শ্যামা সংগীত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:Shyama Shakespeare Sarani Arnab Dutta 2010.JPG|thumb|250px|শ্যামাসঙ্গীতের প্রধান আরাধ্যা দেবী [[কালী]]]]
'''শ্যামাসংগীত''' [[কালী]]-বিষয়ক [[বাংলা ভাষা|বাংলা]] ভক্তিগীতির একটি জনপ্রিয় ধারা। এই শ্রেণীর সঙ্গীত [[শাক্তপদাবলি]]র একটি বিশিষ্ট পর্যায়। শাক্তকবিরা প্রধানত [[তন্ত্র (হিন্দুধর্ম)|তন্ত্রাশ্রয়ী]] দর্শনে বিশ্বাসী ছিলেন বলে শ্যামাসংগীতে তন্ত্রদর্শন নানাভাবে দ্যোতিত। শ্যামাসঙ্গীতের পদগুলিতে কালী বা শ্যামা মাতৃরূপে ও ভক্ত সাধক সন্তানরূপে কল্পিত। ভক্তের প্রাণের আবেগ, আকুতি, আবদার, অনুযোগ, অভিযোগ, দুঃখ-কষ্ট-যন্ত্রণার নিবেদন ছন্দোবদ্ধ হয়ে গীতধারায় প্রকাশিত হয়েছে এই পর্যায়ে। এই কারণে সাধনতত্ত্বের পাশাপাশি আত্মনিবেদনের ঘনিষ্ট আকুতি শ্যামাবিষয়ক পদগুলিতে অপূর্ব কাব্যময় হয়ে উঠেছে। শুধু তাই নয়, সমাজজীবন ও লৌকিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ এই পদাবলির অধ্যাত্মতত্ত্ব শেষাবধি পর্যবসিত হয়েছে এক জীবনমুখী কাব্যে।
 
শ্যামাসঙ্গীতের ধারাটি বিকাশলাভ করে খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে। এই সময় [[বঙ্গ|বঙ্গদেশে]] বিশেষত [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গে]] এক রাজনৈতিক ও সামাজিক সংকটকালে [[বৈষ্ণবধর্ম|বৈষ্ণব ধর্মানুশীলনের]] পরিবর্তে শাক্তদর্শন ও শক্তিপূজা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে থাকে। তারই ফলস্রুতিতে উদ্ভুত হয় শাক্তসাহিত্য। শ্যামাসঙ্গীতের শ্রেষ্ঠ কবি [[রামপ্রসাদ সেন]] এবং শাক্তপদাবলির জগতে তাঁর পরেই স্থান [[কমলাকান্ত ভট্টাচার্য|কমলাকান্ত ভট্টাচার্যের]]। এই দুই দিকপাল শ্যামাসংগীতকার ছাড়াও অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বেশ কয়েকজন বিশিষ্ট পদকর্তা এই ধারায় সংগীতরচনা করে শাক্তসাহিত্য ও সর্বোপরি শাক্তসাধনাকে জনপ্রিয় করে তোলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য – [[কৃষ্ণচন্দ্র রায়]], [[শম্ভুচন্দ্র রায়]], [[নরচন্দ্র রায়]], [[হরুঠাকুর]] [[অ্যান্টনি ফিরিঙ্গি]], [[রামনিধি গুপ্ত]] (নিধুবাবু), [[কালী মির্জা]], [[দাশরথি রায়]] (দাশুরায়) প্রমুখ। অনেক মুসলমান কবিও শ্যামাসঙ্গীতের ধারায় নিজ নিজ কৃতিত্ব স্থাপন করে গেছেন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শ্যামাসংগীতকার হলেন [[কাজী নজরুল ইসলাম]]। অন্যদিকে এই শতাব্দীর জনপ্রিয় শ্যামাসঙ্গীত গায়কদের অন্যতম হলেন [[পান্নালাল ভট্টাচার্য]], [[ধনঞ্জয় ভট্টাচার্য]], [[রামকুমার চট্টোপাধ্যায়]] প্রমুখ।