দ্বিতীয় মার্গরেটে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৩১ নং লাইন:
| type = রাজকীয়
| name = দ্বিতীয় মার্গারেথ, ডেনমার্কের রাণী
| image = [[চিত্র:Coat_of_Arms_of_DenmarkCoat of Arms of Denmark.svg|80px]]
| reference = [[Majesty|মহারাজ্ঞী]]
| spoken = মহারাণী
৪৫ নং লাইন:
 
=== শিক্ষাজীবন ===
[[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] হ্যাম্পশায়ারে অবস্থিত মেয়েদের [[বোর্ডিং স্কুল]] নর্থ ফোরল্যান্ড লজে পড়াশোনা করেন।<ref>''The Illustrated London News'', vol. 227, Issue 2 (1955), p. 552</ref> এরপর মার্গারেথ ১৯৬০-৬১ সালে কেমব্রিজের গিরটন কলেজে প্রাগৈতিহাসিক বিষয়রূপে [[প্রত্নতত্ত্ব]] বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬১ থেকে ১৯৬২ সালের মধ্যে [[আরহাস বিশ্ববিদ্যালয়|আরহাস বিশ্ববিদ্যালয়ে]] পড়েন [[রাষ্ট্রবিজ্ঞান]] বিষয়ে। ১৯৬৩ সালে অধ্যয়ন করেন সরবোনের [[প্যারিস বিশ্ববিদ্যালয়|প্যারিস বিশ্ববিদ্যালয়ে]]। এছাড়াও ১৯৬৫ সালে [[লন্ডন স্কুল অফ ইকোনমিক্স|লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে]] অধ্যয়ন করেন।
 
সোসাইটি অফ এন্টিকোয়ারিস অফ লন্ডনের [[ফেলো]] তিনি। রাণী মার্গারেথ ড্যানীয়, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় বিশুদ্ধভাবে কথা বলতে পারেন।<ref name="The Danish Monarchy">{{cite web|url=http://kongehuset.dk/publish.php?dogtag=k_en_fam_oue|title=The Danish Monarchy|accessdate=11 May 2010}}</ref>
৫২ নং লাইন:
জন্মগ্রহণের সময় তিনি ডেনমার্কের উত্তরাধিকারী ছিলেন না এবং ভাই ছিল না। ঐ সময় শুধুমাত্র পুরুষেরাই ডেনমার্কের উত্তরাধিকারিত্বের অধিকারী ছিলেন। ১৯৪৭ সালে [[সংবিধান]] পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ শুরু হয়। পরবর্তীতে ২৭ মার্চ, ১৯৫৩ সালে গ্লুক্সবার্গ সভায় নতুন অধ্যাদেশ জারি করে উত্তরাধিকারের জটিলতা নিরসন করে ভবিষ্যতের বাঁধা দূর করা হয়। তা নাহলে তাঁর চাচা [[প্রিন্স নুড]] ক্ষমতায় আরোহণ করতেন। ১৬ এপ্রিল, ১৯৫৮ খ্রিস্টাব্দে মার্গারেথের অষ্টাদশ [[জন্মদিন|জন্মদিনে]] স্টেট কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। রাজার অনুপস্থিতিতে তিনিই সভায় সভাপতিত্ব করতেন।
 
১৯৭২ সালে রাজা নবম ফ্রেদেরিক মৃত্যুবরণ করেন। এরফলে ড্যানীয় সাম্রাজ্যের প্রথম নারী রাষ্ট্রপ্রধান হন রাণী মার্গারেথ।<ref>Queen Margrete I ruled Denmark, Norway and later also Sweden between 1387 and 1412. She was a Danish princess, who married the King of Norway, and thus became Queen. She had a baby boy, and when her husbond died, the little boy was formally chosen to be king of both Norway and Denmark. Because the new king was still very young, his mother, Queen Margrete ruled in his name. The young king died when he was 17 years old, but his mother continued to rule both countries, and from 1397 Sweden was added, and she became the ruler of all of Scandinavia. She was however never a Sovereign. </ref>
 
=== বৈবাহিক জীবন ===
১০ জুন, ১৯৬৭ খ্রিষ্টাব্দে ফরাসি [[কূটনীতিবিদ]] কাউন্ট [[হেনরি ডি লাবোর্দে ডি মনপেজাত|হেনরি ডি লাবোর্দে ডি মনপেজাতের]] সাথে কোপেনহেগেনের [[চার্চ অফ হলম্যান|চার্চ অফ হলম্যানে]] বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিন্সেস মার্গারেথ। লাবোর্দে ডি মনপেজাতকে ড্যানীয় [[সিংহাসন|সিংহাসনের]] সাথে জড়িত থাকতে ''মহামান্য রাজকুমার ডেনমার্কের হেনরিক'' নতুন পদবী প্রদান করা হয়।
 
২৬ মে, ১৯৬৮ খ্রিষ্টাব্দে এ দম্পতির প্রথম [[সন্তান]] জন্ম নেয়। সনাতনী ধারায় স্বয়ংক্রীয়ভাবে ড্যানীয় রাজাদের নাম হবে ফ্রেদেরিক অথবা ক্রিস্টিয়ান। তিনি ক্রিস্টিয়ানের পরিবর্তে জ্যেষ্ঠ সন্তানের নাম রাখেন [[ফ্রেদরিক, ক্রাউন প্রিন্স অফ ডেনমার্ক|ফ্রেদেরিক]]। দ্বিতীয় সন্তান [[প্রিন্স জোয়াচিম অফ ডেনমার্ক|জোয়াচিমের]] জন্ম হয় ৭ জুনা, ১৯৬৯ তারিখে।