনয় সাধারণ বেশভূষায় নিরাপত্তা গন্ডীকে ফাঁকি দিয়ে লোম্যানের খুব কাছে চলে এসে তাকে গুলি করেন। ঘটনাস্থলেই লোম্যানের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট হডসন গুরুতর আহত হন।
 
পুলিশের হাত থেকে বাঁচতে বিনয় [[কলকাতা]] শহরে পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরিয়ে দেয়ার জন্য ৫০০০ রূপি পুরস্কার ঘোষণা করে।
 
== রাইটার্স ভবনে হামলা ==