সাহিত্য অকাদেমি পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২১ নং লাইন:
|website= http://www.sahitya-akademi.gov.in/old_version/awa1.htm
}}
'''সাহিত্য অকাদেমী পুরস্কার''' [[ভারত|ভারতের]] একটি সাহিত্য সম্মাননা।<ref>[http://society.indianetzone.com/literature/1/sahitya_academy_awards.htm সাহিত্য একাডেমী পুরস্কার]</ref> ভারতে জাতীয় সারস্বত প্রতিষ্ঠান [[সাহিত্য অকাদেমী]] কর্তৃক [[১৯৫৪]] সাল থেকে [[ভারতের রাষ্ট্রভাষা|ভারতের রাষ্ট্রভাষাগুলিতে]] রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদত্ত হয়ে আসছে। এই পুরস্কারে অর্থমূল্য ৫০,০০০ ভারতীয় রূপী। ২০০৯ সালে ভারত সরকার পুরস্কারের মূল্যমান ১,০০,০০০ (এক লক্ষ) রূপীতে উন্নীত করার ঘোষণা করেছে।<ref>[http://www.hindu.com/2009/12/24/stories/2009122462072200.htm দ্য হিন্দু'র ২০০৯-এর পুরস্কার প্রতিবেদন]</ref> [[সাহিত্য অকাদেমী ফেলোশিপ|সাহিত্য অকাদেমী ফেলোশিপের]] পর এটি [[ভারত সরকার]] প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা।
 
== পুরস্কার ==
সাহিত্য অকাদেমী পুরস্কারের অর্থমূল্য এককালীন ৫০,০০০ ভারতীয় টাকা। পুরস্কারের সঙ্গে দেওয়া হয় একটি মানপত্র। প্রকৃতপক্ষে সাহিত্য অকাদেমী মোট ২৪টি সাহিত্য অকাদেমী পুরস্কার দিয়ে থাকে। এই পুরস্কারগুলি প্রদত্ত হয় ভারতের প্রত্যেকটি রাষ্ট্রভাষায় রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির সম্মাননারূপে। এক বছরের আলোচনা, পর্যালোচনা ও নির্বাচনের পর এই পুরস্কার ঘোষিত হয়।
 
যে সব ভাষায় সাহিত্য অকাদেমী পুরস্কার প্রদত্ত হয় সেগুলি হল - [[অসমীয়া ভাষা|অসমীয়া]], [[বাংলা]], দোরগি, [[ইংরেজি]], [[গুজরাতি ভাষা|গুজরাতি]], [[হিন্দি]], [[কন্নড় ভাষা|কন্নড়]], কাশ্মিরি, কোঙ্কণি, মৈথিলি, মলায়লাম, মইথেই, [[মরাঠি ভাষা|মরাঠি]], নেপালি, [[ওড়িয়া]], পঞ্জাবি, রাজস্থানী, [[সংস্কৃত]], [[সিন্ধি]], [[তামিল ভাষা|তামিল]], [[তেলুগু ভাষা|তেলুগু]] ও [[উর্দু]]।
 
এই পুরস্কারগুলি ভারতীয় সাহিত্য-মণীষার স্বীকৃতি এবং ভারতীয় সাহিত্যের পৃষ্ঠপোষক। ভারতীয় সাহিত্যের নতুন নতুন ধারা ও আন্দোলনকেও এই পুরস্কারগুলি স্বীকৃতি জানায়। এগুলি সমকালীন সাহিত্যরুচির প্রতিফলক এবং এগুলি ভারতীয় বোধের জন্মদাতা।
 
== অন্যান্য সম্মাননা ==
৪১ নং লাইন:
 
=== ভাষা সম্মান ===
সাহিত্য অকাদেমী কর্তৃক অনুমোদিত নয় এমন ভারতীয় ভাষায় সাহিত্যস্রষ্টাদের এবং প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এর অর্থমূল্য নগদ ৫০,০০০ ভারতীয় টাকা এবং সঙ্গে প্রদত্ত হয় একটি মানপত্র।
 
=== অনুবাদ পুরস্কারসমূহ ===