নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৩৮ নং লাইন:
}}
 
'''নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়''' ('''এনএসওইউ''') পূর্ব [[ভারত|ভারতের]] একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এর প্রধান কেন্দ্র [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের রাজধানী [[কলকাতা|কলকাতায়]] অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চাশতম স্থানে অবস্থান করছে। এই বিশ্ববিদ্যালয়টি ভারতবর্ষের প্রথম বাংলা মাধ্যমে চালিত মুক্ত বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে এটি ভারতবর্ষের মুক্ত বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে অন্যতম সেরা একটি State University হিসাবে পরিগণিত।
 
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে [[নেতাজি সুভাষচন্দ্র বসু]] জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উডবার্ন পার্কে এর প্রধান কার্যালয়টি এক সময়ে ছিল নেতাজিরই বাসভবন। এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের মাধ্যম [[বাংলা ভাষা|বাংলা]] ও [[ইংরেজি ভাষা|ইংরেজি]]। [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] মুক্ত বিশ্ববিদ্যালয় ও [[ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়|ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের]] আদর্শে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শাখায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ার সুযোগ রয়েছে। বর্তমানে পূর্বভারতের অন্যতম বৃহৎ দূরশিক্ষা প্রতিষ্ঠান এটি।
৭৬ নং লাইন:
* ইন্টারডিসিপ্লিনারি বিষয়সমূহ
 
এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন সার্টিফিকেট, ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পড়িয়ে থাকে।
 
=== লাইব্রেরি ===
৯০ নং লাইন:
 
== শিক্ষণ পদ্ধতি ==
প্রত্যেক ছাত্রছাত্রীকে ব্যক্তিগত সহায়তা দানের উদ্দেশ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গে অসংখ্য স্টাডি সেন্টার স্থাপন করেছে।
 
দূরশিক্ষার বিভিন্ন প্রক্রিয়ায় এই বিশ্ববিদ্যালয় শিক্ষা দান করে থাকে –
৯৬ নং লাইন:
* স্ব-নির্দেশিত পাঠ্যবস্তু বা সেলফ ইনস্ট্রাকশন মেটিরিয়াল : স্ব-নির্দেশিত পাঠ্যবস্তুগুলি বিভিন্ন স্টাডি সেন্টার থেকে ছাত্রছাত্রীদের বিতরণ করা হয়।
 
* অডিও-ভিডিও সিডি : বিশেষ বিশেষ অনুষ্ঠানের রেকর্ডিং অডিও-ভিডিও সিডির মাধ্যমে স্টাডি সেন্টারগুলি থেকে বিতরণ করা হয়। এছাড়াও এই সব সেন্টারে অডিও টেপ চালিয়ে বা ভিডিও স্ক্রিনিং-এর মাধ্যমে ক্লাস নেওয়া হয়।
 
* ব্যক্তিগত জনসংযোগ অনুষ্ঠান বা পার্সোনাল কনট্যাক্ট প্রোগ্রাম : স্ব-নির্দেশিত পাঠ্যবস্তু ও ব্যক্তিগত জনসংযোগের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তিগত জনসংযোগ অনুষ্ঠানগুলি সাধারণত শনি ও রবিবারে নেওয়া হয়।
 
* জ্ঞানবাণী এফএম চ্যানেল : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১০৫.৪ মেগাহাৎর্জে জ্ঞানবাণী এফএম চ্যানেল, কলকাতা চালু করেছে।
 
* সংলাপমূলক রেডিও পরামর্শদান বা ইন্টারাকটিভ রেডিও কাউন্সেলিং : প্রতি মাসের চতুর্থ রবিবার আকাশবাণীর কলকাতা খ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রেডিও কাউন্সেলিং সম্প্রচার করে থাকে। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের উপর নিয়মিত ক্লাস সহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলির উপর সাপোর্ট সার্ভিস স্পেশাল প্রোগ্রামও সম্প্রচারিত হয়।
 
== বাংলা অনলাইন ==
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় [[মাইসোর]]স্থ ভারতের [[কেন্দ্রীয় ভাষা সংস্থান|কেন্দ্রীয় ভাষা সংস্থানের]] সঙ্গে একযোগে বাংলা অনলাইন নামে একটি অনলাইন বাংলা ভাষাশিক্ষা কোর্স পরিচালনা করে। ২৪ মার্চ, ২০০৪ থেকে এই কোর্স শুরু হয়েছে।
 
== পুরস্কার ==