অ্যান্টিগুয়া ও বার্বুডা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৬৬ নং লাইন:
}}
 
'''অ্যান্টিগুয়া ও বার্বুডা''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Antigua and Barbuda ''অ্যান্টীগা অ্যান্ড্‌ বার্বিঊডা'', মূলতঃ [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] Antigua y Barbuda ''আন্তিউয়া ই বার্বুদ়া'' অর্থাৎ "প্রাচীন ও দেড়েল") [[ক্যারিবীয় সাগর|ক্যারিবীয় সাগরের]] পূর্ব প্রান্তে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটি মূলত [[লিওয়ার্ড দ্বীপপুঞ্জ|লিওয়ার্ড দ্বীপপুঞ্জের]] মধ্যভাগে অবস্থিত তিনটি প্রতিবেশী দ্বীপ অ্যান্টিগুয়া, বার্বুডা এবং রেডন্ডা নিয়ে গঠিত। দ্বীপগুলি [[বিষুবরেখা]] থেকে প্রায় ১৭ ডিগ্রি উত্তরে অবস্থিত।
 
ক্যারিবীয় দেশগুলির মধ্যে অ্যান্টিগুয়া ও বার্বুডা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে বেশি সমৃদ্ধ। দ্বীপগুলিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, এবং দেশটির অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। অ্যান্টিগুয়ার সমুদ্রসৈকতের সৌন্দর্য বিখ্যাত। দক্ষিণ ক্যারিবীয় সাগরে পরিভ্রমণকারী বিলাসভ্রমণ জাহাজগুলি প্রায়ই অ্যান্টিগুয়াতে নোঙর ফেলে। বার্বুডা ও অ্যান্টিগুয়ার আশেপাশে প্রচুর প্রবাল প্রাচীর ও ডুবে যাওয়া জাহাজের অবশেষ আছে, ফলে এখানে পানিতে ঝাঁপ দেয়া ও ডুবসাঁতার কাটা বিনোদনের অন্যতম উপায়।
 
[[ক্রিস্টোফার কলম্বাস]] যখন [[১৪৯৩]] সালে দ্বিতীয়বার আমেরিকা মহাদেশ সফরে যান, তখন ইউরোপীয়রা প্রথম এই দ্বীপগুলি আবিষ্কার করে। [[১৬৩২]] সাল থেকে [[১৯৮১]] সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দ্বীপগুলি ব্রিটিশ উপনিবেশ ছিল। এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ [[আফ্রিকা]] থেকে আনা দাস ও তাদের বংশধর। এদেরকে [[তুলা]] ও [[আখ|আখের]] প্ল্যান্টেশনে কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। দ্বীপগুলির সংস্কৃতিতে আফ্রিকান, পশ্চিম ভারতীয় এবং ব্রিটিশ প্রভাবের মিশ্রণ ঘটেছে।
 
== ইতিহাস ==
৮৬ নং লাইন:
 
=== অ্যান্টিগা লেবার পার্টি ===
[[১৯৪৩]] সালে চলতি ম্রমিক আন্দোলনের সভাপতি নির্বাচিত হন [[ভার কর্নওয়াল বার্ড]]। তিনি অন্যান্য শ্রমিক দল ও সংঘসমূহকে এক্রতিত করে [[এন্টিগুয়া লেবার পার্টি]] (এএলপি) প্রতিষ্ঠা করেন। [[১৯৪৬]] সালের নির্বাচনে এই দল প্রথমবারের মত অনেকগুলো আসন লাভ করে। এরপর প্রায় কয়েক দশক ধরে বার্ড ও তার পরিবার এন্টিগুয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করে।
 
[[১৯৬৭]] সালে এন্টিগুয়া [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] একটি সহযোগী শক্তির মর্যাদা রাভ করে যার ফলে সেখানে সম্পূর্ণ অভ্যন্তরীন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। [[১৯৮১]] সালে [[নভেম্বর]] মাসে এন্টিগুয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়, এর সাথে [[বারবুডা|বারবুডাকে]] একত্রিত করে ''এন্টিগুয়া ও বারবুডা'' রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যদিও বারবুডাবাসীরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবী করেছিল। বারবুডাবাসীদের দাবীর মর্যাদা রক্ষার জন্য বারবুডাকে উল্লেখযোগ্য পরিমাণে অভ্যন্তরীন স্বায়ত্তশাসনের ক্ষমতা দেয়া হয়। তার পরও বারবুডাবাসীর আন্দোলন থেমে থাকেনি। এখনও স্বাধীনতার তাবীই বারবুডার রাজনীতিতে সবচেয়ে আলোচ্য বিষয়। যাহোক, এই রাষ্ট্রটি [[কমনওয়েল্‌থ অফ ন্যাশন্‌স]]-এর সদস্য।
৯৬ নং লাইন:
 
== রাজনীতি ==
 
 
== প্রশাসনিক অঞ্চলসমূহ ==
১০৩ ⟶ ১০২ নং লাইন:
 
== ভূগোল ==
 
 
== অর্থনীতি ==
 
 
 
== জনসংখ্যা ==
১১৫ ⟶ ১১১ নং লাইন:
 
== সংস্কৃতি ==
 
 
== আরও দেখুন ==
১২১ ⟶ ১১৬ নং লাইন:
* [[কমনওয়েলথ অব নেশন্স]]
* [[জাতিসংঘ]]
 
 
== তথ্যসূত্র ==
{{reflist|2}}
 
 
 
== বহিঃসংযোগ ==
১৩৭ ⟶ ১২৯ নং লাইন:
* {{dmoz|Regional/Caribbean/Antigua_and_Barbuda}}
* [http://devdata.worldbank.org/external/CPProfile.asp?PTYPE=CP&CCODE=ATG বিশ্ব ব্যাঙ্কের দেশ বৃত্তান্ত ডেটা] অ্যান্টিগুয়া এবং বার্বুডার জন্য
 
 
 
 
 
{{দেশের নিবন্ধ|অ্যান্টিগুয়া ও বার্বুডার}}