জয় গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পুরস্কারসমূহ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১৪ নং লাইন:
| occupation = Poet
}}
'''জয় গোস্বামী''' ({{lang-en|Joy Goswami}} [[নভেম্বর ১০]], [[১৯৫৪]]) হচ্ছেন একজন [[ভারত|ভারতীয়]] কবি।<ref>{{cite news|url=http://www.hindu.com/2009/06/25/stories/2009062556930100.htm|title=FIR registered against Aparna Sen|date=25 January 2009|work=[[The Hindu]]|accessdate=9 July 2010}}</ref> তিনি [[বাংলা ভাষা|বাংলা ভাষার]] এক আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।
 
== জীবনী ==
জয় গোস্বামীর জন্ম [[কলকাতা]] শহরে। ছোটবেলায় তাঁর পরিবার [[রানাঘাট|রানাঘাটে]] চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
 
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর [[দেশ পত্রিকা]]য় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ''ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ'' প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ''ঘুমিয়েছ, ঝাউপাতা'' কাব্যগ্রন্থের জন্য [[আনন্দ পুরস্কার]] লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি ''পাগলী তোমার সঙ্গে'' কাব্য সংকলনের জন্য [[সাহিত্য অকাদেমি পুরস্কার]] লাভ করেন।
 
== প্রকাশিত বই ==