প্যাসকেল ল্যামি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২৮ নং লাইন:
প্যারিসের উপকণ্ঠে হটস-ডি-সেইনের লেভালোয়েস-প্যারেট এলাকায় জন্মগ্রহণ করেন। [[সায়েন্সেস পো প্যারিস]] থেকে [[অর্থনীতি|অর্থনীতিতে]] স্নাতক ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, [[ওয়ারউইক বিশ্ববিদ্যালয়]] থেকেও সম্মানসূচক স্নাতক ডিগ্রী লাভ করেন।<ref>[http://www2.warwick.ac.uk/newsandevents/pressreleases/honorary_degrees_for_pensions_campaigner__world_trade_director__theatre_critic1/ honorary_degrees_for_pensions_campaigner__world_trade_director__theatre_critic1]</ref> এরপর সরকারী চাকুরীতে যোগ দেন। অর্থ ও বাণিজ্য মন্ত্রী [[জ্যাকুয়েস ডেলর্স]] এবং [[প্রধানমন্ত্রী]] [[পিয়েরে মোরয়|পিয়েরে মোরয়ের]] অধীনে [[পরামর্শক|পরামর্শকের]] দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সাল থেকে তিনি ফ্রান্সের [[সোশ্যালিস্ট পার্টি (ফ্রান্স)|সোশ্যালিস্ট পার্টির]] সদস্য হিসেবে রয়েছেন।
 
[[ঢাকা বিশ্ববিদ্যালয়]]<ref>[http://www.bdnews24.com/details.php?id=221397&cid=10 http://www.bdnews24.com/details.php?id=221397&cid=10]</ref><ref>[http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=e774f82167847c35a60e178a4861f7ac&nttl=2012033137437&toppos=6 http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=e774f82167847c35a60e178a4861f7ac&nttl=2012033137437&toppos=6]</ref> ও [[এডিনবরা বিশ্ববিদ্যালয়]]<ref>[http://www.ed.ac.uk/schools-departments/registry/graduations/honorary/future-honorary-grads http://www.ed.ac.uk/schools-departments/registry/graduations/honorary/future-honorary-grads]</ref> থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন প্যাসকেল ল্যামি।
 
''জেনেভিভ ল্যামি'' নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। তাদের [[সংসার|সংসারে]] তিন পুত্র [[সন্তান]] রয়েছেন। [[দৌড়]] ও [[সাইক্লিং|সাইকেল চালনা]] তাঁর প্রধান [[শখ|শখের]] বিষয়।<ref>[http://ec.europa.eu/archives/commission_1999_2004/lamy/cv_en.htm Commissioner Pascal Lamy, Europa (web portal)]</ref>
 
== ইউরোপীয় কমিশনার ==
১৯৮৪ সালে ডিলর্স [[ইউরোপীয় কমিশন|ইউরোপীয় কমিশনের]] সভাপতি নিযুক্ত হলে প্যাসক্যাল ল্যামিকে [[শেফ দ্যো ক্যাবিনে]] নিযুক্ত করা হয়। এ পদে তিনি ডিলর্সের মেয়াদকালীন ১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন। এ সময়ে তিনি সরকারী চাকুরীজীবিদের উপর বিভিন্ন আদেশ প্রদান করে সবাইকে ব্যতিব্যস্ত রাখতেন। তখন তাঁকে ''লোহার রড'' হিসেবে দেখা যেতো। কেউ তাঁকে পাশ কাটিয়ে কিংবা তার কাজে হস্তক্ষেপ করতে পারতো না।<Refref>
Eppink, Derk-Jan; Ian Connerty (translator) (2007). Life of a European Mandarin: Inside the Commission (1st edition ed.). Tielt, Belgium: Lannoo. pp. 22–3. ISBN 978-90-209-7022-7.</Refref>
 
সংক্ষিপ্তকালের জন্য তিনি [[ক্রেডিট লিওনাইজ|ক্রেডিট লিওনাইজে]] ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। [[ব্যাংক|ব্যাংকের]] পুণর্গঠনে ও বেসরকারীকরণে তিনি দ্বিতীয় শীর্ষ পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৯৯ সালে তিনি পুনরায় ইউরোপীয় কমিশনে ফিরে আসেন। কমিশনের সভাপতি [[রোমানো প্রদি]] তাঁকে ইউরোপীয় কমিশনের একজন কমিশনার হিসাবে নিয়োগ দেন। তাঁর দপ্তর হয় বহির্বাণিজ্য। ২০০৪ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। শক্তিশালী সরকারী চাকুরীজীবিদেরকে নিয়ন্ত্রণ করে নিজ দপ্তর পরিচালনায় তাঁর সক্ষমতা দেখিয়েছেন।<Refref>[http://www.dw-world.de/dw/article/0,2144,2790009,00.html Former EU Mandarin Spills the Beans on Commission Intrigue Deutsche Welle]</Refref>
 
== তথ্যসূত্র ==