অজয় রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২ নং লাইন:
 
== শিক্ষা ও কর্ম জীবন ==
স্কুল এবং কলেজ জীবনে পড়াশোনা করেছেন দিনাজপুরে। ১৯৫৭ সালে এমএসসি পাশ করে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তিনি [[১৯৫৯]] সাল থেকে [[২০০০]] সাল পর্যন্ত [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন।<ref>[http://www.mukto-mona.com/Articles/ajoy/prothom_alo_interview.pdf প্রথম আলো বিশেষ সাক্ষাৎকার, ফেব্রুয়ারী ১৫, ২০০৪ ]</ref>। তিনি ১৯৬৬ সালে ইংল্যান্ডের লীডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৬৭ সালে সেখানেই করেন পোস্ট ডক্টরেট। ১৯৬৭ সালে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদান করেন এবং অবসর নেয়ার আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। দেশী এবং বিদেশী বহু জার্নালে তার পেপার প্রকাশিত হয়েছে<ref> Indian Journal of Physics and Proc of the Indian Assoc for the Cultivation of Science - A, ISSN: 0019-5480, Vol: 73, Issue: 1,Date: 1999 ইত্যাদি </ref>। , <ref>[http://www.rationalistinternational.net/archive/en/rationalist_2002/88.htm Rationalist International, Bulletin # 88 ]</ref>, <ref>[http://www.secularvoiceofbangladesh.org/A_humanisjt_by_Dr_Roy.htm secularvoiceofbangladesh]</ref> {{cn}}।
বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশের এশিয়াটিক সোসাইটির জেনেরাল সেক্রেটারী পদে আসীন ছিলেন। তিনি বর্তমনে সম্প্রীতি মঞ্চের সভাপতি, বাংলাদেশ ইতিহাস পরিষদের ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়াটিক সোসাইটির বিজ্ঞান বিভাগের এডিটর দিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি [[শিক্ষা আন্দোলন মঞ্চ|শিক্ষা আন্দোলন মঞ্চের]] সভাপতিএবং দক্কিণ এশীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য। তিনি [[মুক্তমনা|মুক্তমনার]] উপদেষ্টামন্ডলীর সদস্য <ref>[http://www.mukto-mona.com/new_site/mukto-mona/muk-aboutus.htm MM Advisory Board & Editorial Board ]</ref> এবং [[মুক্তান্বেষা|মুক্তান্বেষার]] সম্পাদক। কলামিস্ট হিসবেও তিনি দৈনিক সমকালে লিখে থাকেন <ref>[http://www.shamokal.com/details.php?nid=57438 দৈনিক সমকালে অধ্যাপক অজয় রায়ের কলাম]</ref>। বর্তমানে তিনি বাংলা একাডেমীর ৩ খণ্ডে ‘বাঙালা ও বাঙালির ইতিহাস’ গ্রন্থেও সম্পাদক হিসেবে কাজ করছেন।
 
== মুক্তিযুদ্ধে ভূমিকা ==
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য অধ্যাপক অজয় রায়ের বাংলাদেশের [[স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] সাথে সরাসরি সম্পৃক্ততা ছিলো। ১৯ ৭১ সালের [[মার্চ ২৫|২৫শে মার্চে]] পাকিস্তানী হানাদার বাহিনী নৃশংস গনহত্যা শুরু করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রাথমিকভাবে কুমিল্লার সোনামুড়া বর্ডারে যুদ্ধের ট্রেনিং গ্রহণ করেন এবং একাধিক অপারেশনে অংশগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে আগরতলা হয়ে কলকাতায় গমন করেন । সেখানে তিনি মুজিবনগর সরকারের প্ল্যানিং সেলের অনাররি সদস্য হিসবে নিয়োজিত ছিলেন। [[আনিসুজ্জামান|অধ্যাপক আনিসুজ্জামানের]] উত্তরসূরী হিসবে একাত্তুরের মে মাস থেকে ডিসেম্ম্বর পর্যন্ত ভারতে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির জেনেরাল সেক্রেটারী হিসেবে কাজ করেন এবং বাংলাদেশ থেকে আগত শিক্ষকদের মুক্তিযুদ্ধে উদবুদ্ধকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন <ref>একাত্তুরে রণাঙ্গন, শামসুল হুদা চৌধুরী</ref>, <ref>মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভুমিকা, মেজর রফিকুল ইসলাম</ref>।
 
== মানবাধিকার ==
অধ্যাপক অজয় রায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং নিপীড়নরোধে উল্লেখযোগ্য কাজ করেছেন <ref>[http://www.ittefaq.com/content/2008/12/27/news0932.htm সংখ্যালঘু, আদিবাসী ও নারীভোটারদের নিরাপত্তা দেখভালে সম্প্রীতি মঞ্চ, দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ২৭, ২০০৮]</ref>, <ref>সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারে, বিশেষ সাক্ষাৎকারে অজয় রায়, প্রথম আলো ফেব্রুয়ারী ১৫, ২০০৪</ref>। ২০০১ সালের নির্বাচনের অব্যবিত পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং নিপীড়ন বৃদ্ধি পেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের সাথে নিয়ে ‘নাগরিক অধিকার সংরক্ষণ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’র ব্যানারে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন পরিচালনা করেন। এসময় তিনি মনিটরিং সেল গঠন করে বিভিন্ন সংস্থার সাথে মিলে সংখ্যালঘুদের সহায়তা করেন। ইন্টারনেটে সংখ্যালঘুদের দুর্দশার বিবরণ লিপিবদ্ধ করে 'বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে' শিরোনামে সিরিজ শুরু করেন<ref>[http://www.mukto-mona.com/Articles/ajoy/ Bicharer Vanee Nirabe Nivrite Kande, Prof. Ajoy Roy's Article page]</ref>। ভোলার অন্নদাপ্রসাদ গ্রামে বিভিন্ন নির্যাতিত নারীদের শেল্টারের ব্যবস্থা করেন এবং দাঙ্গায় যারা গৃহ হারিয়েছিলেন, তাদের গৃহ পুনঃনির্মানে উদ্যোগী ভুমিকা পালন করেন <ref>[http://www.mukto-mona.com/Articles/ajoy/bhola_trip.htm Trip To Bhola: Annada Prasad Cries in Silence & Anguish, মুক্তমনা]</ref>, <ref>[http://www.drishtipat.org/CheyeDekhoProject/bhola.html দৃষ্টিপাতের ওয়েব সাইটে ভোলার বর্ণনা]</ref> । অধ্যাপক জিল্লুর রহমানের সাথে মিলে অধ্যাপক অজয় রায় ‘গণ তদন্ত কমিশন’ তৈরি করেন, যার প্রতিবেদন প্রকাশিত হয় ডিসেম্বর ২০০২ সালে <ref>[http://mukto-mona.com/human_rights/minority/report.htm Report of the Public Inquiry Commission]</ref>। দেশের পাহাড়ি জনগন এবং আদিবাসীদের অধিকার এবং সায়ত্বশাসনও তিনি জোরালোভাবে সমর্থন করেন। তিনি মনে করেন,পার্বত্য এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ও বাঙালি অধিবাসীদের অবিলম্বে সরিয়ে নেয়া দরকার <ref>[http://www.bdnews24.com/bangla/details.php?id=48422&cid=2&aoth=1 'পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা সরিয়ে নেয়া উচিত', বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; এপ্রিল ২৪, ২০০৯]</ref>, <ref>[http://www.amadershomoy.com/content/2009/04/25/news0545.htm আমাদের সময়, এপ্রিল ২৫, ২০০৯]</ref> ।
 
== বিজ্ঞানমনস্কতা ও মুক্তবুদ্ধির প্রসার ==
অধ্যাপক অজয় রায় বাংলাদেশে বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য [[শিক্ষা আন্দোলন মঞ্চ]] গড়ে তোলেন। তিনি বিজ্ঞানকে তরুণ প্রজন্মে বিজ্ঞান ছড়িয়ে দেবার প্রয়াসে তিনি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সেমিনার এবং সভার আয়োজন করে থাকেন <ref>[http://www.mukto-mona.com/Articles/ajoy/seminar_life_evolution.htm Seminar on “Origin of Life and Evolution”]</ref>, <ref>[http://www.mukto-mona.com/news/einstein_seminar.htm Daylong seminar on Einstein ]</ref> । তিনি [[মুক্তমনা|মুক্তমনার]] উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই কাজ করছেন । এ ছাড়াও তিনি [[মুক্তান্বেষা]] পত্রিকাটির প্রধান সম্পাদক হিসবে কাজ করছেন, যার লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যাণবোধ প্রতিষ্ঠা<ref>[http://www.mukto-mona.com/project/muktanwesa/1st_issue/index.htm মুক্তান্বেষা (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা)]</ref>। তিনি বাংলাদেশের কৃষক-দার্শনিক [[আরজ আলী মাতুব্বর|আরজ আলী মাতুব্বরকে]] পশ্চিমা বিশ্বে পরিচিত করার পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন<ref>[http://www.mukto-mona.com/Special_Event_/rationalist_day/rationalism_ajoy.htm Aroj Ali Matubbar: Rationalist Philosopher of Rural Bangladesh]</ref>, <ref>বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানমনস্ক সমাজ নির্মাণ, অজয় রায়, আরজ আলী মাতুব্বর স্মারক গ্রন্থ (২০০১)</ref>। আরজ আলী মাতুব্বরকে নিয়ে তার গবেষণাধর্মী প্রবন্ধ বিভিন্ন সেমিনারে পঠিত হয়েছে <ref>Aroj Ali Matubbar: Rationalist Philosopher of Rural Bangladesh, Ajoy Roy, International Rationalist Conference in New Delhi, 2001</ref> । বাংলাদেশের মুক্তমনা এবং মুক্তচিন্তক লেখকদের লেখা নিয়ে সংকলিত গ্রন্থ [[স্বতন্ত্র ভাবনা]] তার পরিচালনায় প্রাকশিত হয়েছে অঙ্কুর প্রকাশনা থেকে ২০০৮ সালে <ref>[http://www.mukto-mona.com/project/swatantra_bhabna/ স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি (অঙ্কুর, ২০০৮)]</ref>।
 
== পুরস্কার ও সম্মাননা ==