অচিন্ত্যকুমার সেনগুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
{{উৎসবিহীন}}
'''অচিন্ত্যকুমার সেনগুপ্ত''' ([[১৯শে সেপ্টেম্বর]], [[১৯০৩]] - [[২৯শে জানুয়ারি]], [[১৯৭৬]]) একজন বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। পিতার কর্মস্থল [[নোয়াখালী]] শহরে তাঁর জন্ম হয়। তবে তাঁর পরিবারের আদি নিবাস ছিল বর্তমান [[মাদারিপুর]] জেলায়। তাঁর বাবা রাজকুমার সেনগুপ্ত নোয়াখালী আদালতের আইনজীবী ছিলেন।
 
অচিন্ত্যকুমারের শৈশব, বাল্যজীবন, ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সম্পন্ন হয়। [[১৯১৬]] সালে বাবার মৃত্যুর পর তিনি [[কলকাতা|কলকাতায়]] অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের নিকট চলে যান এবং সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক ([[১৯২০]]), সাউথ সাবার্বান কলেজ (বর্তমান [[আশুতোষ কলেজ]]) থেকে আই. এ. ([[১৯২২]]), এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি. এ. ([[১৯২৪]]) পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ ([[১৯২৬]]) ও পরবর্তীতে বি. এল ডিগ্রী ([[১৯২৯]]) লাভ করেন। [[১৯৩১]] সালে তিনি অস্থায়ী মুন্সেফ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ক্রমে সাব-জজ, জেলা জজ ও ল' কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হয়ে [[১৯৬০]] সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
 
[[১৯২১]] সালে ''প্রবাসী'' পত্রিকায় নীহারিকা দেবী ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ]] ও [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্রের]] পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্য তিনি ছিলেন অন্যতম। অচিন্ত্যকুমার [[১৯২৫]] সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন। তিনি বিচিত্রায়ও কিছুদিন কাজ করেন। তিনি উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান। তিনি উপন্যাসের আঙ্গিকে আবেগপূর্ণ ভাষায় ধর্মগুরুদের জীবনীও (যেমন- ''পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ'', চার খণ্ডে ([[১৯৫২]]-[[১৯৫৭]])) লিখেছেন। তাঁর প্রথম উপন্যাস ''বেদে'' ([[১৯২৮]]); এটি আঙ্গিক, রচনাভঙ্গি ও বিষয়বিন্যাসে আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস। তাঁর লেখায় আধুনিকতা অতি প্রবলভাবে ফুটে উঠেছে। ''কাকজ্যোৎস্না'' " ''প্রথম কদমফুল'' তাঁর অন্য দুইটি বিখ্যাত উপন্যাস। ছোটগল্পশিল্পী হিসেবেও তিনি খ্যাত। বিচারবিভাগে চাকরির বদৌলতে তিনি বাংলাদেশের নানা স্থানে ঘুরে বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে আসেন; এইসব অন্তরঙ্গ পরিচিতজনদের জীবনের নানা কাহিনী অচিন্ত্যকুমার তাঁর ছোট গল্পগুলিতে নিপুণভাবে এঁকেছেন। ''টুটাফাটা'' ([[১৯২৮]]) তাঁর প্রথম ছোট গল্পের বই।
তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ ''কল্লোল যুগ'' ([[১৯৫০]]) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি জগত্তারিণী পুরস্কার, রবীন্দ্রস্মৃতি পুরস্কার ([[১৯৭৫]]) ও শরৎচন্দ্রস্মৃতি পুরস্কার (১৯৭৫) লাভ করেন। [[১৯৭৬]] সালের [[২৯ জানুয়ারি]] কলকাতায় তাঁর মৃত্যু হয়।
 
== উল্লেখযোগ্য গ্রন্থ ==
২০ নং লাইন:
=== জীবনীগ্রন্থ ===
* ''পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ'' (চার খন্ড ১৯৫২-১৯৫৭)
* ''বীরেশ্বর বিবেকানন্দ'' (তিন খণ্ড, ১৯৫৮-৬৯)
 
=== স্মৃতিচারণমূলক গ্রন্থ ===