দ্বারকানাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২৯ নং লাইন:
 
ইউরোপীয় ও স্বদেশী বন্ধুদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে দ্বারকানাথ ঠাকুর তাঁর বন্ধু ও দার্শনিক [[রামমোহন রায়|রাজা রামমোহন রায়]] এর মতো ব্রিটেন যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। [[১৮৪২]] সালের [[৯ জানুয়ারি]] তিনি নিজস্ব স্টিমার ‘দি ইন্ডিয়া’ যোগে সুয়েজের পথে যাত্রা করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন ইউরোপীয় চিকিৎসক [[ডা. ম্যাকগাওয়ান]], তাঁর ভাগনে [[চন্দ্রমোহন চ্যাটার্জী]], ব্যক্তিগত সহকারী [[পরমানন্দ মৈত্র]], তিন জন হিন্দু ভৃত্য ও একজন মুসলমান বাবুর্চি। বিলেতে তাঁকে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করেন [[ব্রিটিশ প্রধানমন্ত্রী]] [[রবার্ট পীল]], [[বোর্ড অব কন্ট্রোল]] এর প্রেসিডেন্ট [[লর্ড ফিটজার্যাল্ড]], [[প্রিন্স এলবার্ট]], কেন্ট-এর রাজকুমারী এবং [[রানী ভিক্টোরিয়া]]। [[২৩ জুন]] তিনি রানীর সঙ্গে রাজকীয় সৈন্যবাহিনী পরিদর্শন করে অতিবাহিত করেন। [[৮ জুলাই]] রানী তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেন। দ্বারকানাথ সম্পর্কে রানী তাঁর ডায়রিতে লেখেন :
{{cquote| “ব্রাহ্মণ ভদ্রলোক বেশ ভাল ইংরেজি বলেন এবং তিনি একজন বুদ্ধিমান ও চমৎকার মানুষ”}}<ref>কুইন ভিক্টোরিয়া’স জার্নাল, জুলাই ৮, ১৮৪২</ref>
 
[[১৫ অক্টোবর]] দ্বারকানাথ [[ইংল্যান্ড]] থেকে [[প্যারিসে]] যান। [[২৮ অক্টোবর]] ফ্রান্সের রাজা [[লুই ফিলিপ]] তাঁকে [[সেন্ট ক্লাউডে]] এক সংবর্ধনা দেন। [[১৮৪২]] সালের ডিসেম্বরে তিনি কলকাতা প্রত্যাবর্তন করেন। উনিশ শতকের চল্লিশের দশকের গোড়ার দিকের ব্যবসায়িক মন্দা এবং দ্বারকানাথের নবলব্ধ আড়ম্বরপূর্ণ জীবনযাপন এ দুয়ে মিলে তাঁর ব্যবসাক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে তিনি বহু ব্যক্তি ও কোম্পানির কাছে ঋণী হয়ে পড়েন। এ ঋণের বোঝা তাঁর মৃত্যু পর্যন্ত ক্রমাগতভাবে বাড়তেই থাকে। পরিণামে তাঁর পুত্র দেবেন্দ্রনাথকে পিতার ঋণের দায় বহন করতে হয় এবং গোটা পরিবারকে দায়মুক্ত করতেই তাঁর সারাজীবন কেটে যায়। মহামন্দায় কেবল দ্বারকানাথই নন, আরও অনেক ব্যবসায়ীর জীবনে চরম বিপর্যয় নেমে আসে।
৪৩ নং লাইন:
* Blair B Kling, Partner in Empire: Dwarkanath Tagore and the Age of Enterprise in Eastern India, Calcutta, 1981;
* NK Sinha, The Economic History of Bengal 1793 – 1848, III, Calcutta, 1984.
 
 
{{অসম্পূর্ণ}}