আইজাক আসিমভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২১ নং লাইন:
আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে [[ফাউন্ডেশন সিরিজ|'''ফাউন্ডেশন''' সিরিজ]]। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে [[গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ]] এবং [[আইজাক আসিমভের রোবট সিরিজ|'''রোবট''' সিরিজ]] যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ''ভবিষ্যৎ ইতিহাস'' বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন [[কর্ডওয়েইনার স্মিথ]] এবং [[পাউল এন্ডারসন]]। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে [[নাইটফল]] গল্পটি [[১৯৬৪]] সালে [[সাইন্স ফিকশন রাইটার্স অফ আমেরিকা]] কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন। আসিমভের অধিআকংশ বিজ্ঞান গ্রন্থ এবং গল্পেই বৈজ্ঞানিক ধারণাসমূহ ইতিহাসের আবহে বর্ণীত হয়েছে। এক্ষেত্রে তিনি হয়ত সুদূর ভবিষ্যতের কোন সময় থেকে শুরু করেছেন আর ফিরে গেছেন তখন পর্যন্ত যখন কিনা সেই ধারণাটি ছিলইনা বা থাকলেও ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে; যখন মানব সভ্যতা ছিল একেবারে সরল। তিনি উপন্যাসের চরিত্রগুলোর জন্ম-মৃত্যুর তারিখ, তাদের নামের উচ্চারণ এবং জীবনী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এছাড়া তিনি [[আমেরিকান হিউম্যানিস্ট এসোসিয়েশন|আমেরিকান হিউম্যানিস্ট এসোসিয়েশনের]] সভাপতি হিসেবে খুব আনন্দিত ছিলেন। এখানেই তার মানবতাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। [[৫০২০ আসিমভ]] নামক গ্রহাণু, [[আসিমভ্‌স সাইন্স ফিকশন]] নামক সাময়িকী এবং [[আইজাক আসিমভ পুরস্কার]] নামে একাধিক পুরস্কারের মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
 
[[চিত্র:Isaac_Asimov_on_ThroneIsaac Asimov on Throne.png|thumb|right|আইজাক আসিমভের একটি কল্পিত চিত্র ]]
== জীবনী ==
আসিমভ [[অক্টোবর]], [[১৯১৯]] থেকে [[জানুয়ারি ২]], [[১৯২০]] তারিখের মধ্যবর্তী কোন এক সময়ে জন্মগ্র্রহণ করেন। তার জন্মস্থান [[আরএসএফএসআর]] ([[রাশিয়ান সোভিয়েত ফেডারেটেড সোশালিস্ট রিপাবলিক]])-এর [[স্মলেন্‌স্ক ওব্লাস্ট]] অঞ্চলের অন্তর্ভুক্ত [[পেত্রোভিচি]] রাজ্যে। বর্তমানে এই রাজ্যটি [[বেলারুশ]] প্রজাতন্ত্রের Mahilyow প্রদেশের অন্তর্ভুক্ত। আসিমভের বাবা ''জুডাহ আসিমভ'' এবং মা ''আন্না রাচেল বের্মান আসিমভ''। ইহুদি এই পরিবার তৎকালীন রাশিয়ার ক্ষুদ্র কারখানা মালিক শ্রেণীর অন্তর্গত ছিল। তার জন্ম তারিখ নিশ্চিত করে বলা যায়না [[গ্রেগরীয় বর্ষপঞ্জি|গ্রেগরীয়]] এবং [[হিব্রু বর্ষপঞ্জি|হিব্রু বর্ষপঞ্জির]] পার্থক্য এবং সুষ্ঠু রেকর্ড সংরক্ষণের অভাবে। আসিমভ নিজে তার জন্মদিন সবসময় [[জানুয়ারি ২]] তারিখে পালন করতেন।<ref name="birthday"/> তার পারিবারিক ও বংশীয় উপাধিটি এসেছে [[রাশিয়ান ভাষা|রাশিয়ান ভাষার]] শব্দ озимые (ওজিমিয়ে) থেকে। এটি এক ধরনের শীতকালীন শস্য যা তার দাদা চাষ করতেন। অবশ্য এই শব্দটির সাথে পিতৃপুরুষ সূত্রে প্রাপ্ত অনুসর্গ যুক্ত হয়ে তবেই আসিমভ শব্দটি উৎপন্ন হয়েছে। তার তিন বছর বয়সে তাদের পরিবার রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে যায় এবং [[নিউ ইয়র্ক সিটি|নিউ ইয়র্ক সিটির]] [[ব্রুকলিন|ব্রুকলিনে]] বসতি স্থাপন করে। পরিবারের ভিতরে সবাই [[ইদিশ ভাষা|ইদিশ]] এবং [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] কথা বলত। এ কারণে আসিমভ কখনই রাশিয়ান ভাষা শিখেননি। তিনি ইদিশ এবং ইংরেজি উভয় ভাষাতেই সমান পারদর্শী ছিলেন এবং মাত্র ৫ বছর বয়সে অনেকটা নিজে নিজেই পড়তে শিখে যান। ব্রুকলিনে তার পরিবার একটি ক্যান্ডি স্টোরের মালিকানা লাভ করেছিল যেখানে পরিবারের সবাইকে কাজ করতে হত। সেখানেই আসিমভ প্রথম সস্তা এবং জনপ্রিয় সব পত্রপত্রিকার সাথে পরিচিত হন এবং সেগুলো পড়তে শুরু করেন। মাত্র ১১ বছর বয়সে নিজে থেকে গল্প লিখতে শুরু করেছিলেন এবং ১৯ বছর বয়সে সেগুলো বিজ্ঞান কল্পকাহিনী পত্রিকার কাছে বিক্রি করতে শুরু করেন। [[এস্টাউন্ডিং সাইন্স ফিকশন]] পত্রিকার সম্পাদক [[জন ডব্লিউ ক্যাম্‌পবেল]] তার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন এবং পরবর্তিতে তার বিশ্বস্ত বন্ধুও হয়ে যান।
৪,১২,৯৬২টি

সম্পাদনা