ভ্যাটিকান সিটি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nuhan~bnwiki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৫৮ নং লাইন:
|footnotes = <ref name="ভ্যাটিকেন সিটি"/> ভ্যাটিকান সিটি একটি [[শহর-রাষ্ট্র]]।<br /><sup>২</sup> দাপ্তরিক কার্যাকার্যে ব্যবহৃত হয়। ''দে ফ্যাকটো'' ভাষাগুলো হলো [[ইতালীয় ভাষা|ইতালীয়]], [[জার্মান ভাষা|জার্মান]], [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]], [[ফরাসি ভাষা|ফরাসি]], এবং [[পর্তুগিজ ভাষা|পর্তুগিজ]], এর পাশাপাশি ইতালীয় ভাষা সর্বাধিক ব্যবহৃত। [[সুইস গার্ড|পোপের সুইস গার্ডদের]] ভাষা হলো জার্মান। [[ডিপ্লোম্যাটিক ভাষা]] হলো ফরাসি।<br /><sup>৩</sup> [[Suffrage]] limited to the [[College of Cardinals]] (see [[#Government|Government]] section below).<br /><sup>৪</sup> Prior to 2002, the [[Vatican lira]] (on par with the Italian lira).<br /><sup>৫</sup> যদিও ভ্যাটিকান সিটি ইতালীয় টেলিফোন নাম্বারিং পরিকল্পনার অধীন এবং ইতালীর কান্ট্রি কোড 39-ই ব্যবহার করে, তবে [[ITU-T]] ভ্যাটিকান সিটিকে 379 কোডটি বরাদ্দ করেছে।
}}
'''ভ্যাটিকান সিটি''' ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
 
উত্তর-পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতি এলাকায়, তিবের নদীর ঠিক পশ্চিমে, ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ-পশ্চিমের পিয়াৎসা সান পিয়েত্রো বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সবদিকে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসাঁর সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারী দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ অবজারভেটরি, লাইব্রেরী ভ্যাটিকানা।
ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় ১০০। ভ্যাটিকান রেডিও নামের সরকারি [[বেতার]] স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। [[২০০১]] সালে ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় ১০০০। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব।
 
ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর [[১৯২৯]] সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবী প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ষোড়শ [[বেনেডিক্ট]] (বেনেডিক্ট ১৬) ১৯ এপ্রিল ২০০৫ সালে পূর্ববর্তী পোপ জন পলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন।
৭৫ নং লাইন:
 
== প্রশাসনিক অঞ্চলসমূহ ==
 
 
== ভূগোল ==
৮১ ⟶ ৮০ নং লাইন:
 
== অর্থনীতি ==
ভ্যাটিকান শহরের অর্থনীতি একটি বিশেষ ধরনের অবাণিজ্যিক অর্থনীতি। বিশ্বব্যাপী রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদের অনুদানের মাধ্যমে অর্থনীতিটি জিইয়ে রাখা হয়। এছাড়া স্ট্যাম্প ও পর্যটকদের জন্য স্মারক সামগ্রী বা মেমেন্টো বিক্রির টাকা, জাদুঘরে প্রবেশের ফি এবং বিভিন্ন রচনাবলি বিক্রির মাধ্যমে অর্জিত অর্থও কাজে লাগানো হয়।
 
 
== জনসংখ্যা ==
ভ্যাটিকান সিটির কোন সরকারী ভাষা নেই, তবে [[ইতালীয় ভাষা]] সর্বাধিক প্রচলিত ভাষা। রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে [[লাতিন ভাষা|লাতিন ভাষার]] বিশেষ মর্যাদা আছে।
 
 
== সংস্কৃতি ==
৯৩ ⟶ ৯০ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{reflist|2}}
 
 
== বহিঃসংযোগ ==