মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২৯ নং লাইন:
}}
 
ডাক্তার '''মোহাম্মদ ইব্রাহিম (স্কুল জীবনের নাম: শেখ আবু মোহাম্মদ ইব্রাহিম)''' (জন্ম: [[জানুয়ারি ১|১ জানুয়ারি]], [[১৯১১]] - মৃত্যু: [[সেপ্টেম্বর ৬|৬ সেপ্টেম্বর]], [[১৯৮৯]]) [[বাংলাদেশ ডায়াবেটিক সমিতি]]র প্রতিষ্ঠাতা এবং একজন জাতীয় অধ্যাপক। তিনি [[১৯৬৫]] সালে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন যা বর্তমান [[বারডেম হাসপাতাল]] নামের পরিচিত। <ref>[http://www.dailynayadiganta.com/details/67676.print.print দৈনিক নয়া দিগন্ত]</ref> বাংলাদেশে [[ডায়াবেটিকস রোগ]] সম্পর্কে সচেতনতা ও এর প্রতিকারে তার অবদান অনস্বীকার্য।
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
মোহাম্মদ ইব্রাহিমের স্কুল জীবনের নাম ছিল শেখ আবু মোহাম্মদ ইব্রাহিম। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর ইউনিয়নের খাঁড়েরা গ্রামে জন্ম গ্রহণ করেন। <ref> ডা. মোহাম্মদ ইব্রাহিম।। এ.কে.এম. আমিনুল ইসলাম। জীবনী গ্রন্থমালা : বাংলা একাডেমি ১৯৯৮, পৃষ্ঠা ১২</ref> তাঁর পিতা শেখ মৌলভী মুহম্মদ কিসমতুল্লাহ এবং মায়ের নাম আজিম-উন-নিসা বিবি। দুই ভাই, দুই বোনের মধ্যে ডা. ইব্রাহিম ছিলেন সবার বড়। তাঁর গ্রামের মধ্য বাংলা স্কুলে লেখাপড়া শুরু করার পর তিনি ‘সালার এডওয়ার্ড ইংলিশ হাইস্কুলে’ ভর্তি হন এবং সেখান থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ([[১৯৩৩]]-[[১৯৩৪|৩৪]]) কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং [[১৯৩৮]] সনে ডাক্তারী পরীক্ষায় পাশ করেন। <ref>[http://www.kazirbazar.com/feature/5771-2012-09-05-19-51-09 দৈনিক কাজিরবাজার]</ref>
 
== কর্মজীবন ==