জয় গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্য যুক্ত ও তথ্যসূত্র প্রদান
পুরস্কারসমূহ
১৯ নং লাইন:
জয় গোস্বামীর জন্ম [[কলকাতা]] শহরে। ছোটবেলায় তাঁর পরিবার [[রানাঘাট|রানাঘাটে]] চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
 
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর [[দেশ পত্রিকা]]য় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ''ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ'' প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ''ঘুমিয়েছ, ঝাউপাতা'' কাব্যগ্রন্থের জন্য [[আনন্দ পুরস্কার]] লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি ''পাগলী তোমার সঙ্গে'' কাব্য সংকলনের জন্য [[সাহিত্য আকাদেমিঅকাদেমি পুরস্কার]] লাভ করেন/করেন।
 
== প্রকাশিত বই ==
৫৩ নং লাইন:
* ব্রহ্মরাক্ষস
* সব অন্ধকার ফুলগাছ
 
== পুরস্কারসমূহ ==
* [[Anita-Sunil Basu Award from Bangla Akademi, W.B. Govt.]]
* [[আনন্দ পুরস্কার]] (1990), (1998)
* [[সাহিত্য অকাদেমী পুরস্কার|Sahitya Akademi Award to Bengali Writers|Sahitya Akademi Award]] (2000)
* [[ভারতীয় ভাষা পরিষদ]] (2010)
* [[রচনা সমগ্র পুরস্কার]] (2011)
* [[বঙ্গ বিভূষণ|পশ্চিমবঙ্গ সরকারের দেয়া বঙ্গ বিভূষণ]] (২০১২)<ref>{{cite news|url=http://www.telegraphindia.com/1060205/asp/look/story_5797945.asp|title=Calcutta : Look|date=5 February 2006|work=[[The Telegraph (Kolkata)|The Telegraph]]|accessdate=9 July 2010}}</ref>
 
== তথ্যসূত্র ==