আম্পায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:Cricket_UmpireCricket Umpire.jpg|thumb|250px|ক্রিকেট খেলা পরিচালনারত দুইজন আম্পায়ারের একজন]]
'''আম্পায়ার''' ({{lang-en|Umpire}}) একজন বিচারক ও কর্তৃপক্ষ হিসেবে ক্রিকেটের নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগপূর্বক খেলা পরিচালনা করে থাকেন। [[ম্যাচ রেফারী]] মাঠের বাইরে অবস্থানকারী কর্মকর্তা হিসেবে থাকেন। তিনি বিচারকরূপে [[ক্রিকেট]] খেলায় যাবতীয় নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগ এবং [[আইসিসি]] প্রণীত আচরণবিধি অপব্যবহারে [[জরিমানা]] নির্ধারণ করেন। কিন্তু মাঠে অবস্থানকারী দুই জন আম্পায়ারই ক্রিকেট খেলা পরিচালনায় প্রধান ভূমিকা রাখেন। তবে, প্রয়োজনীয় ও নিখুঁত সিদ্ধান্ত প্রদানের জন্যে মাঠের বাইরে [[থার্ড আম্পায়ার]] অবস্থান করে তাঁকে কিংবা তাঁদেরকে সহায়তা করেন।
 
== সহযোগীবৃন্দ ==
{{মূল|ক্রিকেট#আম্পায়ার}}
[[চিত্র:Cricket_Umpire_dismissalCricket Umpire dismissal.jpg|thumb|250px|আম্পায়ারের হাত উঁচু ও অঙ্গুলী নির্দেশনার মাধ্যমে ব্যাটসম্যানকে আউটের সঙ্কেত প্রদান]]
খেলা চলাকালীন মাঠে দুইজন আম্পায়ার অবস্থান করে খেলা পরিচালনা করে থাকেন। বোলিংপ্রান্তে অবস্থানরত আম্পায়ার পরিচিতি পান ''ফিল্ড আম্পায়ার'' হিসেবে এবং [[বল (ক্রিকেট)|বল]] মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে থাকেন ''স্কয়ার লেগ আম্পায়ার''। সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতাজনিত কারণে কিংবা বিতর্কিত সিদ্ধান্ত যাঁচাইকল্পে সর্বোপরি এ দু'জন আম্পায়ারকে সহযোগীতার লক্ষ্যে মাঠের বাইরে একজন অতিরিক্ত আম্পায়ার থাকেন। তিনি ৩য় তৃতীয় আম্পায়ার বা ''থার্ড আম্পায়ার'' নামে পরিচিত। এছাড়াও, খেলায় বল সংরক্ষণ, সরবরাহ, পরিবর্তন, মাঠে দায়িত্বপালনরত আম্পায়ারদ্বয়ের জন্য ড্রিঙ্কস্‌, তাঁদের [[ভ্রমণ|ভ্রমণের]] বন্দোবস্তসহ আহার-ভোজনের দায়িত্বে রয়েছেন ৪র্থ আম্পায়ার বা ''ফোর্থ আম্পায়ার''।
 
১৪ নং লাইন:
<!--টস, ম্যাচ রেফারী/আম্পায়ার-->
 
বল মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে অর্থাৎ ''স্ট্রাইকারস্‌ এ্যান্ড আম্পায়ার'' হিসেবে অন্য আম্পায়ার [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানের]] আউট হওয়া সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক স্থানে অবস্থান নেন। এছাড়াও, তিনি [[মাঠ|মাঠে]] অবস্থানরত অন্যান্য বিষয় ও ঘটনাবলী নজর রাখেন। সচরাচর তিনি পপিং ক্রিজের কয়েক [[গজ]] দূরত্বে বিশেষতঃ লেগ সাইডে দণ্ডায়মান থাকেন। সেইসূত্রে তিনি ''স্কয়ার লেগ আম্পায়ার'' হিসেবে পরিচিত। ব্যাটসম্যানের অসুস্থতাজনিত কারণে [[রানার (ক্রিকেট)|রানারকে]] সহযোগিতা ও নজর রাখেন।
 
উভয় আম্পায়ারই খেলোয়াড় পরিবর্তনের লক্ষ্যে ''অতিরিক্ত খেলোয়াড়'' মাঠে নামানো, [[খেলা]] বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় আলোকস্বল্পতা, [[কুয়াশা]], [[বৃষ্টি]], দূর্যোগপূর্ণ [[আবহাওয়া]] কিংবা অনুপযুক্ত পরিবেশের কথাও বিবেচনায় রাখেন।